চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১ হাজার ১০০ বিঘা খাসজমি উদ্ধারে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে এসেছে প্রশাসন। গতকাল মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুরের রাঘববাটি মৌজায় খাসজমি উদ্ধারে যান। কিন্তু সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত এলাকাবাসী ও দখলকারীদের তোপের মুখে পড়েন।
রাঘববাটি মৌজায় ১৬ বিঘা জমির অংশীদার দাবিদার মনাকষা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবহান মধু বলেন, ‘পৈতৃক সম্পত্তিতে আমাদের আমবাগান রয়েছে। ১৯৭২ সালের আগের খাজনা রীতিমতো সরকারকে দেওয়া আছে। কিন্তু ১৯৭২ সালে ওই জমির রেকর্ডে শিকস্তি উল্লেখ করা হয়। এরপর থেকে আর খাজনা দেওয়া সম্ভব হয়নি। পুনরায় খাজনা দেবেন বলে জানান তিনি।
পার্শ্ববর্তী রাণীনগর মৌজার ২০ বিঘা জমির অংশীদার হাসান আলী বলেন, ‘পৈতৃক সম্পত্তি আমাদের ভোগদখলে রয়েছে। বর্তমানে শিকস্তি দেখিয়ে খাসজমি উদ্ধারের চেষ্টা চলছে।’ খাসজমি উদ্ধারকাজ দ্রুত বন্ধ করে পুনরায় শ্রেণি পরিবর্তনের দাবি জানান তিনি।স্থানীয়রা জানান, প্রায় এক হাজার মানুষের পৈতৃক জমি রয়েছে রাঘববাটি মৌজায়। বর্তমানে ৫০ থেকে ৭০ পরিবার গৃহ নির্মাণ করে সেখানে বসবাস করে আসছে। অনেকে কৃষিপণ্য উৎপাদন করে জীবিকা নির্বাহ করে। আগের মতো শ্রেণি পরিবর্তন করে বর্তমানে সরকারকে খাজনা দেবেন তাঁরা।
এ বিষয়ে মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা শাহাদাত হোসেন খুররমকে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি। জুবায়ের হোসেন বলেন, ‘১ হাজার ১০০ বিঘা সরকারি জমি দখল করে রেখেছে গোপালপুর এবং এর আশপাশের মানুষ। তারাও জানে, এসব জমি সরকারি। তাদের কাছে খাজনার রসিদসহ কোনো কাগজপত্র নেই। সেই জমিগুলো আমরা উদ্ধার করতে যাই। পরে এলাকার লোকজন অনুরোধ করলে আলোচনার শর্তে ফিরে আসি।’
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরীর জোবায়ের আহমেদ জানান, প্রথমে কয়েকজন পুলিশ নিয়ে জমি উদ্ধারে যান ভ্রাম্যমাণ আদালত। পরে স্থানীয় লোকজন বাধা দিলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১ হাজার ১০০ বিঘা খাসজমি উদ্ধারে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে এসেছে প্রশাসন। গতকাল মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুরের রাঘববাটি মৌজায় খাসজমি উদ্ধারে যান। কিন্তু সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত এলাকাবাসী ও দখলকারীদের তোপের মুখে পড়েন।
রাঘববাটি মৌজায় ১৬ বিঘা জমির অংশীদার দাবিদার মনাকষা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবহান মধু বলেন, ‘পৈতৃক সম্পত্তিতে আমাদের আমবাগান রয়েছে। ১৯৭২ সালের আগের খাজনা রীতিমতো সরকারকে দেওয়া আছে। কিন্তু ১৯৭২ সালে ওই জমির রেকর্ডে শিকস্তি উল্লেখ করা হয়। এরপর থেকে আর খাজনা দেওয়া সম্ভব হয়নি। পুনরায় খাজনা দেবেন বলে জানান তিনি।
পার্শ্ববর্তী রাণীনগর মৌজার ২০ বিঘা জমির অংশীদার হাসান আলী বলেন, ‘পৈতৃক সম্পত্তি আমাদের ভোগদখলে রয়েছে। বর্তমানে শিকস্তি দেখিয়ে খাসজমি উদ্ধারের চেষ্টা চলছে।’ খাসজমি উদ্ধারকাজ দ্রুত বন্ধ করে পুনরায় শ্রেণি পরিবর্তনের দাবি জানান তিনি।স্থানীয়রা জানান, প্রায় এক হাজার মানুষের পৈতৃক জমি রয়েছে রাঘববাটি মৌজায়। বর্তমানে ৫০ থেকে ৭০ পরিবার গৃহ নির্মাণ করে সেখানে বসবাস করে আসছে। অনেকে কৃষিপণ্য উৎপাদন করে জীবিকা নির্বাহ করে। আগের মতো শ্রেণি পরিবর্তন করে বর্তমানে সরকারকে খাজনা দেবেন তাঁরা।
এ বিষয়ে মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা শাহাদাত হোসেন খুররমকে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি। জুবায়ের হোসেন বলেন, ‘১ হাজার ১০০ বিঘা সরকারি জমি দখল করে রেখেছে গোপালপুর এবং এর আশপাশের মানুষ। তারাও জানে, এসব জমি সরকারি। তাদের কাছে খাজনার রসিদসহ কোনো কাগজপত্র নেই। সেই জমিগুলো আমরা উদ্ধার করতে যাই। পরে এলাকার লোকজন অনুরোধ করলে আলোচনার শর্তে ফিরে আসি।’
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরীর জোবায়ের আহমেদ জানান, প্রথমে কয়েকজন পুলিশ নিয়ে জমি উদ্ধারে যান ভ্রাম্যমাণ আদালত। পরে স্থানীয় লোকজন বাধা দিলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৮ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে