Ajker Patrika

‘সরকার পতনে আন্দোলন জোরদার করতে হবে’

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২১ আগস্ট ২০২২, ১২: ২৫
‘সরকার পতনে আন্দোলন জোরদার করতে হবে’

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ বিভাগীয় মনিটরিং টিমের নেতা মজিবুর রহমান সারোয়ার বলেছেন, সরকার পতনে তৃণমূলে আন্দোলন জোরদার করতে হবে। গতকাল শনিবার দুপুরে ময়মনসিংহ বিভাগের তৃণমূলে আন্দোলন সফল করতে কেন্দ্র ঘোষিত ময়মনসিংহ বিভাগীয় মনিটরিং টিমের প্রস্তুতি সভায় তিনি একথা বলেন।

সভায় ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলা এবং ময়মনসিংহ মহানগর কমিটির নেতারা আগামী ২২ আগস্ট থেকে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে আলোচনা শুরুর সিদ্ধান্ত নেন।

ময়মনসিংহ নগরীর নতুন বাজারে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন—বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা. আবদুল কুদ্দুস, বিভাগীয় মনিটরিং টিমের সমন্বয়কারী বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক শরীফুল আলম ও অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, সহধর্ম বিষয়ক সম্পাদক আবদুল বারী ড্যানী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, ময়মনসিংহ দক্ষিণ জেলা আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার, ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান দুদু, শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী, বিএনপির বৈদেশিক কমিটির সদস্য ইয়াসির খান চৌধুরী, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হকসহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চীন সফরে সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়

বাংলাদেশের ১৮ বছরের সেই অপেক্ষা তবে ফুরোচ্ছে

খাবারে চেতনানাশক মিশিয়ে সিঁধ কেটে চুরির সময় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

জুলাই আন্দোলনের নারীদের সম্মাননা নিয়ে প্রশ্নে যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর

চোর সন্দেহে যুবককে পিটুনি, প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত