সানজিদা সামরিন, ঢাকা
রূপকথার সেই বালুঘড়ির কথা নিশ্চয়ই মনে আছে? দুটো কাচের ফানেলের নিচের অংশ যদি একসঙ্গে জোড়া লাগানো হয়, তাহলে দেখতে যেমন হবে, বালুঘড়ি দেখতেও ঠিক তেমনই। ওপরের অংশে বালু আর নিচের অংশে থাকত স্কেল। ওপরের অংশ থেকে বালু ফানেলের মাঝখানের সরু অংশে গিয়ে আটকে যেত। এরপর ধীরে ধীরে অপেক্ষাকৃত সরু ও মিহি দানার বালু ফানেলের সরু নল দিয়ে নিচে পড়ত। বালু জমা হওয়ার পর স্কেলের যেটুকু অংশ পূর্ণ হতো, সেটাই নির্দিষ্ট সময়ের কথা জানান দিত। এরপর ধীরে ধীরে সময় মাপার জন্য যুগে যুগে নানা ধরনের ঘড়ি আবিষ্কৃত হয়েছে। তারপরে সেটা গুরুত্বপূর্ণ ফ্যাশন অনুষঙ্গ হিসেবে আধুনিক নারী-পুরুষের হাতেও উঠে এসেছে। ঘড়িতে ফুটে উঠেছে শৌখিনতা ও আভিজাত্য।
যান্ত্রিক এই জীবনে স্মার্ট ওয়াচ এখন মানুষের নিত্যসঙ্গী। তবে স্মার্টফোনের এ যুগে সময় দেখার জন্য হাতঘড়ি প্রয়োজন না হলেও ফ্যাশন উপকরণ হিসেবে হাতঘড়িকে উপেক্ষা করার জো নেই।
হাতঘড়ির রকমফের
বিভিন্ন ধরনের ঘড়ি পাওয়া যায়। বেশি ব্যবহৃত হয় ব্যাটারিচালিত কোয়ার্টজ মুভমেন্ট ঘড়ি ও মেকানিজম মুভমেন্ট ঘড়ি। প্রায় সব বয়সীরাই এই ঘড়ি ব্যবহার করেন। কোয়ার্টজ ঘড়ি অ্যানালগ ও ডিজিটাল দুই ধরনেরই পাওয়া যায়। মেকানিজম মুভমেন্ট ঘড়ি অটোমেটিক ও ম্যানুয়াল দুই ধরনের পাওয়া যায়। বর্তমানে তরুণেরা স্মার্ট ঘড়ির দিকে ঝুঁকছেন। স্মার্ট ঘড়ি স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত করা যায়। সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশনসহ খেলাধুলা বা অন্যান্য শারীরিক কার্যক্রমের সঙ্গে মিল রেখে এই ঘড়ি সেট করে নেওয়া যায়। বিশেষ করে যাঁরা গাড়ি চালান, তাঁদের জন্য বিশেষ উপযোগী এই ঘড়ি।
স্টাইলিশ তবে জুতসই
হাতঘড়ি কেনার ক্ষেত্রে এমন ঘড়ি বাছাই করতে হবে, যা ব্যক্তিত্বের সঙ্গে জুতসই। ট্রেন্ডি লুক যাঁরা পছন্দ করেন, তাঁরা মোটা বেল্টের বড় ডায়ালের ঘড়ি বেছে নিচ্ছেন। বিশ্ববিদ্যালয়পড়ুয়ারা আবার স্পোর্টস ঘরানার ঘড়ি লুফে নিচ্ছেন। তবে যে ঘড়িটি পরবেন, তা হাতের সঙ্গে মানানসই কি না, সেটা বুঝতে হবে। খুব স্লিম যাঁরা, তাঁরা একটু চিকন বেল্ট বা চেইনের ঘড়ি পরুন। অন্যদিকে পেশিবহুল মানুষেরা একটু ভারী ঘড়ি পরলে ভালো লাগবে। অফিশিয়াল পোশাকের সঙ্গে মার্জিত ও সাধারণ বেল্টের ঘড়িই মানিয়ে যায়। তবে সে ক্ষেত্রে ঘড়ির ব্র্যান্ড গুরুত্বপূর্ণ। পোশাকের সঙ্গে ঘড়ির বেল্টের রং মিলে গেলে দেখতে ভালো লাগে। তবে সংগ্রহে দু-একটি ব্র্যান্ডেড ঘড়ি থাকলে মন্দ হয় না।
কেনাকাটা
রাজধানীর নিউমার্কেট, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, বায়তুল মোকাররম, পাটুয়াটুলীসহ বিভিন্ন শপিং কমপ্লেক্সে হাতঘড়ির দোকান রয়েছে। এ ছাড়া রয়েছে বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট ও গিফট শপে পাওয়া যাবে ফ্যাশনের অনুষঙ্গ ঘড়ি।
দরদাম
সাধারণত ঘড়ির দাম নির্ভর করে ব্র্যান্ডের ওপর। টাইটান ব্র্যান্ডের ঘড়ি পাওয়া যাবে ৪ হাজার থেকে ২২ হাজার টাকার মধ্য়ে, ফাস্টট্র্যাকের ঘড়ি মিলবে ৪ থেকে ১২ হাজার টাকায়। আর ওমেগা ব্র্যান্ডের ঘড়ির দাম শুরু হয়েছে ১ লাখ টাকা থেকে। এ ছাড়া ওরিয়েন্ট ৫ হাজার থেকে ৫০ হাজার টাকা, রোমার ১২ হাজার থেকে ১ লাখ টাকা এবং টিসোট ঘড়ি মিলবে ২৫ হাজার থেকে লাখ টাকায়। ওয়েস্টার ২ হাজার থেকে ১৫ হাজার, সিটিজেন ২ হাজার থেকে ৩০ হাজার টাকায় পাওয়া যাবে।
এ তো গেল ব্র্যান্ডের ঘড়ির কথা। এ ছাড়া চীন থেকে আমদানি করা কালারফুল সিলিকন, চেইন ও কাপড়ের বেল্টে তৈরি বিভিন্ন ঘড়ির দাম পড়বে ২০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত।
রূপকথার সেই বালুঘড়ির কথা নিশ্চয়ই মনে আছে? দুটো কাচের ফানেলের নিচের অংশ যদি একসঙ্গে জোড়া লাগানো হয়, তাহলে দেখতে যেমন হবে, বালুঘড়ি দেখতেও ঠিক তেমনই। ওপরের অংশে বালু আর নিচের অংশে থাকত স্কেল। ওপরের অংশ থেকে বালু ফানেলের মাঝখানের সরু অংশে গিয়ে আটকে যেত। এরপর ধীরে ধীরে অপেক্ষাকৃত সরু ও মিহি দানার বালু ফানেলের সরু নল দিয়ে নিচে পড়ত। বালু জমা হওয়ার পর স্কেলের যেটুকু অংশ পূর্ণ হতো, সেটাই নির্দিষ্ট সময়ের কথা জানান দিত। এরপর ধীরে ধীরে সময় মাপার জন্য যুগে যুগে নানা ধরনের ঘড়ি আবিষ্কৃত হয়েছে। তারপরে সেটা গুরুত্বপূর্ণ ফ্যাশন অনুষঙ্গ হিসেবে আধুনিক নারী-পুরুষের হাতেও উঠে এসেছে। ঘড়িতে ফুটে উঠেছে শৌখিনতা ও আভিজাত্য।
যান্ত্রিক এই জীবনে স্মার্ট ওয়াচ এখন মানুষের নিত্যসঙ্গী। তবে স্মার্টফোনের এ যুগে সময় দেখার জন্য হাতঘড়ি প্রয়োজন না হলেও ফ্যাশন উপকরণ হিসেবে হাতঘড়িকে উপেক্ষা করার জো নেই।
হাতঘড়ির রকমফের
বিভিন্ন ধরনের ঘড়ি পাওয়া যায়। বেশি ব্যবহৃত হয় ব্যাটারিচালিত কোয়ার্টজ মুভমেন্ট ঘড়ি ও মেকানিজম মুভমেন্ট ঘড়ি। প্রায় সব বয়সীরাই এই ঘড়ি ব্যবহার করেন। কোয়ার্টজ ঘড়ি অ্যানালগ ও ডিজিটাল দুই ধরনেরই পাওয়া যায়। মেকানিজম মুভমেন্ট ঘড়ি অটোমেটিক ও ম্যানুয়াল দুই ধরনের পাওয়া যায়। বর্তমানে তরুণেরা স্মার্ট ঘড়ির দিকে ঝুঁকছেন। স্মার্ট ঘড়ি স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত করা যায়। সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশনসহ খেলাধুলা বা অন্যান্য শারীরিক কার্যক্রমের সঙ্গে মিল রেখে এই ঘড়ি সেট করে নেওয়া যায়। বিশেষ করে যাঁরা গাড়ি চালান, তাঁদের জন্য বিশেষ উপযোগী এই ঘড়ি।
স্টাইলিশ তবে জুতসই
হাতঘড়ি কেনার ক্ষেত্রে এমন ঘড়ি বাছাই করতে হবে, যা ব্যক্তিত্বের সঙ্গে জুতসই। ট্রেন্ডি লুক যাঁরা পছন্দ করেন, তাঁরা মোটা বেল্টের বড় ডায়ালের ঘড়ি বেছে নিচ্ছেন। বিশ্ববিদ্যালয়পড়ুয়ারা আবার স্পোর্টস ঘরানার ঘড়ি লুফে নিচ্ছেন। তবে যে ঘড়িটি পরবেন, তা হাতের সঙ্গে মানানসই কি না, সেটা বুঝতে হবে। খুব স্লিম যাঁরা, তাঁরা একটু চিকন বেল্ট বা চেইনের ঘড়ি পরুন। অন্যদিকে পেশিবহুল মানুষেরা একটু ভারী ঘড়ি পরলে ভালো লাগবে। অফিশিয়াল পোশাকের সঙ্গে মার্জিত ও সাধারণ বেল্টের ঘড়িই মানিয়ে যায়। তবে সে ক্ষেত্রে ঘড়ির ব্র্যান্ড গুরুত্বপূর্ণ। পোশাকের সঙ্গে ঘড়ির বেল্টের রং মিলে গেলে দেখতে ভালো লাগে। তবে সংগ্রহে দু-একটি ব্র্যান্ডেড ঘড়ি থাকলে মন্দ হয় না।
কেনাকাটা
রাজধানীর নিউমার্কেট, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, বায়তুল মোকাররম, পাটুয়াটুলীসহ বিভিন্ন শপিং কমপ্লেক্সে হাতঘড়ির দোকান রয়েছে। এ ছাড়া রয়েছে বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট ও গিফট শপে পাওয়া যাবে ফ্যাশনের অনুষঙ্গ ঘড়ি।
দরদাম
সাধারণত ঘড়ির দাম নির্ভর করে ব্র্যান্ডের ওপর। টাইটান ব্র্যান্ডের ঘড়ি পাওয়া যাবে ৪ হাজার থেকে ২২ হাজার টাকার মধ্য়ে, ফাস্টট্র্যাকের ঘড়ি মিলবে ৪ থেকে ১২ হাজার টাকায়। আর ওমেগা ব্র্যান্ডের ঘড়ির দাম শুরু হয়েছে ১ লাখ টাকা থেকে। এ ছাড়া ওরিয়েন্ট ৫ হাজার থেকে ৫০ হাজার টাকা, রোমার ১২ হাজার থেকে ১ লাখ টাকা এবং টিসোট ঘড়ি মিলবে ২৫ হাজার থেকে লাখ টাকায়। ওয়েস্টার ২ হাজার থেকে ১৫ হাজার, সিটিজেন ২ হাজার থেকে ৩০ হাজার টাকায় পাওয়া যাবে।
এ তো গেল ব্র্যান্ডের ঘড়ির কথা। এ ছাড়া চীন থেকে আমদানি করা কালারফুল সিলিকন, চেইন ও কাপড়ের বেল্টে তৈরি বিভিন্ন ঘড়ির দাম পড়বে ২০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে