শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
৩০০ টাকা না হোক জীবনমানের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি পেলে কাজে যোগ দেবেন চা-শ্রমিকেরা। ঢাকায় শ্রম অধিদপ্তরে বৈঠকে আলোচনা ও প্রস্তাবের বিষয়ে দেশের চা-বাগানগুলোর পঞ্চায়েত প্রধানদের নিয়ে আয়োজিত ভ্যালি কমিটির সভা শেষে এ কথা বলেন শ্রমিক নেতারা।
ঢাকায় শ্রম দপ্তরে ত্রি-পক্ষীয় বৈঠকের বিষয়ে জানাতে এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার বিকেলে দেশের প্রত্যেক ভ্যালিতেই বৈঠক করা হয়েছে বলে জানান চা-শ্রমিক নেতা পরেশ কালিন্দি।
তিনি জানান, চা-শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশিয় চা সংসদ ও শ্রম অধিদপ্তরের ত্রি-পক্ষীয় বৈঠকেও আসেনি কোনো সিদ্ধান্ত। ফলে কর্মবিরতি অব্যাহত থাকছে। তবে এ বিষয়ে পঞ্চায়েত প্রধানদের সঙ্গে আলোচনা করে তাঁরা কর্মবিরতি অব্যাহত রাখার সিদ্ধান্তে অটল থাকেন।
শ্রম দপ্তরের বৈঠকে ১২০ টাকা থেকে ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা মজুরি দিতে রাজী হন মালিক পক্ষ। এটি চা-শ্রমিকদের জীবনমানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। যোগ করেন এ চা-শ্রমিক নেতা।
সভা শেষে শ্রমিক নেতা বিজয় হাজরা বলেন, ‘বাগানে পাতা নষ্ট হচ্ছে। এটি নষ্ট হলে মালিক পক্ষের তেমন কিছু যায় আসে না। কিন্তু শ্রমিকেরা বঞ্চিত হবে হাজিরা থেকে। আমরা চাই না এভাবে পাতা নষ্ট হোক। শ্রমিকেরা কষ্ট পাক। তাই মালিকদের প্রতি আহ্বান ৩০০ টাকা না হোক জীবনমানের সঙ্গে কিছুটা সামঞ্জস্য রেখে মানসম্মত মজুরির ঘোষণা দেওয়ার। তাহলে আমরা কাজে যোগ দেব।’
বৃহস্পতিবার বিকেলে শ্রীমঙ্গল বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে বালিশিরা ভ্যালির এ সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা পংকজ কন্দ, শিউধন কুমীর্, পরেশ কালিন্দি, বালিশরা ভ্যালির সভাপতি বিজয় হাজরা ও ভ্যালির নিয়ন্ত্রিত প্রত্যেকটি চা-বাগানের পঞ্চায়েত প্রধানেরা।
এদিকে চা-বাগানে কর্মবিরতিতে প্রতিদিন অন্তত ১০ কোটি টাকার চা-পাতা নষ্ট হচ্ছে। ইতিমধ্যেই চা-শিল্প প্রায় অর্ধশত কোটি টাকার লোকসানে পড়েছে। এভাবে আন্দোলন অব্যাহত থাকলে লোকসানের পরিমাণ দীর্ঘ হবে বলে জানান, শ্রীগোবিন্দ পুর চা -বাগানের মালিক মহসীন মিয়া মধু।
তিনি জানান, প্রতিদিন অন্তত ১০ থকে ১২ কোটি টাকার পাতা এখন নষ্ট হচ্ছে।
৩০০ টাকা না হোক জীবনমানের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি পেলে কাজে যোগ দেবেন চা-শ্রমিকেরা। ঢাকায় শ্রম অধিদপ্তরে বৈঠকে আলোচনা ও প্রস্তাবের বিষয়ে দেশের চা-বাগানগুলোর পঞ্চায়েত প্রধানদের নিয়ে আয়োজিত ভ্যালি কমিটির সভা শেষে এ কথা বলেন শ্রমিক নেতারা।
ঢাকায় শ্রম দপ্তরে ত্রি-পক্ষীয় বৈঠকের বিষয়ে জানাতে এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার বিকেলে দেশের প্রত্যেক ভ্যালিতেই বৈঠক করা হয়েছে বলে জানান চা-শ্রমিক নেতা পরেশ কালিন্দি।
তিনি জানান, চা-শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশিয় চা সংসদ ও শ্রম অধিদপ্তরের ত্রি-পক্ষীয় বৈঠকেও আসেনি কোনো সিদ্ধান্ত। ফলে কর্মবিরতি অব্যাহত থাকছে। তবে এ বিষয়ে পঞ্চায়েত প্রধানদের সঙ্গে আলোচনা করে তাঁরা কর্মবিরতি অব্যাহত রাখার সিদ্ধান্তে অটল থাকেন।
শ্রম দপ্তরের বৈঠকে ১২০ টাকা থেকে ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা মজুরি দিতে রাজী হন মালিক পক্ষ। এটি চা-শ্রমিকদের জীবনমানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। যোগ করেন এ চা-শ্রমিক নেতা।
সভা শেষে শ্রমিক নেতা বিজয় হাজরা বলেন, ‘বাগানে পাতা নষ্ট হচ্ছে। এটি নষ্ট হলে মালিক পক্ষের তেমন কিছু যায় আসে না। কিন্তু শ্রমিকেরা বঞ্চিত হবে হাজিরা থেকে। আমরা চাই না এভাবে পাতা নষ্ট হোক। শ্রমিকেরা কষ্ট পাক। তাই মালিকদের প্রতি আহ্বান ৩০০ টাকা না হোক জীবনমানের সঙ্গে কিছুটা সামঞ্জস্য রেখে মানসম্মত মজুরির ঘোষণা দেওয়ার। তাহলে আমরা কাজে যোগ দেব।’
বৃহস্পতিবার বিকেলে শ্রীমঙ্গল বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে বালিশিরা ভ্যালির এ সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা পংকজ কন্দ, শিউধন কুমীর্, পরেশ কালিন্দি, বালিশরা ভ্যালির সভাপতি বিজয় হাজরা ও ভ্যালির নিয়ন্ত্রিত প্রত্যেকটি চা-বাগানের পঞ্চায়েত প্রধানেরা।
এদিকে চা-বাগানে কর্মবিরতিতে প্রতিদিন অন্তত ১০ কোটি টাকার চা-পাতা নষ্ট হচ্ছে। ইতিমধ্যেই চা-শিল্প প্রায় অর্ধশত কোটি টাকার লোকসানে পড়েছে। এভাবে আন্দোলন অব্যাহত থাকলে লোকসানের পরিমাণ দীর্ঘ হবে বলে জানান, শ্রীগোবিন্দ পুর চা -বাগানের মালিক মহসীন মিয়া মধু।
তিনি জানান, প্রতিদিন অন্তত ১০ থকে ১২ কোটি টাকার পাতা এখন নষ্ট হচ্ছে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
২ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪