Ajker Patrika

রহনপুর পৌর মেয়রসহ ২৫ জনের মুক্তির দাবি

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১০: ২১
রহনপুর পৌর মেয়রসহ ২৫ জনের মুক্তির দাবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খানসহ ২৫ জনের মুক্তি ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন পৌর কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীরা। গতকাল মঙ্গলবার পৌর কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেলা ১১ থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী চলে এ মানববন্ধন।

মানববন্ধনে বক্তব্য দেন পৌরসচিব খায়রুল ইসলাম, কাউন্সিলর আবদুর রাজ্জাক মন্টু, নারী কাউন্সিলর শেফালি বেগম ও সুফিয়া খাতুন, সাবেক কাউন্সিলর মোজাহার হোসেন, পৌরসভার লাইসেন্স পরিদর্শক সৈয়দ আবুল মুকিত আপেল ও বিল প্রস্তুতকারী ইসমাইল হোসেন। এ সময় পৌরসভার অন্যান্য কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মামলাটি ষড়যন্ত্র মূলকভাবে করা হয়েছে । অবিলম্বে মামলা প্রত্যাহারসহ মেয়র, কাউন্সিলর, কর্মচারীসহ সবাইকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়। 

রহনপুর পৌরসচিব খাইরুল ইসলাম বলেন, আগামীকাল (বুধবার) পৌর সভার কর্মকর্তা ও কর্মচারীরা এক ঘণ্টা কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হবে। তিনি মামলাটি প্রত্যাহারসহ সবার মুক্তির দাবি জানান।

উল্লেখ্য, রহনপুর পৌরসভার নুনগোলা প্রসাদপুর মহল্লার মৃত আনোয়ারুল ইসলামের স্ত্রী নাজমা বেগম গত বছরের ১৬ সেপ্টেম্বর বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলাসহ অন্যান্য অভিযোগ এনে চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তাপুর আমলি আদালতে মামলা করেন। গত সোমবার এ মামলায় জামিন নিতে মেয়র, কাউন্সিলর, শিক্ষকসহ ২৬ জন চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যান। ওইদিন বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান।

এদিকে রহনপুর পৌর মেয়র মতিউর রহমানসহ সবার মুক্তির দাবিতে এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত