পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করছে বিশেষ অনুষ্ঠান। ঈদের চতুর্থ দিনের বাছাই করা অনুষ্ঠানের খবর থাকছে এই প্রতিবেদনে।
চ্যানেল আই
সিনেমা ‘শেষ বাজি’ (সকাল ১০টা ১৫ মিনিট): পরিচালনা মেহেদী হাসান। অভিনয় সাইমন সাদিক, শিরিন শিলা, মাহমুদুল ইসলাম মিঠু।
টেলিফিল্ম ‘খেয়ালি বাতাস’ (বেলা ২টা ৩০ মিনিট): রচনা মানস পাল, পরিচালনা গোলাম হাবিব লিটু। অভিনয় মীর সাব্বির, শবনম ফারিয়া প্রমুখ।
নাটক ‘ঈদ ভ্যাকেশন’ (রাত ৭টা ৫০ মিনিট): গল্প ও পরিচালনা মোস্তফা কামাল রাজ। অভিনয় খায়রুল বাসার, কেয়া পায়েল, মুনিরা মিঠু, জয়রাজ প্রমুখ।
নাটক ‘প্রিন্সেস ডায়না’ (রাত ৯টা ৩৫ মিনিট): রচনা মেজবাহ উদ্দিন সুমন, পরিচালনা নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয় সাবিলা নূর, তারিক আনাম খান।
এটিএন বাংলা
নাটক ‘একদিনে সেলিব্রেটি’ (রাত ৮টা ৪৫ মিনিট): রচনা ও পরিচালনা শফিক মুক্তা। অভিনয় মোশাররফ করিম, অলঙ্কার চৌধুরী।
সংগীতানুষ্ঠান ‘ইমরান শো—বকুল ও চন্দনে, গানেরও বন্ধনে’ (রাত ১০টা ৩০ মিনিট): চন্দন সিনহা গেয়ে শোনাবেন তাঁর গাওয়া ৬টি গান। একটি গানে তাঁর সঙ্গে কণ্ঠ দেবেন সংগীতশিল্পী কনা। পরিকল্পনায় গীতিকার কবির বকুল, উপস্থাপনায় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল।
মাছরাঙা টেলিভিশন
সিনেমা ‘লাল শাড়ি’ (বেলা ২টা ১০ মিনিট): পরিচালনা বন্ধন বিশ্বাস, অভিনয় সাইমন সাদিক, অপু বিশ্বাস।
নাটক ‘লও ঠ্যালা’ (রাত ৮টা): অভিনয় জোভান, টয়া।
নাটক ‘এই ঘর এই সংসার’ (রাত ১০টা ২০ মিনিট): অভিনয় নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি।
এনটিভি
সিনেমা ‘ব্ল্যাক ওয়ার’ (বেলা ১১টা): পরিচালনা সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ। অভিনয় আরিফিন শুভ, ঐশী, সাদিয়া নাবিলা প্রমুখ।
টেলিফিল্ম ‘ভালোবাসা অনন্ত’ (বেলা ২টা ৩০ মিনিট): রচনা ফারিয়া হোসেন, পরিচালনা চয়নিকা চৌধুরী। অভিনয় সাফা কবীর, জোনায়েদ বোগদাদী।
নাটক ‘বাপ বেটা ঘরজামাই’ (রাত ৯টা ১৫ মিনিট): রচনা সুজিত বিশ্বাস, পরিচালনা সোহেল রানা ইমন। অভিনয় মোশাররফ করিম, জান্নাতুল সুমাইয়া হিমি।
আরটিভি
সিনেমা ‘গলুই’ (বেলা ২টা ১০ মিনিট): পরিচালনা এস এ হক অলিক, অভিনয় শাকিব খান, পূজা চেরি।
সংগীতানুষ্ঠান ‘ফোক স্টেশন’ (বিকেল ৫টা ৩০ মিনিট): গাইবেন শফি মণ্ডল ও অংকন।
নাটক ‘টাকার সংসার’ (রাত ৮টা ৩০ মিনিট): পরিচালনা মেহেদী রনি। অভিনয় মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি।
নাটক ‘টর্চার’ (রাত ৯টা ৩০ মিনিট): পরিচালনা মাবরুর রশীদ বান্নাহ। অভিনয় মিশু সাব্বির, সামিরা খান মাহি।
নাগরিক টিভি
সিনেমা ‘সবার উপরে প্রেম’ (বেলা ১টা): অভিনয় শাকিব খান, শাবনূর।
সিনেমা ‘হিরো দ্য সুপারস্টার’ (বিকেল ৪টা): অভিনয় শাকিব খান, অপু বিশ্বাস।
বাংলাভিশন
টেলিফিল্ম ‘ইচ্ছে পূরণ’ (বেলা ২টা ২৫ মিনিট): পরিচালনা মজুমদার শিমুল। অভিনয় তৌসিফ মাহবুব, কেয়া পায়েল, তারিক আনাম খান।
নাটক ‘নাচে-গানে ভরপুর’ (রাত ৭টা ৪৫ মিনিট): রচনা ও পরিচালনা মোহন আহমেদ। অভিনয় মোশাররফ করিম, জুঁই।
নাটক ‘জাস্ট ম্যারিড’ (রাত ৯টা ২৫ মিনিট): রচনা ও পরিচালনা হাসিব হোসেন রাখি। অভিনয় নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি।
নাটক ‘জামাই বউয়ের মাথা গরম’ (রাত ১০টা ৪০ মিনিট): রচনা আল আমিন স্বপন, পরিচালনা তাইফুর জাহান আশিক। অভিনয় মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি।
বৈশাখী টেলিভিশন
সংগীতানুষ্ঠান ‘গানে গানে ঈদ আনন্দ’ (বেলা ১১টা): গাইবেন ফকির শাহাবুদ্দীন ও ইসরাত জাহান জুঁই।
নাটক ‘বিক্রীত জিনিস ফেরত নহে’ (রাত ৮টা ১০): রচনা এনডি আকাশ, পরিচালনা তাইফুর জাহান আশিক। অভিনয় মোশাররফ করিম, রোবেনা জুঁই।
নাটক ‘শুধু তোমার জন্য’ (রাত ৯টা ৫০ মিনিট): রচনা ও পরিচালনা প্রীতি দত্ত। অভিনয় মুশফিক ফারহান, সামিরা খান।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করছে বিশেষ অনুষ্ঠান। ঈদের চতুর্থ দিনের বাছাই করা অনুষ্ঠানের খবর থাকছে এই প্রতিবেদনে।
চ্যানেল আই
সিনেমা ‘শেষ বাজি’ (সকাল ১০টা ১৫ মিনিট): পরিচালনা মেহেদী হাসান। অভিনয় সাইমন সাদিক, শিরিন শিলা, মাহমুদুল ইসলাম মিঠু।
টেলিফিল্ম ‘খেয়ালি বাতাস’ (বেলা ২টা ৩০ মিনিট): রচনা মানস পাল, পরিচালনা গোলাম হাবিব লিটু। অভিনয় মীর সাব্বির, শবনম ফারিয়া প্রমুখ।
নাটক ‘ঈদ ভ্যাকেশন’ (রাত ৭টা ৫০ মিনিট): গল্প ও পরিচালনা মোস্তফা কামাল রাজ। অভিনয় খায়রুল বাসার, কেয়া পায়েল, মুনিরা মিঠু, জয়রাজ প্রমুখ।
নাটক ‘প্রিন্সেস ডায়না’ (রাত ৯টা ৩৫ মিনিট): রচনা মেজবাহ উদ্দিন সুমন, পরিচালনা নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয় সাবিলা নূর, তারিক আনাম খান।
এটিএন বাংলা
নাটক ‘একদিনে সেলিব্রেটি’ (রাত ৮টা ৪৫ মিনিট): রচনা ও পরিচালনা শফিক মুক্তা। অভিনয় মোশাররফ করিম, অলঙ্কার চৌধুরী।
সংগীতানুষ্ঠান ‘ইমরান শো—বকুল ও চন্দনে, গানেরও বন্ধনে’ (রাত ১০টা ৩০ মিনিট): চন্দন সিনহা গেয়ে শোনাবেন তাঁর গাওয়া ৬টি গান। একটি গানে তাঁর সঙ্গে কণ্ঠ দেবেন সংগীতশিল্পী কনা। পরিকল্পনায় গীতিকার কবির বকুল, উপস্থাপনায় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল।
মাছরাঙা টেলিভিশন
সিনেমা ‘লাল শাড়ি’ (বেলা ২টা ১০ মিনিট): পরিচালনা বন্ধন বিশ্বাস, অভিনয় সাইমন সাদিক, অপু বিশ্বাস।
নাটক ‘লও ঠ্যালা’ (রাত ৮টা): অভিনয় জোভান, টয়া।
নাটক ‘এই ঘর এই সংসার’ (রাত ১০টা ২০ মিনিট): অভিনয় নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি।
এনটিভি
সিনেমা ‘ব্ল্যাক ওয়ার’ (বেলা ১১টা): পরিচালনা সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ। অভিনয় আরিফিন শুভ, ঐশী, সাদিয়া নাবিলা প্রমুখ।
টেলিফিল্ম ‘ভালোবাসা অনন্ত’ (বেলা ২টা ৩০ মিনিট): রচনা ফারিয়া হোসেন, পরিচালনা চয়নিকা চৌধুরী। অভিনয় সাফা কবীর, জোনায়েদ বোগদাদী।
নাটক ‘বাপ বেটা ঘরজামাই’ (রাত ৯টা ১৫ মিনিট): রচনা সুজিত বিশ্বাস, পরিচালনা সোহেল রানা ইমন। অভিনয় মোশাররফ করিম, জান্নাতুল সুমাইয়া হিমি।
আরটিভি
সিনেমা ‘গলুই’ (বেলা ২টা ১০ মিনিট): পরিচালনা এস এ হক অলিক, অভিনয় শাকিব খান, পূজা চেরি।
সংগীতানুষ্ঠান ‘ফোক স্টেশন’ (বিকেল ৫টা ৩০ মিনিট): গাইবেন শফি মণ্ডল ও অংকন।
নাটক ‘টাকার সংসার’ (রাত ৮টা ৩০ মিনিট): পরিচালনা মেহেদী রনি। অভিনয় মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি।
নাটক ‘টর্চার’ (রাত ৯টা ৩০ মিনিট): পরিচালনা মাবরুর রশীদ বান্নাহ। অভিনয় মিশু সাব্বির, সামিরা খান মাহি।
নাগরিক টিভি
সিনেমা ‘সবার উপরে প্রেম’ (বেলা ১টা): অভিনয় শাকিব খান, শাবনূর।
সিনেমা ‘হিরো দ্য সুপারস্টার’ (বিকেল ৪টা): অভিনয় শাকিব খান, অপু বিশ্বাস।
বাংলাভিশন
টেলিফিল্ম ‘ইচ্ছে পূরণ’ (বেলা ২টা ২৫ মিনিট): পরিচালনা মজুমদার শিমুল। অভিনয় তৌসিফ মাহবুব, কেয়া পায়েল, তারিক আনাম খান।
নাটক ‘নাচে-গানে ভরপুর’ (রাত ৭টা ৪৫ মিনিট): রচনা ও পরিচালনা মোহন আহমেদ। অভিনয় মোশাররফ করিম, জুঁই।
নাটক ‘জাস্ট ম্যারিড’ (রাত ৯টা ২৫ মিনিট): রচনা ও পরিচালনা হাসিব হোসেন রাখি। অভিনয় নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি।
নাটক ‘জামাই বউয়ের মাথা গরম’ (রাত ১০টা ৪০ মিনিট): রচনা আল আমিন স্বপন, পরিচালনা তাইফুর জাহান আশিক। অভিনয় মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি।
বৈশাখী টেলিভিশন
সংগীতানুষ্ঠান ‘গানে গানে ঈদ আনন্দ’ (বেলা ১১টা): গাইবেন ফকির শাহাবুদ্দীন ও ইসরাত জাহান জুঁই।
নাটক ‘বিক্রীত জিনিস ফেরত নহে’ (রাত ৮টা ১০): রচনা এনডি আকাশ, পরিচালনা তাইফুর জাহান আশিক। অভিনয় মোশাররফ করিম, রোবেনা জুঁই।
নাটক ‘শুধু তোমার জন্য’ (রাত ৯টা ৫০ মিনিট): রচনা ও পরিচালনা প্রীতি দত্ত। অভিনয় মুশফিক ফারহান, সামিরা খান।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
২ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪