মিঠাপুকুর প্রতিনিধি
মিঠাপুকুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে সমর্থন আদায়ের প্রতিযোগিতায় নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা। তাঁরা দ্বারে দ্বারে গিয়ে ভোটারদের কাছে দোয়া প্রার্থনা করছেন।
মিঠাপুকুরে এখনো নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়নি। এখানে ষষ্ঠ ধাপে ভোট হতে পারে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা এম এ হান্নান।
তফসিল ঘোষণা না হলেও বসে নেই সম্ভাব্য চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে মনোনয়ন প্রত্যাশীরা নানা কৌশলে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রচারের অন্যতম কৌশল হয়ে দাঁড়িয়েছে দোয়া নেওয়া। নির্বাচন করতে আগ্রহীরা হাটবাজার, রাস্তাঘাট, ফসলের মাঠে ব্যস্ত কৃষক, এমনকি ঘরে ঘরে গিয়ে দোয়া চেয়ে নিচ্ছেন।
এলাকাবাসী জানান, সম্ভাব্য সব প্রার্থীর প্রচারের কৌশল এক নয়। কেউ খুব সকালে বাড়ি বাড়ি গিয়ে মুরুব্বি ভোটারদের দোয়া নিচ্ছেন। কেউ আবার কয়েকটি পরিবারকে এক জায়গায় একত্রিত করে আলোচনা এবং মিষ্টিমুখ করিয়ে দোয়া চাচ্ছেন।
অনেকে গ্রামের মসজিদ ও মন্দিরে অনুদান দিচ্ছেন। কেউ কেউ চলাচলের অনুপযোগী সড়ক সংস্কার করে দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
মিঠাপুকুরে জনসংযোগকারী প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছেন তৃতীয় লিঙ্গের মারুফা আক্তার মিতু। তিনি দুর্গাপুর ইউপি নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সাহায্য-সহযোগিতাও করছেন।
মারুফা বলেন, তাঁর সংসার নেই। জনগণের সেবা করতেই তিনি জনপ্রতিনিধি হতে চান।
আগ্রহীদের জনসংযোগ ও পোস্টার লাগানোর পাশাপাশি তাঁদের অতিথি করে খেলাধুলার আয়োজন, জিলাপি খাওয়া, চায়ের আসর, সব মিলিয়ে উপজেলায় নির্বাচনী উৎসব বিরাজ করছে।
মিঠাপুকুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে সমর্থন আদায়ের প্রতিযোগিতায় নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা। তাঁরা দ্বারে দ্বারে গিয়ে ভোটারদের কাছে দোয়া প্রার্থনা করছেন।
মিঠাপুকুরে এখনো নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়নি। এখানে ষষ্ঠ ধাপে ভোট হতে পারে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা এম এ হান্নান।
তফসিল ঘোষণা না হলেও বসে নেই সম্ভাব্য চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে মনোনয়ন প্রত্যাশীরা নানা কৌশলে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রচারের অন্যতম কৌশল হয়ে দাঁড়িয়েছে দোয়া নেওয়া। নির্বাচন করতে আগ্রহীরা হাটবাজার, রাস্তাঘাট, ফসলের মাঠে ব্যস্ত কৃষক, এমনকি ঘরে ঘরে গিয়ে দোয়া চেয়ে নিচ্ছেন।
এলাকাবাসী জানান, সম্ভাব্য সব প্রার্থীর প্রচারের কৌশল এক নয়। কেউ খুব সকালে বাড়ি বাড়ি গিয়ে মুরুব্বি ভোটারদের দোয়া নিচ্ছেন। কেউ আবার কয়েকটি পরিবারকে এক জায়গায় একত্রিত করে আলোচনা এবং মিষ্টিমুখ করিয়ে দোয়া চাচ্ছেন।
অনেকে গ্রামের মসজিদ ও মন্দিরে অনুদান দিচ্ছেন। কেউ কেউ চলাচলের অনুপযোগী সড়ক সংস্কার করে দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
মিঠাপুকুরে জনসংযোগকারী প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছেন তৃতীয় লিঙ্গের মারুফা আক্তার মিতু। তিনি দুর্গাপুর ইউপি নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সাহায্য-সহযোগিতাও করছেন।
মারুফা বলেন, তাঁর সংসার নেই। জনগণের সেবা করতেই তিনি জনপ্রতিনিধি হতে চান।
আগ্রহীদের জনসংযোগ ও পোস্টার লাগানোর পাশাপাশি তাঁদের অতিথি করে খেলাধুলার আয়োজন, জিলাপি খাওয়া, চায়ের আসর, সব মিলিয়ে উপজেলায় নির্বাচনী উৎসব বিরাজ করছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে