তমা মির্জার নতুন খবর

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

ওয়েব সিরিজের পর এবার ওয়েব ফিল্ম ‘ক্যাফে ডিজায়ার’ নিয়ে আসছেন নির্মাতা রবিউল আলম রবি। শিবব্রত বর্মণের লেখা মনস্তাত্ত্বিক সম্পর্কের এ গল্পে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সোহেল মণ্ডল, তমা মির্জা, খাইরুল বাশার, শ্যামল মাওলা, সানজিদা প্রীতি, সারিকা, আইশা খান, ফারহানা হামিদ, প্রিয়ন্তী উর্বী প্রমুখ।

‘ক্যাফে ডিজায়ার’ নিয়ে তমা মির্জা বলেন, ‘ওয়েব ফিল্মটির গল্প খুব চমৎকার। অনেক গুণী শিল্পীর সঙ্গে কাজ করেছি।  সবকিছু মিলিয়ে চমৎকার অভিজ্ঞতা হয়েছে।’ ওয়েব ফিল্ম ক্যাফে ডিজায়ার নিয়ে নির্মাতা রবি বলেন, ‘প্রতিবার কিছু বানাবার পর আমি উদ্বেগে থাকি দর্শকেরা এটা কীভাবে নেবেন। এবার দ্বিগুণ উদ্বেগে আছি। কেননা এ ছবিতে আমরা গল্প বলা নিয়ে কিছু নিরীক্ষা করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত