বিনোদন ডেস্ক
চার বছর আগে শাহরুখ খানের সঙ্গে সেই যে ‘জিরো’ মুক্তি পেল, এরপর আর বড় পর্দায় দেখা নেই আনুশকা শর্মার। ২০২০ সালে মুক্তি পাওয়া ‘পাতাললোক’ ও ‘বুলবুল’ নামে দুটি ওয়েব কনটেন্টের সঙ্গে জড়িয়ে ছিল আনুশকার নাম। তবে অভিনেত্রী হিসেবে নয়, প্রযোজক ছিলেন তিনি। এত দিন পর নতুন সিনেমা নিয়ে ফিরছেন আনুশকা। ফেরাটা যেন জমকালো হয়, তাই প্রস্তুতির কোনো খামতি রাখছেন না অভিনেত্রী।
‘চাকদহ এক্সপ্রেস’ নামে নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন আনুশকা। ভারতীয় নারী ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক এটি। এক দিনের নারী ক্রিকেটে সর্বোচ্চসংখ্যক উইকেট ঝুলন গোস্বামীর দখলে। ঝুলনের জীবনের উত্থান-পতন নিয়েই ‘চাকদহ এক্সপ্রেস’ সিনেমার কাহিনি। ঝুলন গোস্বামী হয়ে ওঠার প্রস্তুতি পুরোদমে শুরু করে দিয়েছেন আনুশকা। ২২ গজে নামার আগে আপাতত নেট প্র্যাকটিসে ব্যস্ত তিনি।
সম্প্রতি আনুশকা জানিয়েছেন ‘চাকদহ এক্সপ্রেস’-এ অভিনয়ের জন্য কতটা নিখুঁত প্রস্তুতি নিতে হচ্ছে আনুশকাকে। আর এ কাজে তাঁর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন জীবনসঙ্গী বিরাট কোহলি। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, নিজের প্রতিদিনের প্র্যাকটিসের ভিডিও বিরাটকে দেখান তিনি। সেগুলো দেখে বিরাট নানা টিপস দেন আনুশকাকে। তাতে প্রতিদিনই সমৃদ্ধ হচ্ছেন অভিনেত্রী।
আনুশকা বলেন, ‘ক্রিকেট প্র্যাকটিসে কতটা উন্নতি হলো আমার, প্রতিদিন আমরা সেগুলো নিয়ে আলোচনা করি। আমি যেদিনই ভিন্ন কিছু শিখি, সেই ভিডিও বিরাটের সঙ্গে শেয়ার করি। ওর কাছ থেকে প্রতিক্রিয়া জানতে চাই। ও বোলার নয়, তাই এ ক্ষেত্রে ওর চেয়ে কোচের কথাই বেশি শুনি। তবে ব্যাটিংয়ের টিপস নিতে বিরাটের দ্বারস্থ হই।’
‘চাকদহ এক্সপ্রেস’ করতে গিয়ে একজন ক্রিকেটারের শারীরিক ও মানসিক চাপ আরও বেশি করে অনুভব করতে পারছেন আনুশকা। জীবনসঙ্গী বিরাট কোহলিকে আরও ভালোভাবে বুঝতে পারছেন। প্রায় এক মাস লন্ডন ও তার আশপাশে সিনেমাটির শুটিং করবেন আনুশকা। কাজ হবে ভারতেও। আগামী বছরের ফেব্রুয়ারিতে নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি।
চার বছর আগে শাহরুখ খানের সঙ্গে সেই যে ‘জিরো’ মুক্তি পেল, এরপর আর বড় পর্দায় দেখা নেই আনুশকা শর্মার। ২০২০ সালে মুক্তি পাওয়া ‘পাতাললোক’ ও ‘বুলবুল’ নামে দুটি ওয়েব কনটেন্টের সঙ্গে জড়িয়ে ছিল আনুশকার নাম। তবে অভিনেত্রী হিসেবে নয়, প্রযোজক ছিলেন তিনি। এত দিন পর নতুন সিনেমা নিয়ে ফিরছেন আনুশকা। ফেরাটা যেন জমকালো হয়, তাই প্রস্তুতির কোনো খামতি রাখছেন না অভিনেত্রী।
‘চাকদহ এক্সপ্রেস’ নামে নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন আনুশকা। ভারতীয় নারী ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক এটি। এক দিনের নারী ক্রিকেটে সর্বোচ্চসংখ্যক উইকেট ঝুলন গোস্বামীর দখলে। ঝুলনের জীবনের উত্থান-পতন নিয়েই ‘চাকদহ এক্সপ্রেস’ সিনেমার কাহিনি। ঝুলন গোস্বামী হয়ে ওঠার প্রস্তুতি পুরোদমে শুরু করে দিয়েছেন আনুশকা। ২২ গজে নামার আগে আপাতত নেট প্র্যাকটিসে ব্যস্ত তিনি।
সম্প্রতি আনুশকা জানিয়েছেন ‘চাকদহ এক্সপ্রেস’-এ অভিনয়ের জন্য কতটা নিখুঁত প্রস্তুতি নিতে হচ্ছে আনুশকাকে। আর এ কাজে তাঁর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন জীবনসঙ্গী বিরাট কোহলি। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, নিজের প্রতিদিনের প্র্যাকটিসের ভিডিও বিরাটকে দেখান তিনি। সেগুলো দেখে বিরাট নানা টিপস দেন আনুশকাকে। তাতে প্রতিদিনই সমৃদ্ধ হচ্ছেন অভিনেত্রী।
আনুশকা বলেন, ‘ক্রিকেট প্র্যাকটিসে কতটা উন্নতি হলো আমার, প্রতিদিন আমরা সেগুলো নিয়ে আলোচনা করি। আমি যেদিনই ভিন্ন কিছু শিখি, সেই ভিডিও বিরাটের সঙ্গে শেয়ার করি। ওর কাছ থেকে প্রতিক্রিয়া জানতে চাই। ও বোলার নয়, তাই এ ক্ষেত্রে ওর চেয়ে কোচের কথাই বেশি শুনি। তবে ব্যাটিংয়ের টিপস নিতে বিরাটের দ্বারস্থ হই।’
‘চাকদহ এক্সপ্রেস’ করতে গিয়ে একজন ক্রিকেটারের শারীরিক ও মানসিক চাপ আরও বেশি করে অনুভব করতে পারছেন আনুশকা। জীবনসঙ্গী বিরাট কোহলিকে আরও ভালোভাবে বুঝতে পারছেন। প্রায় এক মাস লন্ডন ও তার আশপাশে সিনেমাটির শুটিং করবেন আনুশকা। কাজ হবে ভারতেও। আগামী বছরের ফেব্রুয়ারিতে নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে