আজাদুল আদনান, ঢাকা
অল্পতে ক্লান্ত হওয়ার পাশাপাশি চোখে অস্পষ্ট দেখেন ব্রাহ্মণবাড়িয়ার মো. আনিসুজ্জামান (৪৪)। স্থানীয় বেসরকারি একটি প্রতিষ্ঠানে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠান চিকিৎসকেরা। ১২ জানুয়ারি তাঁকে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে (এনআইএনএইচ) নিয়ে আসেন ছোট ভাই জাহাঙ্গীর আলম।
পরীক্ষা-নিরীক্ষায় আনিসুজ্জামানের ব্রেন টিউমার শনাক্ত হয়। দ্রুত অস্ত্রোপচারের কথা বলেছেন চিকিৎসকেরা। কিন্তু টানা সাত দিন ঘুরেও শয্যা না মেলায় এই হাসপাতালে এখনো ভর্তি করানো যায়নি তাঁকে।
জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘জেলার হাসপাতালে গেলে চিকিৎসা নাই, এখানে চিকিৎসা ভালো হলেও ভর্তি হওয়াই যাচ্ছে না। অনেক স্যারের কাছে গেছি কিন্তু ভর্তি করাতে পারছি না। রোগী নিয়ে কত দিন হোটেলে থাকা যায়?’
চিকিৎসার জন্য শয্যা পাওয়া নিয়ে এমন ভোগান্তির গল্প শুধু এই এক রোগীর নয়, নিউরোসায়েন্সেস হাসপাতালে আসা ভর্তিযোগ্য শত শত রোগী এমন দুর্ভোগের শিকার হচ্ছে।
গত তিন দিন সরেজমিনে এমন চিত্রই পাওয়া গেছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, নিউরো চিকিৎসায় দেশের একমাত্র পূর্ণাঙ্গ এই হাসপাতালে ভর্তিযোগ্য রোগীর তিন-চতুর্থাংশের বেশিকে পূর্ণ চিকিৎসা না পেয়েই ফেরত যেতে হচ্ছে।
সংকটের কথা স্বীকারও করছে প্রতিষ্ঠানটি। স্থানীয় পর্যায়ে চিকিৎসা নিশ্চিত করা না গেলে এই সংকট কাটবে না বলে জানিয়েছেন হাসপাতালটির উপপরিচালক ডা. মো. ফজলুল হক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সারা দেশের রোগী আসে, কিন্তু সেই পরিমাণ শয্যা নেই। স্থানীয় পর্যায়ে চিকিৎসা নিশ্চিত করা গেলে এটি কিছুটা কমত।’
ঢাকার বাইরে পুরোনো ৮টি মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোলজিক্যাল চিকিৎসার ব্যবস্থা থাকলেও অপ্রতুল চিকিৎসা। অনেক সময়ে রোগীরা গেলেও প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দিচ্ছেন এই হাসপাতালে। যে কারণে রোগীদের চাপ অনেক বেশি বলে জানান সংশ্লিষ্টরা।
এনআইএনএইচের তথ্যমতে, নতুন-পুরোনো মিলে প্রতিদিন নিউরোমেডিসিন, নিউরোসার্জারি, পেডিয়াট্রিক নিউরোলজি, পেডিয়াট্রিক নিউরোসার্জারিসহ বহির্বিভাগে গড়ে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ রোগী চিকিৎসাসেবা নেন। যার দুই-তৃতীয়াংশ নিউরোমেডিসিনের। এসব রোগীর মধ্যে ভর্তিযোগ্য ৫০-৭০ জন। কিন্তু ভর্তি হতে পারেন ১০ শতাংশেরও কম।
চিকিৎসক দেখাতে পারলেও ভর্তি হতে গিয়ে বাধছে বিপত্তি। ফলে একদিকে দুর্ভোগ, অন্যদিকে ঝুঁকি নিয়েই ছুটতে হচ্ছে বিভিন্ন হাসপাতালে। এতে করে বাড়ছে রোগীর চিকিৎসাব্যয়ও।
জানা গেছে, হাসপাতালটিতে মোট শয্যা ৪৫০টি, যা সব সময় পূর্ণ থাকে। দিনে ১০-১৫টি শয্যা খালি হলেও চাহিদা হাজারের বেশি। তারপরও স্বল্প খরচে মানসম্পন্ন চিকিৎসা পেতে শয্যার আশায় হাসপাতালের কাছাকাছি মেস ও হোটেলে ভাড়া থাকছেন রোগীরা। এতে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে তাদের। আবার অনেকে শয্যা পেতে হাসপাতালের কর্মকর্তাদের, কেউ মন্ত্রী-এমপি ও প্রভাবশালী ব্যক্তিদের দিয়ে তদবির চালান।
নিউরোলজি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মামুনুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিভাগীয় হাসপাতালগুলোতে চিকিৎসা থাকলেও এই হাসপাতালের চিকিৎসায় আস্থা রাখেন রোগীরা। ফলে প্রতিনিয়ত রোগী বাড়ছে। যত রোগী আসছে তার অনেকে ভর্তিযোগ্য। কিন্তু শয্যা খালি হচ্ছে সর্বোচ্চ ১০ থেকে ১৫টি। তাহলে কীভাবে এত রোগীকে ভর্তি করা সম্ভব। স্বল্প শয্যা নিয়ে এত রোগী সামাল দেওয়া অত্যন্ত কঠিন।’
এমতাবস্থায় ৪৫০ শয্যার এই ইনস্টিটিউটের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে বর্তমানে সেবা দেওয়া ভবনে আরও ৫০ শয্যা বাড়ানোর কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। সব মিলিয়ে ভবিষ্যতে ১ হাজার শয্যায় উন্নীত হচ্ছে নিউরোসায়েন্স হাসপাতাল। ১৫ তলাবিশিষ্ট নতুন ভবনের কাজ চলতি বছর শেষ হওয়ার কথা।
বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘কেবল শয্যা বাড়িয়ে নিউরো রোগীদের সামাল দেওয়া কঠিন। বিভাগীয় মেডিকেলগুলোতে পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধা এখনো নিশ্চিত করা হয়নি। সারা দেশে বর্তমানে ২২০ জন নিউরোসার্জন রয়েছেন। ২০২৭ সালের মধ্যে এটি ৪০০-তে উন্নীত করার পরিকল্পনা আমাদের।’
অল্পতে ক্লান্ত হওয়ার পাশাপাশি চোখে অস্পষ্ট দেখেন ব্রাহ্মণবাড়িয়ার মো. আনিসুজ্জামান (৪৪)। স্থানীয় বেসরকারি একটি প্রতিষ্ঠানে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠান চিকিৎসকেরা। ১২ জানুয়ারি তাঁকে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে (এনআইএনএইচ) নিয়ে আসেন ছোট ভাই জাহাঙ্গীর আলম।
পরীক্ষা-নিরীক্ষায় আনিসুজ্জামানের ব্রেন টিউমার শনাক্ত হয়। দ্রুত অস্ত্রোপচারের কথা বলেছেন চিকিৎসকেরা। কিন্তু টানা সাত দিন ঘুরেও শয্যা না মেলায় এই হাসপাতালে এখনো ভর্তি করানো যায়নি তাঁকে।
জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘জেলার হাসপাতালে গেলে চিকিৎসা নাই, এখানে চিকিৎসা ভালো হলেও ভর্তি হওয়াই যাচ্ছে না। অনেক স্যারের কাছে গেছি কিন্তু ভর্তি করাতে পারছি না। রোগী নিয়ে কত দিন হোটেলে থাকা যায়?’
চিকিৎসার জন্য শয্যা পাওয়া নিয়ে এমন ভোগান্তির গল্প শুধু এই এক রোগীর নয়, নিউরোসায়েন্সেস হাসপাতালে আসা ভর্তিযোগ্য শত শত রোগী এমন দুর্ভোগের শিকার হচ্ছে।
গত তিন দিন সরেজমিনে এমন চিত্রই পাওয়া গেছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, নিউরো চিকিৎসায় দেশের একমাত্র পূর্ণাঙ্গ এই হাসপাতালে ভর্তিযোগ্য রোগীর তিন-চতুর্থাংশের বেশিকে পূর্ণ চিকিৎসা না পেয়েই ফেরত যেতে হচ্ছে।
সংকটের কথা স্বীকারও করছে প্রতিষ্ঠানটি। স্থানীয় পর্যায়ে চিকিৎসা নিশ্চিত করা না গেলে এই সংকট কাটবে না বলে জানিয়েছেন হাসপাতালটির উপপরিচালক ডা. মো. ফজলুল হক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সারা দেশের রোগী আসে, কিন্তু সেই পরিমাণ শয্যা নেই। স্থানীয় পর্যায়ে চিকিৎসা নিশ্চিত করা গেলে এটি কিছুটা কমত।’
ঢাকার বাইরে পুরোনো ৮টি মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোলজিক্যাল চিকিৎসার ব্যবস্থা থাকলেও অপ্রতুল চিকিৎসা। অনেক সময়ে রোগীরা গেলেও প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দিচ্ছেন এই হাসপাতালে। যে কারণে রোগীদের চাপ অনেক বেশি বলে জানান সংশ্লিষ্টরা।
এনআইএনএইচের তথ্যমতে, নতুন-পুরোনো মিলে প্রতিদিন নিউরোমেডিসিন, নিউরোসার্জারি, পেডিয়াট্রিক নিউরোলজি, পেডিয়াট্রিক নিউরোসার্জারিসহ বহির্বিভাগে গড়ে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ রোগী চিকিৎসাসেবা নেন। যার দুই-তৃতীয়াংশ নিউরোমেডিসিনের। এসব রোগীর মধ্যে ভর্তিযোগ্য ৫০-৭০ জন। কিন্তু ভর্তি হতে পারেন ১০ শতাংশেরও কম।
চিকিৎসক দেখাতে পারলেও ভর্তি হতে গিয়ে বাধছে বিপত্তি। ফলে একদিকে দুর্ভোগ, অন্যদিকে ঝুঁকি নিয়েই ছুটতে হচ্ছে বিভিন্ন হাসপাতালে। এতে করে বাড়ছে রোগীর চিকিৎসাব্যয়ও।
জানা গেছে, হাসপাতালটিতে মোট শয্যা ৪৫০টি, যা সব সময় পূর্ণ থাকে। দিনে ১০-১৫টি শয্যা খালি হলেও চাহিদা হাজারের বেশি। তারপরও স্বল্প খরচে মানসম্পন্ন চিকিৎসা পেতে শয্যার আশায় হাসপাতালের কাছাকাছি মেস ও হোটেলে ভাড়া থাকছেন রোগীরা। এতে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে তাদের। আবার অনেকে শয্যা পেতে হাসপাতালের কর্মকর্তাদের, কেউ মন্ত্রী-এমপি ও প্রভাবশালী ব্যক্তিদের দিয়ে তদবির চালান।
নিউরোলজি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মামুনুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিভাগীয় হাসপাতালগুলোতে চিকিৎসা থাকলেও এই হাসপাতালের চিকিৎসায় আস্থা রাখেন রোগীরা। ফলে প্রতিনিয়ত রোগী বাড়ছে। যত রোগী আসছে তার অনেকে ভর্তিযোগ্য। কিন্তু শয্যা খালি হচ্ছে সর্বোচ্চ ১০ থেকে ১৫টি। তাহলে কীভাবে এত রোগীকে ভর্তি করা সম্ভব। স্বল্প শয্যা নিয়ে এত রোগী সামাল দেওয়া অত্যন্ত কঠিন।’
এমতাবস্থায় ৪৫০ শয্যার এই ইনস্টিটিউটের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে বর্তমানে সেবা দেওয়া ভবনে আরও ৫০ শয্যা বাড়ানোর কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। সব মিলিয়ে ভবিষ্যতে ১ হাজার শয্যায় উন্নীত হচ্ছে নিউরোসায়েন্স হাসপাতাল। ১৫ তলাবিশিষ্ট নতুন ভবনের কাজ চলতি বছর শেষ হওয়ার কথা।
বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘কেবল শয্যা বাড়িয়ে নিউরো রোগীদের সামাল দেওয়া কঠিন। বিভাগীয় মেডিকেলগুলোতে পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধা এখনো নিশ্চিত করা হয়নি। সারা দেশে বর্তমানে ২২০ জন নিউরোসার্জন রয়েছেন। ২০২৭ সালের মধ্যে এটি ৪০০-তে উন্নীত করার পরিকল্পনা আমাদের।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে