Ajker Patrika

সম্মাননা পেলেন দৈনিক আজকের পত্রিকার সাদ্দাম

আজকের পত্রিকা ডেস্ক
সম্মাননা পেলেন দৈনিক আজকের পত্রিকার সাদ্দাম

সংবাদ প্রকাশের মাধ্যমে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় আজকের পত্রিকার আখাউড়া প্রতিনিধি মো. সাদ্দাম হোসেনকে সম্মাননা দেওয়া হয়েছে।

গতকাল শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিলফুল ফুজুল যুব সংঘ’-এর পক্ষ থেকে তাঁকে সম্মাননা দেওয়া হয়। পরে খোদেজা বেগম হাফিজিয়া মাদ্রাসা ও রিয়াদুল জান্নাহ হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ৩৫ ছাত্রকে নতুন পাঞ্জাবি ও পায়জামা উপহার দেওয়া হয়।

এ সময় আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন।

হিলফুল ফুজুল যুব সংঘের সভাপতি ইফরান ভূঁইয়া জানান, মানবিক সাংবাদিকতায় বিশেষ ভূমিকা রাখায় মো. সাদ্দাম হোসেনকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত