নিজস্ব প্রতিবেদক, রাজশাহী, বগুড়া ও জয়পুরহাট প্রতিনিধি
অতিথিদের সঙ্গে ছবি তোলার জন্য মাঠভরা শিক্ষার্থীর হাতে হাতে একটি করে বই দেওয়া হয়। বই পেয়ে উল্টেপাল্টে দেখছে তাউহিদুল ইসলাম সবুজ। নতুন বইয়ের গন্ধ শুঁকে তাউহিদুল পাশে থাকা সহপাঠী সাজিদ হোসেনকে বলল, ‘নতুন বইয়ের গন্ধটা আমার খুব ভাল্লাগে।’ সাজিদ বলল, ‘আমারও।’
‘নতুন বছরে নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন’ প্রতিপাদ্যে রাজশাহীতে এবার সরকারিভাবে বই উৎসব আয়োজন করা হয়েছিল শহরের অগ্রণী বিদ্যালয়ে। তাউহিদুল ও সাজিদ এই স্কুলেই এবার সপ্তম শ্রেণিতে উঠেছে। বছরের প্রথম দিন হাতে নতুন বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করল তারা। তাদের মতো অন্য শিক্ষার্থীদের কোমল মনেও দোলা দিল খুশির ঢেউ। বোঝা গেল কয়েকজনের সঙ্গে কথা বলে।
সপ্তম শ্রেণির শিক্ষার্থী মারুফ ইসলাম সোহান বলল, ‘নতুন বই পেয়ে খুব ভালো লাগছে। এখানেই সূচি দেখলাম। বাড়ি গিয়ে পুরোনো বছরের ক্যালেন্ডার দিয়ে বইয়ে মলাট লাগাব।’
প্রথম থেকে দ্বিতীয় শ্রেণিতে উঠেছে তাসনুভা তাবাসসুম। সে বলল, ‘আমিও নতুন বই নিয়েছি। বই খুব সুন্দর। অনেক ভালো।’ তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তাউসিফ আহমেদ বলল, ‘নতুন বই পাব বলে দুদিন ধরেই আজকের জন্য অপেক্ষা করছিলাম। সকাল সকাল চলে এসেছি আম্মুর সঙ্গে। এখন বই পেয়ে অনেক ভালো লাগছে। আম্মুও খুশি।’
করোনার কারণে গত দুই বছর বই উৎসব হয়নি। এবার স্কুলটিতে এই উৎসবের আয়োজন করেছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষার রাজশাহী অঞ্চল। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে বই উৎসবের উদ্বোধন করেন। পরে স্কুলের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের হাতে এক সেট করে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ এন এম মইনুল ইসলাম, জেলা প্রশাসক আব্দুল জলিল, মাধ্যমিক ও উচ্চশিক্ষার রাজশাহী অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক মো. মাহবুবুর রহমান শাহ, জেলা শিক্ষা কর্মকর্তা মোহা. নাসির উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আবদুল জলিল জানান, রাজশাহীতে ইতিমধ্যে গড়ে ৮০ শতাংশ বই চলে এসেছে।।
রাজশাহীতে নিম্নমাধ্যমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৩১ হাজার ১৮০ জন। এদের মধ্যে স্কুলপর্যায়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ২ লাখ ২৬ হাজার ৪৭০ জন, দাখিল পর্যায়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ৪০ হাজার ৯৬০ জন, ইবতেদায়ির বিভিন্ন শ্রেণিতে ৪৮ হাজার ৮৭০ জন, কারিগরি স্কুলে ১৪ হাজার ৪০ জন এবং মাধ্যমিকের ইংরেজি ভার্সনে ৮৪০ জন শিক্ষার্থী রয়েছে। এদের জন্য মোট ৪৫ লাখ ২১ হাজার ৪৩টি বই প্রয়োজন।
এদিকে খ্রিষ্টীয় নববর্ষের প্রথম দিন বগুড়াতেও শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। হাতে পেয়ে বেজায় খুশি শিক্ষার্থীরা। সকাল থেকেই জেলার ১২টি উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা মূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়।
সকাল ১০টার দিকে বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে আনুষ্ঠানিকভাবে জেলার বই উৎসব কর্মসূচির উদ্বোধন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। এ ছাড়া সারিয়াকান্দি উপজেলা সদর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে বই উৎসবের উদ্বোধন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
এবার বগুড়া জেলার প্রাক্-প্রাথমিক থেকে শুরু করে নবম শ্রেণি পর্যন্ত (মাদ্রাসা, কারিগরি, ইংরেজি মাধ্যমসহ) ৯ লাখ ১৩ হাজার ৫৭০ জন শিক্ষার্থীর জন্য ৭৩ লাখ ৭৯ হাজার ৮৪৭টি বইয়ের চাহিদা থাকলেও বছরের শেষ দিন পর্যন্ত জেলায় ৫৫ লাখ ১৪ হাজার ৮৬৪টি বই সরবরাহ করা হয়। অর্থাৎ বইপ্রাপ্তির হার ৭৪ দশমিক ৪২ ভাগ।
অপর দিকে জয়পুরহাটে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। গতকাল সকালে জেলা শহরের রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ৫টি উপজেলার ৯০৪টি প্রতিষ্ঠানের ২ লাখ ১০ হাজার ৯৯৪ জন শিক্ষার্থী এ বছর বিনা মূল্যে বই পাবে।
অতিথিদের সঙ্গে ছবি তোলার জন্য মাঠভরা শিক্ষার্থীর হাতে হাতে একটি করে বই দেওয়া হয়। বই পেয়ে উল্টেপাল্টে দেখছে তাউহিদুল ইসলাম সবুজ। নতুন বইয়ের গন্ধ শুঁকে তাউহিদুল পাশে থাকা সহপাঠী সাজিদ হোসেনকে বলল, ‘নতুন বইয়ের গন্ধটা আমার খুব ভাল্লাগে।’ সাজিদ বলল, ‘আমারও।’
‘নতুন বছরে নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন’ প্রতিপাদ্যে রাজশাহীতে এবার সরকারিভাবে বই উৎসব আয়োজন করা হয়েছিল শহরের অগ্রণী বিদ্যালয়ে। তাউহিদুল ও সাজিদ এই স্কুলেই এবার সপ্তম শ্রেণিতে উঠেছে। বছরের প্রথম দিন হাতে নতুন বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করল তারা। তাদের মতো অন্য শিক্ষার্থীদের কোমল মনেও দোলা দিল খুশির ঢেউ। বোঝা গেল কয়েকজনের সঙ্গে কথা বলে।
সপ্তম শ্রেণির শিক্ষার্থী মারুফ ইসলাম সোহান বলল, ‘নতুন বই পেয়ে খুব ভালো লাগছে। এখানেই সূচি দেখলাম। বাড়ি গিয়ে পুরোনো বছরের ক্যালেন্ডার দিয়ে বইয়ে মলাট লাগাব।’
প্রথম থেকে দ্বিতীয় শ্রেণিতে উঠেছে তাসনুভা তাবাসসুম। সে বলল, ‘আমিও নতুন বই নিয়েছি। বই খুব সুন্দর। অনেক ভালো।’ তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তাউসিফ আহমেদ বলল, ‘নতুন বই পাব বলে দুদিন ধরেই আজকের জন্য অপেক্ষা করছিলাম। সকাল সকাল চলে এসেছি আম্মুর সঙ্গে। এখন বই পেয়ে অনেক ভালো লাগছে। আম্মুও খুশি।’
করোনার কারণে গত দুই বছর বই উৎসব হয়নি। এবার স্কুলটিতে এই উৎসবের আয়োজন করেছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষার রাজশাহী অঞ্চল। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে বই উৎসবের উদ্বোধন করেন। পরে স্কুলের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের হাতে এক সেট করে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ এন এম মইনুল ইসলাম, জেলা প্রশাসক আব্দুল জলিল, মাধ্যমিক ও উচ্চশিক্ষার রাজশাহী অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক মো. মাহবুবুর রহমান শাহ, জেলা শিক্ষা কর্মকর্তা মোহা. নাসির উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আবদুল জলিল জানান, রাজশাহীতে ইতিমধ্যে গড়ে ৮০ শতাংশ বই চলে এসেছে।।
রাজশাহীতে নিম্নমাধ্যমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৩১ হাজার ১৮০ জন। এদের মধ্যে স্কুলপর্যায়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ২ লাখ ২৬ হাজার ৪৭০ জন, দাখিল পর্যায়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ৪০ হাজার ৯৬০ জন, ইবতেদায়ির বিভিন্ন শ্রেণিতে ৪৮ হাজার ৮৭০ জন, কারিগরি স্কুলে ১৪ হাজার ৪০ জন এবং মাধ্যমিকের ইংরেজি ভার্সনে ৮৪০ জন শিক্ষার্থী রয়েছে। এদের জন্য মোট ৪৫ লাখ ২১ হাজার ৪৩টি বই প্রয়োজন।
এদিকে খ্রিষ্টীয় নববর্ষের প্রথম দিন বগুড়াতেও শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। হাতে পেয়ে বেজায় খুশি শিক্ষার্থীরা। সকাল থেকেই জেলার ১২টি উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা মূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়।
সকাল ১০টার দিকে বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে আনুষ্ঠানিকভাবে জেলার বই উৎসব কর্মসূচির উদ্বোধন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। এ ছাড়া সারিয়াকান্দি উপজেলা সদর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে বই উৎসবের উদ্বোধন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
এবার বগুড়া জেলার প্রাক্-প্রাথমিক থেকে শুরু করে নবম শ্রেণি পর্যন্ত (মাদ্রাসা, কারিগরি, ইংরেজি মাধ্যমসহ) ৯ লাখ ১৩ হাজার ৫৭০ জন শিক্ষার্থীর জন্য ৭৩ লাখ ৭৯ হাজার ৮৪৭টি বইয়ের চাহিদা থাকলেও বছরের শেষ দিন পর্যন্ত জেলায় ৫৫ লাখ ১৪ হাজার ৮৬৪টি বই সরবরাহ করা হয়। অর্থাৎ বইপ্রাপ্তির হার ৭৪ দশমিক ৪২ ভাগ।
অপর দিকে জয়পুরহাটে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। গতকাল সকালে জেলা শহরের রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ৫টি উপজেলার ৯০৪টি প্রতিষ্ঠানের ২ লাখ ১০ হাজার ৯৯৪ জন শিক্ষার্থী এ বছর বিনা মূল্যে বই পাবে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
২ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪