টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে ধর্মঘট ডেকে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চালকেরা বিক্ষোভ করেছেন। গতকাল বুধবার দুপুরে জেলা অটোরিকশা, ট্যাক্সি ও অটো টেম্পো শ্রমিক ইউনিয়ন শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিক্ষোভ শেষে সমাবেশ করে।
এতে ভোগান্তিতে পড়ে এইচএসসি পরীক্ষার্থী এবং সাধারণ মানুষ। নির্ধারিত সময়ে পৌঁছাতে পারেননি সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
জানা যায়, হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ পুনর্বিবেচনা, লাইসেন্সসহ আট দফা দাবিতে পৌর উদ্যানে সমাবেশের আয়োজন করেন শ্রমিকেরা। এতে বক্তব্য দেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক খালেকুজ্জামান লিপন, জেলা অটোরিকশা, ট্যাক্সি ও অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আ. লতিফ মিয়া, সদস্যসচিব লুৎফুল কবির, যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন উল্লাস প্রমুখ।
গ্রাম ও শহরের সহস্রাধিক শ্রমিক ব্যাটারিচালিত রিকশা ও অটো বন্ধ রেখে সমাবেশে যোগ দেন। রিকশা বন্ধ থাকায় নির্দিষ্ট সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেনি অনেক পরীক্ষার্থী। পরীক্ষার্থীরা জানান, বুধবার এইচএসসির অর্থনীতি দ্বিতীয় পর্বের পরীক্ষা ছিল।
এইচএসসি পরীক্ষার্থী শারমিন বলেন, ‘সকাল বেলা রিকশা না পেয়ে বাজিতপুর থেকে হেঁটে সরকারি শেখ ফজিলাতুন নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয়ে গিয়ে পরীক্ষা দিতে হয়েছে। এতে কেন্দ্রে পৌঁছাতে বেগ পেতে হয়। পরীক্ষা শেষে বাড়ি যাচ্ছি, তা-ও রিকশা পাচ্ছি না। এতে আমাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।’
পরীক্ষার্থী শুভ বলেন, ‘পরিবহন বন্ধ করে বিক্ষোভ হয়। এতে অনেক পরীক্ষার্থী নির্দিষ্ট সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেনি। এর দায়ভার কে নেবে? শ্রমিকেরা না শ্রমিক নেতারা?’
অভিভাবক মোজাম্মেল হক বলেন, ‘ব্যাটারিচালিত রিকশা ও অটো বন্ধ থাকায় পরীক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছে। পরীক্ষার্থীদের কথা চিন্তা করে অন্য দিন বিক্ষোভ করলে মেনে নেওয়া যেত।’
ব্যাংক কর্মকর্তা শিবলি সাদিক বলেন, ‘পরিবহন ধর্মঘট চলছে, তা জানতাম না। এতে নির্ধারিত সময়ের ২০ মিনিট পর ব্যাংকে ঢুকতে হয়েছে। অটোরিকশা না পেয়ে হেঁটে অফিসে আসতে হয়েছে।’
শ্রমিক নেতারা বলেন, রাজধানীর অনেক এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও অটো চলে না। তারপরও ওইসব এলাকায় যানজট সৃষ্টি হয়।
সমাবেশে বক্তারা দাবি করেন, অটোরিকশা, মেট্রো রিকশা বন্ধে হাইকোর্টের এ আদেশ বাস্তবায়নে বেড়ে যাবে বেকার সমস্যা। এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন এ পেশার শ্রমিকেরা। এ ছাড়াও এ ধরনের পরিবহনে চলাচল করা সাধারণ মানুষের খরচ বেড়ে যাবে।
সমস্যা সমাধানে হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ পুনর্বিবেচনা ও লাইসেন্সসহ ৮ দফা দাবি জানিয়েছেন তাঁরা।
টাঙ্গাইলে ধর্মঘট ডেকে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চালকেরা বিক্ষোভ করেছেন। গতকাল বুধবার দুপুরে জেলা অটোরিকশা, ট্যাক্সি ও অটো টেম্পো শ্রমিক ইউনিয়ন শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিক্ষোভ শেষে সমাবেশ করে।
এতে ভোগান্তিতে পড়ে এইচএসসি পরীক্ষার্থী এবং সাধারণ মানুষ। নির্ধারিত সময়ে পৌঁছাতে পারেননি সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
জানা যায়, হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ পুনর্বিবেচনা, লাইসেন্সসহ আট দফা দাবিতে পৌর উদ্যানে সমাবেশের আয়োজন করেন শ্রমিকেরা। এতে বক্তব্য দেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক খালেকুজ্জামান লিপন, জেলা অটোরিকশা, ট্যাক্সি ও অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আ. লতিফ মিয়া, সদস্যসচিব লুৎফুল কবির, যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন উল্লাস প্রমুখ।
গ্রাম ও শহরের সহস্রাধিক শ্রমিক ব্যাটারিচালিত রিকশা ও অটো বন্ধ রেখে সমাবেশে যোগ দেন। রিকশা বন্ধ থাকায় নির্দিষ্ট সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেনি অনেক পরীক্ষার্থী। পরীক্ষার্থীরা জানান, বুধবার এইচএসসির অর্থনীতি দ্বিতীয় পর্বের পরীক্ষা ছিল।
এইচএসসি পরীক্ষার্থী শারমিন বলেন, ‘সকাল বেলা রিকশা না পেয়ে বাজিতপুর থেকে হেঁটে সরকারি শেখ ফজিলাতুন নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয়ে গিয়ে পরীক্ষা দিতে হয়েছে। এতে কেন্দ্রে পৌঁছাতে বেগ পেতে হয়। পরীক্ষা শেষে বাড়ি যাচ্ছি, তা-ও রিকশা পাচ্ছি না। এতে আমাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।’
পরীক্ষার্থী শুভ বলেন, ‘পরিবহন বন্ধ করে বিক্ষোভ হয়। এতে অনেক পরীক্ষার্থী নির্দিষ্ট সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেনি। এর দায়ভার কে নেবে? শ্রমিকেরা না শ্রমিক নেতারা?’
অভিভাবক মোজাম্মেল হক বলেন, ‘ব্যাটারিচালিত রিকশা ও অটো বন্ধ থাকায় পরীক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছে। পরীক্ষার্থীদের কথা চিন্তা করে অন্য দিন বিক্ষোভ করলে মেনে নেওয়া যেত।’
ব্যাংক কর্মকর্তা শিবলি সাদিক বলেন, ‘পরিবহন ধর্মঘট চলছে, তা জানতাম না। এতে নির্ধারিত সময়ের ২০ মিনিট পর ব্যাংকে ঢুকতে হয়েছে। অটোরিকশা না পেয়ে হেঁটে অফিসে আসতে হয়েছে।’
শ্রমিক নেতারা বলেন, রাজধানীর অনেক এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও অটো চলে না। তারপরও ওইসব এলাকায় যানজট সৃষ্টি হয়।
সমাবেশে বক্তারা দাবি করেন, অটোরিকশা, মেট্রো রিকশা বন্ধে হাইকোর্টের এ আদেশ বাস্তবায়নে বেড়ে যাবে বেকার সমস্যা। এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন এ পেশার শ্রমিকেরা। এ ছাড়াও এ ধরনের পরিবহনে চলাচল করা সাধারণ মানুষের খরচ বেড়ে যাবে।
সমস্যা সমাধানে হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ পুনর্বিবেচনা ও লাইসেন্সসহ ৮ দফা দাবি জানিয়েছেন তাঁরা।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে