বিনোদন প্রতিবেদক, ঢাকা
বন্যাকবলিত সিলেট ও সুনামগঞ্জবাসী। এই সংকটময় সময়ে প্রশাসনের পাশাপাশি দেশের সাধারণ মানুষও নানা মানবিক উদ্যোগে অংশ নিচ্ছেন। দেশের শোবিজ অঙ্গনের তারকারাও শামিল হচ্ছেন মানবিক উদ্যোগগুলোর সঙ্গে। নিজে অর্থ সহায়তার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরা দেশের বিত্তবানদের প্রতিও আহ্বান জানাচ্ছেন। ফান্ড তৈরি করেও সাহায্য পাঠানোর জন্য আহ্বান জানিয়েছেন তারকারা। সোশ্যাল মিডিয়ায় তাঁদের প্রত্যেকের অ্যাকাউন্টে সাহায্য পাঠানোর উপায় বলেছেন।
নিউইয়র্কে আছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নিউইয়র্কে বসেই বানভাসি মানুষের জন্য গঠন করেছেন তহবিল। সেই তহবিলে শাকিব নিজেই দিয়েছেন বড় অঙ্কের টাকা। টিম শাকিব খান খুলেছে একটি ই-মেইল ঠিকানা, যার মাধ্যমে যোগাযোগ করে দেশ-বিদেশের যে কেউ পাঠাতে পারবেন অর্থ সহায়তা, নানা সরঞ্জাম, ওষুধ বা পণ্য। সেটি বানভাসি মানুষের কাছে পৌঁছে দেবে টিম শাকিব খান।
বন্যার্ত মানুষের পাশে থাকার ঘোষণা দিয়েছেন চিত্রতারকা, প্রযোজক অনন্ত জলিল। কোরবানির অর্থ দিয়ে সিলেট ও সুনামগঞ্জের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার এই নায়ক। অনন্ত বলেন, ‘প্রতিবছরের মতো ৮টা, ১০টা বা ১২টা গরু কোরবানি না দিয়ে এ বছর ১টি বা ২টি গরু কোরবানি দেব। আর কোরবানির টাকা দিয়ে বন্যার্ত মানুষের সহযোগিতা করব। শুধু কোরবানির টাকাই নয়, বিজনেসের টাকা এবং আমি যে সিনেমা মুক্তি দিতে যাচ্ছি ‘‘দিন: দ্য ডে’’ সেখান থেকে প্রাপ্ত টাকা দিয়ে যতটা সম্ভব বন্যার্ত মানুষের সহযোগিতা করব।’ বন্যার্ত মানুষের সাহায্যার্থে বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান অনন্ত জলিল। বলেন, আমাদের উপার্জিত টাকা মানুষের কাজে খরচ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। যে যতটুকু পারেন, অবশ্যই মানুষের পাশে দাঁড়ান। সবাই মিলে একটু একটু সহায়তা করলেও অনেকের উপকার হবে।’
শুধু শাকিব কিংবা অনন্ত নন, তহবিল গঠনের পাশাপাশি ও বন্যার্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন তানভীন সুইটি, জয়া আহসান, আসিফ আকবর, শাহরিয়ার নাজিম জয়, তাহসান খান, মিথিলা, লিংকন, মাসুদ হাসান উজ্জ্বল, অপূর্ব, সাইমন সাদিক, বাপ্পী চৌধুরী, মেহজাবীন, আফরান নিশো, সাবিলা নূর প্রমুখ। এগিয়ে এসেছে ব্যান্ডগুলোও। এর মধ্যে অন্যতম চিরকুট, শহরতলী, শূন্য ও কুড়েঘর। তারা নিয়মিত কাজ করে যাচ্ছে। ভক্তদের কাছে অর্থ সহায়তা পাঠানোর মোবাইল নম্বর দিয়ে দুর্গত মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছে।
আসিফ ফেসবুকে লিখেছেন, ‘’৮৮, ’৯৮-এর মতো এবারের বন্যাও ভয়াবহ রূপ ধারণ করছে। অস্থির লাগছে। সিদ্ধান্ত নিয়েছি সাধ্যানুযায়ী বন্যার্ত মানুষের পাশে থাকব। আপনিও প্রস্তুত থাকুন।’
অভিনেত্রী জয়া আহসান মানুষের পাশাপাশি বন্যাকবলিত এলাকার পশুপাখির সুরক্ষা নিয়ে চিন্তিত। অনেক গরিব মানুষ বেঁচে থাকার আশ্রয় পশুগুলো হারিয়ে দিশেহারা। এই পশুগুলো মারা যাওয়ায় অনেক পরিবার নিঃস্ব হবে। বন্যাকবলিত প্রতিটি পরিবারের জন্যই ব্যথিত এই ঢালিউড নায়িকা। জয়া লিখেছেন, ‘হৃদয়ের অন্তস্থল থেকে সবার জন্য প্রার্থনা করছি, শিগগিরই প্রকৃতির এই ভয়াবহতা কেটে যাক, সিলেট ও সুনামগঞ্জের সব মানুষ, পশুপাখি সুরক্ষিত থাকুক।’ অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল ঘোষণা দিয়েছেন ১০ ট্রাক শুকনো খাবার পাঠাবেন সিলেট-সুনামগঞ্জের বন্যার্ত মানুষের জন্য।
বিশ্বসংগীত দিবস উপলক্ষে আগামীকাল রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজে একটি কনসার্টে গাইবে চিরকুট। সেই কনসার্টে বন্যার্ত মানুষের জন্য ফান্ড সংগ্রহের ঘোষণা দিয়েছেন চিরকুট-প্রধান শারমিন সুলতানা সুমি।নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত আহ্বান জানিয়েছেন সবার সামর্থ্য অনুযায়ী যতটা সম্ভব দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর। দেশের সামর্থ্যবান ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘আসুন সবাই মিলে এই অসহায় বানভাসি মানুষের পাশে দাঁড়াই। বাড়িয়ে দিই সহযোগিতার হাত।’
গত শুক্রবার মুক্তি পায় দুটি সিনেমা। টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জায়গায় সকালের প্রদর্শনী বাতিল হয়। সিনেমা দুটির পরিচালক ঘোষণা দিয়েছেন, সিনেমার লভ্যাংশ বন্যায় দুর্গত মানুষের জন্য খরচ করবেন। ৪১টি সিনেমা হলে মুক্তি পাওয়া ‘অমানুষ’ সিনেমার পক্ষ থেকে পরিচালক অনন্য মামুন ঘোষণা দিয়েছেন, মুক্তির প্রথম সপ্তাহের টিকিটের টাকা থেকে হলমালিকের অংশ বাদ দিয়ে পুরো টাকা বানভাসি মানুষের জন্য ব্যয় করবেন। অন্যদিকে ‘তালাশ’ সিনেমার পরিচালক সৈকত নাসির জানিয়েছেন, আয়ের একটা অংশসহ ফান্ড তৈরি করে সিলেটের উদ্দেশে রওনা হবেন।
বন্যাকবলিত সিলেট ও সুনামগঞ্জবাসী। এই সংকটময় সময়ে প্রশাসনের পাশাপাশি দেশের সাধারণ মানুষও নানা মানবিক উদ্যোগে অংশ নিচ্ছেন। দেশের শোবিজ অঙ্গনের তারকারাও শামিল হচ্ছেন মানবিক উদ্যোগগুলোর সঙ্গে। নিজে অর্থ সহায়তার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরা দেশের বিত্তবানদের প্রতিও আহ্বান জানাচ্ছেন। ফান্ড তৈরি করেও সাহায্য পাঠানোর জন্য আহ্বান জানিয়েছেন তারকারা। সোশ্যাল মিডিয়ায় তাঁদের প্রত্যেকের অ্যাকাউন্টে সাহায্য পাঠানোর উপায় বলেছেন।
নিউইয়র্কে আছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নিউইয়র্কে বসেই বানভাসি মানুষের জন্য গঠন করেছেন তহবিল। সেই তহবিলে শাকিব নিজেই দিয়েছেন বড় অঙ্কের টাকা। টিম শাকিব খান খুলেছে একটি ই-মেইল ঠিকানা, যার মাধ্যমে যোগাযোগ করে দেশ-বিদেশের যে কেউ পাঠাতে পারবেন অর্থ সহায়তা, নানা সরঞ্জাম, ওষুধ বা পণ্য। সেটি বানভাসি মানুষের কাছে পৌঁছে দেবে টিম শাকিব খান।
বন্যার্ত মানুষের পাশে থাকার ঘোষণা দিয়েছেন চিত্রতারকা, প্রযোজক অনন্ত জলিল। কোরবানির অর্থ দিয়ে সিলেট ও সুনামগঞ্জের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার এই নায়ক। অনন্ত বলেন, ‘প্রতিবছরের মতো ৮টা, ১০টা বা ১২টা গরু কোরবানি না দিয়ে এ বছর ১টি বা ২টি গরু কোরবানি দেব। আর কোরবানির টাকা দিয়ে বন্যার্ত মানুষের সহযোগিতা করব। শুধু কোরবানির টাকাই নয়, বিজনেসের টাকা এবং আমি যে সিনেমা মুক্তি দিতে যাচ্ছি ‘‘দিন: দ্য ডে’’ সেখান থেকে প্রাপ্ত টাকা দিয়ে যতটা সম্ভব বন্যার্ত মানুষের সহযোগিতা করব।’ বন্যার্ত মানুষের সাহায্যার্থে বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান অনন্ত জলিল। বলেন, আমাদের উপার্জিত টাকা মানুষের কাজে খরচ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। যে যতটুকু পারেন, অবশ্যই মানুষের পাশে দাঁড়ান। সবাই মিলে একটু একটু সহায়তা করলেও অনেকের উপকার হবে।’
শুধু শাকিব কিংবা অনন্ত নন, তহবিল গঠনের পাশাপাশি ও বন্যার্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন তানভীন সুইটি, জয়া আহসান, আসিফ আকবর, শাহরিয়ার নাজিম জয়, তাহসান খান, মিথিলা, লিংকন, মাসুদ হাসান উজ্জ্বল, অপূর্ব, সাইমন সাদিক, বাপ্পী চৌধুরী, মেহজাবীন, আফরান নিশো, সাবিলা নূর প্রমুখ। এগিয়ে এসেছে ব্যান্ডগুলোও। এর মধ্যে অন্যতম চিরকুট, শহরতলী, শূন্য ও কুড়েঘর। তারা নিয়মিত কাজ করে যাচ্ছে। ভক্তদের কাছে অর্থ সহায়তা পাঠানোর মোবাইল নম্বর দিয়ে দুর্গত মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছে।
আসিফ ফেসবুকে লিখেছেন, ‘’৮৮, ’৯৮-এর মতো এবারের বন্যাও ভয়াবহ রূপ ধারণ করছে। অস্থির লাগছে। সিদ্ধান্ত নিয়েছি সাধ্যানুযায়ী বন্যার্ত মানুষের পাশে থাকব। আপনিও প্রস্তুত থাকুন।’
অভিনেত্রী জয়া আহসান মানুষের পাশাপাশি বন্যাকবলিত এলাকার পশুপাখির সুরক্ষা নিয়ে চিন্তিত। অনেক গরিব মানুষ বেঁচে থাকার আশ্রয় পশুগুলো হারিয়ে দিশেহারা। এই পশুগুলো মারা যাওয়ায় অনেক পরিবার নিঃস্ব হবে। বন্যাকবলিত প্রতিটি পরিবারের জন্যই ব্যথিত এই ঢালিউড নায়িকা। জয়া লিখেছেন, ‘হৃদয়ের অন্তস্থল থেকে সবার জন্য প্রার্থনা করছি, শিগগিরই প্রকৃতির এই ভয়াবহতা কেটে যাক, সিলেট ও সুনামগঞ্জের সব মানুষ, পশুপাখি সুরক্ষিত থাকুক।’ অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল ঘোষণা দিয়েছেন ১০ ট্রাক শুকনো খাবার পাঠাবেন সিলেট-সুনামগঞ্জের বন্যার্ত মানুষের জন্য।
বিশ্বসংগীত দিবস উপলক্ষে আগামীকাল রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজে একটি কনসার্টে গাইবে চিরকুট। সেই কনসার্টে বন্যার্ত মানুষের জন্য ফান্ড সংগ্রহের ঘোষণা দিয়েছেন চিরকুট-প্রধান শারমিন সুলতানা সুমি।নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত আহ্বান জানিয়েছেন সবার সামর্থ্য অনুযায়ী যতটা সম্ভব দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর। দেশের সামর্থ্যবান ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘আসুন সবাই মিলে এই অসহায় বানভাসি মানুষের পাশে দাঁড়াই। বাড়িয়ে দিই সহযোগিতার হাত।’
গত শুক্রবার মুক্তি পায় দুটি সিনেমা। টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জায়গায় সকালের প্রদর্শনী বাতিল হয়। সিনেমা দুটির পরিচালক ঘোষণা দিয়েছেন, সিনেমার লভ্যাংশ বন্যায় দুর্গত মানুষের জন্য খরচ করবেন। ৪১টি সিনেমা হলে মুক্তি পাওয়া ‘অমানুষ’ সিনেমার পক্ষ থেকে পরিচালক অনন্য মামুন ঘোষণা দিয়েছেন, মুক্তির প্রথম সপ্তাহের টিকিটের টাকা থেকে হলমালিকের অংশ বাদ দিয়ে পুরো টাকা বানভাসি মানুষের জন্য ব্যয় করবেন। অন্যদিকে ‘তালাশ’ সিনেমার পরিচালক সৈকত নাসির জানিয়েছেন, আয়ের একটা অংশসহ ফান্ড তৈরি করে সিলেটের উদ্দেশে রওনা হবেন।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪