Ajker Patrika

২৬ বছর পর হচ্ছে পৌর আ.লীগের সম্মেলন

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ১২ মে ২০২২, ১৪: ৪৭
২৬ বছর পর হচ্ছে পৌর  আ.লীগের সম্মেলন

২৬ বছর পর আজ বৃহস্পতিবার ঝিনাইদহের শৈলকুপা পৌর আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে। তারিখ ঘোষণার পর চাঙা হয়ে উঠেছেন পৌর আওয়ামী লীগের নেতা-কর্মী আর সমর্থকেরা। পদপ্রত্যাশীরা শুরু করেছেন দৌড়ঝাঁপ। এদিকে সম্মেলনকে সামনে রেখে গত মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বর্ধিত সভা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯৬ সালের ডিসেম্বরে কাজী আশরাফুল আজমকে সভাপতি, অ্যাডভোকেট কাজী নইমুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি হয়। সেই কমিটি এখনো বহাল রয়েছে। তবে এ কমিটির অর্ধেকেরও বেশি সদস্য মারা গেছেন।

উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মতিয়ার রহমান বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ১২ মে পৌর আওয়ামী লীগের সম্মেলন করার সিদ্ধান্ত হয়। আশা করি, ১২ মে পৌর আওয়ামী লীগের সম্মেলন সফল হবে।’

শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ইকু শিকদার বলেন, ‘পৌর আওয়ামী লীগের সম্মেলন বারবার তারিখ পরিবর্তন হলেও ১২ মে সম্মেলন হবে। এ ছাড়া দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় দলটি এখানে সাংগঠনিকভাবে দুর্বল রয়েছে। সম্মেলনের মাধ্যমে অভিজ্ঞ প্রবীণ আর তরুণ নেতাদের সমন্বয়ে নতুন পৌর কমিটি হবে।’

মঙ্গলবারের বর্ধিত সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ. হাকিম আহাম্মেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সরোয়ার জাহান বাদশা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত