Ajker Patrika

লোহাগড়ায় বোমায় গুরুতর আহত ১

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৬: ০৬
লোহাগড়ায় বোমায় গুরুতর আহত ১

নড়াইলের লোহাগড়ায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শাহাজাদা মোল্লা (৩৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে।

আহত শাহাজাদা উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের বাসিন্দা। তিনি মল্লিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তফা কামালের ভাগনে। শাহাজাদা পুলিশ হেফাজতে চিকিৎসা নিচ্ছেন।

গত রোববার রাত আনুমানিক ৮টার দিকে লোহাগড়া উপজেলার কুন্দশী সি অ্যান্ড বি চৌরাস্তা এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ব্যাপারে জানতে চাইলে চেয়ারম্যান মোস্তফা কামাল আজকের পত্রিকাকে বলেন, কুন্দশী চৌরাস্তা মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময়ে তাঁর ওপর বোমা হামলা করা হয়েছে। এরপর স্থানীয় লোকজন তাঁকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুন্দশী সি অ্যান্ড বি চৌরাস্তায় মসজিদের সামনে বিকট শব্দ শুনেছেন। এর বাইরে কিছু বলতে রাজি হননি কেউ। ঘটনার সময়ে লোহাগড়া থানার একটি পিকআপ ভ্যান সেখান দিয়ে যাচ্ছিল। পিকআপ ভ্যানে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল ইসলামের নেতৃত্বে একটি পুলিশ দল ছিল।

সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল ইসলাম বলেন, ‘সেখান দিয়ে যাওয়ার সময় শব্দ শুনতে পাই। এর দুই-চার মিনিটের মধ্যেই একটি অ্যাম্বুলেন্সে আহত শাহাজাদাকে ওঠাচ্ছিল দুই যুবক। এরপর তাঁকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম জানান, শাহাজাদার ডান হাতের কনুই থেকে হাড়-মাংস আলাদা হয়ে গেছে। তাকে রাতেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) হরিদাস রায় বলেন, শাহাজাদাকে যে দুই যুবক অ্যাম্বুলেন্সে ওঠাচ্ছিল তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। শাহাজাদা পুলিশ হেফাজতে চিকিৎসাধীন থাকবেন। তাঁদের এ ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত