Ajker Patrika

ভারত সীমান্তে নওগাঁর যুবক আটক

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৪: ০৩
ভারত সীমান্তে নওগাঁর যুবক আটক

নওগাঁর পোরশা নিতপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে বাংলাদেশি এক যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার বিজিবি-১৬ (নওগাঁ) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার রাতে ভারতের মালদা জেলার হবিপুর থানার ভূতপাড়া গ্রাম থেকে ওই যুবককে আটক করে বিএসএফ।

আটক যুবকের নাম মনিরুল ইসলাম (২৫)। তিনি পোরশা উপজেলার চকবিষ্ণুপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত পার হয়ে ভারতের অভ্যন্তরে গরু আনার জন্য প্রবেশ করেন কয়েকজন রাখাল। গরু নিয়ে ফিরে আসার সময় ভারতীয় ১৫৯ কেদারিপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাঁদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ২৩১ মেইন পিলারের ভারতের অভ্যন্তরে ভূতপাড়া গ্রামে তিনটি গরুসহ বিএসএফ সদস্যরা মনিরুলকে আটক করে।

বিজিবির হাঁপানিয়া ক্যাম্পের নায়েব সুবেদার আজিজুল ইসলাম বলেন, আটকের পর বিজিবির পক্ষ থেকে মনিরুলকে ফেরত চেয়ে ভারতের কেদারিপাড়া ক্যাম্পে চিঠি দেওয়া হয়েছে। বিএসএফ সদস্যরা মনিরুলকে হবিপুর থানায় সোপর্দ করেছে বলেও জানান তিনি।

এ বিষয়ে বিজিবি-১৬ (নওগাঁ) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে সাত থেকে আটজন চোরাকারবারি অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ফেরার পথে ভারতের কেদারিপাড়া ক্যাম্পের সদস্যরা মনিরুলকে গরুসহ আটক করে। তাঁকে ফিরিয়ে আনতে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত