Ajker Patrika

দ. আফ্রিকা ফেরত ৫ জনের দুজন লাপাত্তা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১২: ৩৬
দ. আফ্রিকা ফেরত ৫ জনের দুজন লাপাত্তা

দক্ষিণ আফ্রিকা থেকে চট্টগ্রামে ফিরে আসা পাঁচজনের মধ্যে দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভুল মোবাইল ফোন নম্বর ও ঠিকানা দেওয়ার কারণে তাঁদের হদিস মিলছে না বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. ইলিয়াস চৌধুরী। তিনি আজকের পত্রিকাকে বলেন, পাঁচজনের মধ্যে তিনজন কোয়ারেন্টাইনে আছেন। বাকি দুজনের হদিস পাওয়া যায়নি। তাঁরা ভুল মোবাইল ফোন নম্বর দিয়েছেন।

সিভিল সার্জন আরও বলেন, গত ১৭ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে তাঁরা দেশে ফেরেন। এর মধ্যে একজন নগরীর হালিশহর এলাকার বাসিন্দা। অন্যরা যথাক্রমে বোয়ালখালী, সাতকানিয়া, সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলার বাসিন্দা।

তাঁদের মধ্যে হালিশহর ও সীতাকুণ্ডের দুজন ভুল নম্বর দিয়েছেন। হোম কোয়ারেন্টাইনে আছেন বোয়ালখালী ও মিরসরাইয়ের দুজন। সাতকানিয়ার ওই প্রবাসী ঢাকায় কোয়ারেন্টাইনে আছেন। তাঁরা তিনজনই ভালো আছেন বলে সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ বলেন, ‘দেশের ৬০-৭০ শতাংশ মানুষ ডেল্টায় আক্রান্ত হয়ে গেছেন। ওমিক্রন যেহেতু নতুন তাই এটির আক্রান্তের হার বা প্রভাবটা কেমন তা বের করতে কিছু সময় লাগবে। সিভিল সার্জনকে বলেছি, আফ্রিকা ফেরত কেউ আসলে যদি উপসর্গ থাকে তাহলে, আমাদের জানাতে। আমরা বিশ্লেষণ করে দেখতে পারব, তাঁদের শরীরে ওমিক্রন আছে কিনা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ফোন বন্ধ পেলে ধরে নিবা মারা গেছি’, স্ত্রীকে বলেছিলেন ইউক্রেনে নিহত রাজবাড়ীর নজরুল

নার্সিং হোমে বয়স্ক পুরুষদের ওষুধ খেতে উৎসাহিত করতে মিনি স্কার্ট পরে তরুণীর নাচ

শাহবাগে গত রাতে ফুটপাত থেকে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার

ট্রাম্পের আশাভঙ্গ, শান্তিতে নোবেল জিতলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা

যে কারণে শান্তিতে নোবেল পেয়েছেন ইসরায়েলের দুজন প্রধানমন্ত্রী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত