Ajker Patrika

প্রতিবন্ধীরা পেলেন সুরক্ষা সামগ্রী

কালিয়াকৈর প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৪: ০৭
প্রতিবন্ধীরা পেলেন সুরক্ষা সামগ্রী

কালিয়াকৈরে পক্ষাঘাত গ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) পক্ষ থেকে উপজেলার প্রতিবন্ধীদের মাঝে কোভিড সুরক্ষা সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে এগুলো বিতরণ করা হয়।

এ সময় উপজেলার বিভিন্ন এলাকার ১০০ জন প্রতিবন্ধীকে কোভিড সুরক্ষা সামগ্রী ও তিনজন প্রতিবন্ধীকে দোকানের মালামাল কেনার জন্য ৩০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

ডি, এম, এরশাদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেনসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা।

এদিকে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের মধ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল সকালে উপজেলার কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এগুলো বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদুর রহমান সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার ১০০ জন কৃষকদের মাঝে ৫ কেজি মাসকালাই, ১০ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত