Ajker Patrika

বানানের ওপর গুরুত্ব দিন

ম‌তিয়ার রহমান
আপডেট : ১৪ জুন ২০২২, ১২: ৪৭
বানানের ওপর গুরুত্ব দিন

বিসিএস প্রিলিমিনারি পাসের পর লিখিত পরীক্ষা হয়ে থাকে। প্রিলিমিনারিতে যাঁরা উত্তীর্ণ হন, তাঁরাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। ছয়টি বিষয়ের ওপর ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা হয়ে থাকে। এ ছাড়া টেকনিক্যাল ক্যাডারের জন্য আলাদা নিজস্ব বিষয়ে ২০০ নম্বরের পরীক্ষা হয়। বিসিএস পরীক্ষার্থীদের সুবিধার্থে বিসিএস লিখিত প্রস্তুতির বিষয়ভিত্তিক পরামর্শ তুলে ধরা হলো। আজ থাকছে প্রথম পর্ব:

বাংলা প্রথম পত্র: ১০০ নম্বর

১. ব্যাকরণ অংশ (৩০ নম্বর)

এখানে ৫টি প্রশ্নে ৬ নম্বর করে মোট ৩০ নম্বর থাকে। ব্যাকরণ অংশে মোটামুটি ভালো প্রস্তুতি নিলে খুব সহজেই ভালো নম্বর তোলা যায়। ব্যাকরণ অংশের ৫টি পার্টের সেগমেন্ট অনুযায়ী প্রস্ততি নেওয়া উত্তম।

ক. শব্দ গঠন 

নবম-দশম শ্রেণির ব্যাকরণ বোর্ড বই থেকে শব্দের সংজ্ঞা, শব্দের উৎপত্তি, বিভিন্ন প্রকারের শব্দ গঠন ও শব্দের অর্থ ইত্যাদি পড়ার পর গাইড বই (প্রফেসরস বা অ্যাসিওরেন্স-লিখিত বাংলা) থেকে বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে আয়ত্তে রাখতে হবে।

খ. বানান, বানানের নিয়ম ও বাক্য শুদ্ধি, প্রয়োগ-অপপ্রয়োগ

ড. সৌমিত্র শেখরের ‘বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা’ বই থেকে বাংলা বানানগুলো  ভালোভাবে আয়ত্তে রাখতে হবে। এ ছাড়া তৎসম ও অর্ধতৎসম বানানের নিয়মাবলি, ণত্ব ও ষত্ব বিধানের নিয়মাবলি দেখে যেতে হবে। সর্বোপরি প্রফেসরস বা অ্যাসিওরেন্স-লিখিত বাংলা গাইড বই থেকে বিগত বছরের প্রশ্নগুলো বারবার খাতায় লিখে নিজের দখলে আনতে হবে।

গ. প্রবাদ-প্রবচনের নিহিতার্থ প্রকাশ

সমর পাল স্যারের ‘প্রবাদের উৎস সন্ধান’ বইটি থেকে প্রবাদের অর্থগুলো খাতায় লিখে প্রস্তুতি নিলে ভালো। এ ছাড়া নবম-দশম শ্রেণির ব্যাকরণ বোর্ড বইয়ের বাগধারাগুলো নিজের আয়ত্তে রেখে প্রস্তুতি নিলে কমন পাওয়ার সম্ভাবনা থাকে।

ঘ. বাক্যগঠন

নবম-দশম শ্রেণির ব্যাকরণ বোর্ড বই ও ড. সৌমিত্র শেখরের ‘বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা’ বই থেকে বাক্যের সংজ্ঞা, বাক্যের প্রকারভেদ, বাক্য রূপান্তর (সরল, জটিল/মিশ্র, যৌগিক, প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক, বিবৃতিমূলক, হ্যাঁ-সূচক, না-সূচক, বিস্ময়সূচক) ইত্যাদি পড়ার পর গাইড বই (প্রফেসরস বা অ্যাসিওরেন্স-লিখিত বাংলা) থেকে বিগত বছরের প্রশ্নগুলো হাতে লিখে অনুশীলন করলে পরীক্ষার হলে খুব সহজেই প্রশ্নগুলোর উত্তর করে আসা যায়।

২. ভাবসম্প্রসারণ (২০ নম্বর)

সম্প্রতি বিগত বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণিতে আমরা যে ভাবসম্প্রসারণগুলো পড়ি, সেগুলোই বিসিএস পরীক্ষায় আসে। তাই কমন ভাবসম্প্রসারণগুলো বিভিন্ন বই থেকে একবার করে রিডিং পড়ে নিজের দখলে রাখতে হবে। এ ছাড়া বিগত বছরে আসা ভাবসম্প্রসারণগুলোও একবার করে পড়ে রাখতে হবে। কারণ অনেক সময়ই বিগত প্রশ্ন রিপিট করা হয়। এরপর কিছু বিখ্যাত উদ্ধৃতি, কোটেশন নোট করে রাখা যেতে পারে, যেগুলো সম্প্রসারিত ভাবের মধ্যে নীল কালি দিয়ে লিখে দেওয়া যায়। 

৩. সারমর্ম (২০ নম্বর)  

এই অংশের জন্য প্রফেসরস বা অ্যাসিওরেন্স লিখিত বাংলা গাইড বই থেকে বিগত ও অন্যান্য কিছু সারমর্ম পড়বে। পরীক্ষার হলে প্রশ্নটি তিন-চারবার মনোযোগসহকারে পড়ার পর নিজের মনের মধ্যে ছোট করে একটা মূলভাব তৈরি করে রাফ পেজে এটাকে লিখে ফেলবেন। তারপর সেখানে নিজস্ব কিছু সুন্দর সাহিত্যিক শব্দ যোগ-বিয়োগ করে মূল প্রশ্ন উত্তরে লিখলে লেখাটা অনেক সুন্দর হয়।

৪. বাংলা ভাষা ও সাহিত্য (৩০ নম্বর)

এই অংশের জন্য বিসিএস প্রিলিমিনারিতে পড়ার বাংলা সাহিত্য অংশ অনেক কাজে দেবে। প্রথমে বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির বাংলা সাহিত্য অংশ একবার রিভিশন দিয়ে নিবে। এমপি থ্রি-জর্জের বাংলা সাহিত্য বা অগ্রদূত যেকোনো বই থেকে। এরপর প্রফেসরস লিখিত বাংলা থেকে বাংলা সাহিত্যে আসা বিগত বছরের বিসিএস ও নন-ক্যাডার লিখিত প্রশ্নগুলো সুন্দর করে পড়ে ফেলতে হবে। এখানে উল্লেখ করার বিষয় হলো: কিছু প্রশ্নের উত্তরে সাহিত্যিক ও কবিদের উক্তি দিলে ভালো নম্বর পাওয়ার সম্ভাবনা থাকে। তবে সে ক্ষেত্রে প্রশ্নটি যদি ব্যাখ্যামূলক হয়, যেমন কবি নজরুলকে কেন বিদ্রোহী কবি বলা হয়? জীবনানন্দ দাশকে কেন রূপসী বাংলার কবি বলা হয়? জসীমউদদীনকে কেন পল্লী কবি বলা হয়? এসব প্রশ্নের ক্ষেত্রে উক্তি দেওয়া উত্তম। আবার সব প্রশ্নের উত্তরে উক্তি দিতে গিয়ে অন্য প্রশ্ন ছেড়ে আসলে লাভের থেকে ক্ষতির সম্ভাবনা বেশি।

লেখক: ৪০ তম বি‌সিএস শিক্ষা ক‌্যাডারে (হিসাববিজ্ঞান) ২য় স্থান অর্জনকারী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত