এক মঞ্চে সিলেট বিএনপি

সিলেট প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২২, ০৭: ০১
আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১৫: ০৮

নগরীর রাজপথে বিএনপির বিশাল শোভাযাত্রা। সামনের কাতারে নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমদ মিলন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির এবং নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। হাসি মুখে সবাই স্লোগান দিচ্ছেন। দেখে বোঝার উপায় নেই কিছুদিন আগেও এই নেতাদের মধ্যেই ছিল বিভেদ।

ঐক্যের সুর জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর মুখে। তিনি বলেন, সিলেট হচ্ছে বিএনপির দুর্জয় ঘাঁটি। সিলেট থেকেই ফ্যাসিবাদী সরকারের পতন ও গণতন্ত্র পুনরুদ্ধারের চূড়ান্ত আন্দোলন শুরু হবে। নবনির্বাচিত জেলা বিএনপি সেই আন্দোলনে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে প্রস্তুত। সবার সম্মিলিত চেষ্টায় ত্যাগী ও রাজপথের সক্রিয় নেতা-কর্মীদের নিয়ে জেলা বিএনপিকে শক্তিশালী করা হবে। আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সব ষড়যন্ত্র রুখে দিতে জাতীয়তাবাদী শক্তিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে জেলা বিএনপির নবনির্বাচিত নেতারা সিলেট জেলা বিএনপিকে এগিয়ে নিয়ে যাবেন, সেটাই আমাদের প্রত্যাশা। দলীয় কার্যক্রমকে সুসংহত করার মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সব ভেদাভেদ ভুলে সিলেট বিএনপিকে শক্তিশালী করার শপথ নিতে হবে।

বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে বসা ফ্যাসিবাদী সরকারের পতন ও গণতন্ত্র পুনরুদ্ধারই হলো জাতীয়তাবাদী আদর্শের নেতা-কর্মীদের প্রধান লক্ষ্য। সবাইকে সঙ্গে নিয়ে সিলেটে বিএনপির অঙ্গ সংগঠনের কার্যক্রমকে জোরদার করতে নবনির্বাচিত জেলা বিএনপিকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘আমাদের পরিচয় একটাই, আমরা শহীদ জিয়ার আদর্শের জাতীয়তাবাদী সৈনিক। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সব আন্দোলন সংগ্রামে সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করি।’

গতকাল শনিবার দুপুর ১২টায় হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত কমিটি। বিপুলসংখ্যক নেতা-কর্মীকে নিয়ে মাজার জিয়ারত শেষে জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীর পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

সমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমদ মিলন। বক্তব্য শেষে মাজার প্রাঙ্গণ থেকে বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাপ্ত হয়। এ সময় সিলেট জেলা ও মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত