রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে কৃষকদের কাছ থেকে বাকিতে ধান নিয়ে আব্দুল হান্নান (৫০) নামের এক ধান ব্যবসায়ী পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। কৃষকদের দাবি, ওই ধানের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি বলে জানিয়েছেন কৃষকেরা। পুলিশ বলছে, ভুক্তভোগীদের আদালতের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ভুক্তভোগী কৃষকেরা বলেন, উপজেলার পিরেরা গ্রামের আব্দুল হান্নান আট বছর ধরে উপজেলার বেতগাড়ী বাজারে ধানের আড়ত খুলে ব্যবসা করে আসছিলেন। ব্যবসার সুবাদে এলাকার কৃষকেরা তাঁর কাছে নগদ-বাকিতে ধান বিক্রি করেন। এরই মধ্যে ওই এলাকার দেড়-দুই শ কৃষকের ধান বাকি নেন ব্যবসায়ী হান্নান। গত সপ্তাহে কৃষকদের ধানের টাকা পরিশোধ করার কথা ছিল। হঠাৎ করেই গত বুধবার রাতে সপরিবারে আব্দুল হান্নান ধানের আড়ত বন্ধ করে বাড়ি থেকে পালিয়ে যান।
এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে থানায় লিখিত অভিযোগ দিতে গেলেও থানা-পুলিশ কৃষকদের লিখিত অভিযোগ নেয়নি বলে দাবি করেছেন কৃষকেরা।
উপজেলার মেরিয়া গ্রামের কৃষক শহিদুল ইসলাম বলেন, গত ইরি মৌসুম থেকে চলতি আমন মৌসুমের প্রায় ২৯ লাখ ৫৫ হাজার টাকার ধান বাকিতে বিক্রি করেছেন হান্নানের কাছে। বৃহস্পতিবারে ধানের ১৫ লাখ টাকা দেওয়ার কথা ছিল এবং অবশিষ্ট টাকা ১৫ ডিসেম্বরের মধ্যে পরিশোধ করার কথা।
শহিদুল ইসলাম দাবি করেন, ব্যবসায়ী হান্নান এলাকার দেড়-দুইশ কৃষকের প্রায় দুই কোটি টাকার ধান বাকি নিয়ে পালিয়ে গেছেন। ফলে এলাকার কৃষকেরা ঋণ পরিশোধ ও আগামী ইরি আবাদ নিয়ে চরম হতাশায় পড়েছেন।
পিরেরা গ্রামের কৃষক শাহীন বাবু বলেন, চলতি মৌসুমে প্রায় আট বিঘা জমি বর্গা নিয়ে ধানের আবাদ করেছিলেন। জমির ধান কেটে প্রায় ১ লাখ ৫ হাজার টাকার ধান হান্নানের কাছে বাকিতে দিয়েছেন। এতে হাল চাষ, কীটনাশক দোকানের বাকিসহ আবাদের জন্য করা বিভিন্ন ঋণ নিয়ে চরম বেকায়দায় পড়েছেন। ধান বিক্রির টাকা না পেলে হয়তো আগামী ইরি আবাদ হবে না বলে জানান তিনি।
এ ব্যাপারে জানতে হান্নানের মোবাইল ফোনে কল দেওয়া হলে বন্ধ পাওয়া যায়। হান্নানের বড় ভাই আব্দুল মান্নান বলেন, ‘আমিও শুনেছি, ছোট ভাই হান্নান এলাকার লোকজনের কাছ থেকে ধান নিয়ে পালিয়ে গেছে। তবে কে, কীভাবে লেনদেন করেছেন বা কে কত টাকা পাবেন, তা বলতে পারছি না।’
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, কয়েকজন কৃষক ধানের টাকা নিয়ে ব্যবসায়ী হান্নানের বিরুদ্ধে অভিযোগ দিতে এসেছিলেন। তাঁদের তথ্য-প্রমাণাদি দেখে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।
নওগাঁর রাণীনগরে কৃষকদের কাছ থেকে বাকিতে ধান নিয়ে আব্দুল হান্নান (৫০) নামের এক ধান ব্যবসায়ী পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। কৃষকদের দাবি, ওই ধানের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি বলে জানিয়েছেন কৃষকেরা। পুলিশ বলছে, ভুক্তভোগীদের আদালতের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ভুক্তভোগী কৃষকেরা বলেন, উপজেলার পিরেরা গ্রামের আব্দুল হান্নান আট বছর ধরে উপজেলার বেতগাড়ী বাজারে ধানের আড়ত খুলে ব্যবসা করে আসছিলেন। ব্যবসার সুবাদে এলাকার কৃষকেরা তাঁর কাছে নগদ-বাকিতে ধান বিক্রি করেন। এরই মধ্যে ওই এলাকার দেড়-দুই শ কৃষকের ধান বাকি নেন ব্যবসায়ী হান্নান। গত সপ্তাহে কৃষকদের ধানের টাকা পরিশোধ করার কথা ছিল। হঠাৎ করেই গত বুধবার রাতে সপরিবারে আব্দুল হান্নান ধানের আড়ত বন্ধ করে বাড়ি থেকে পালিয়ে যান।
এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে থানায় লিখিত অভিযোগ দিতে গেলেও থানা-পুলিশ কৃষকদের লিখিত অভিযোগ নেয়নি বলে দাবি করেছেন কৃষকেরা।
উপজেলার মেরিয়া গ্রামের কৃষক শহিদুল ইসলাম বলেন, গত ইরি মৌসুম থেকে চলতি আমন মৌসুমের প্রায় ২৯ লাখ ৫৫ হাজার টাকার ধান বাকিতে বিক্রি করেছেন হান্নানের কাছে। বৃহস্পতিবারে ধানের ১৫ লাখ টাকা দেওয়ার কথা ছিল এবং অবশিষ্ট টাকা ১৫ ডিসেম্বরের মধ্যে পরিশোধ করার কথা।
শহিদুল ইসলাম দাবি করেন, ব্যবসায়ী হান্নান এলাকার দেড়-দুইশ কৃষকের প্রায় দুই কোটি টাকার ধান বাকি নিয়ে পালিয়ে গেছেন। ফলে এলাকার কৃষকেরা ঋণ পরিশোধ ও আগামী ইরি আবাদ নিয়ে চরম হতাশায় পড়েছেন।
পিরেরা গ্রামের কৃষক শাহীন বাবু বলেন, চলতি মৌসুমে প্রায় আট বিঘা জমি বর্গা নিয়ে ধানের আবাদ করেছিলেন। জমির ধান কেটে প্রায় ১ লাখ ৫ হাজার টাকার ধান হান্নানের কাছে বাকিতে দিয়েছেন। এতে হাল চাষ, কীটনাশক দোকানের বাকিসহ আবাদের জন্য করা বিভিন্ন ঋণ নিয়ে চরম বেকায়দায় পড়েছেন। ধান বিক্রির টাকা না পেলে হয়তো আগামী ইরি আবাদ হবে না বলে জানান তিনি।
এ ব্যাপারে জানতে হান্নানের মোবাইল ফোনে কল দেওয়া হলে বন্ধ পাওয়া যায়। হান্নানের বড় ভাই আব্দুল মান্নান বলেন, ‘আমিও শুনেছি, ছোট ভাই হান্নান এলাকার লোকজনের কাছ থেকে ধান নিয়ে পালিয়ে গেছে। তবে কে, কীভাবে লেনদেন করেছেন বা কে কত টাকা পাবেন, তা বলতে পারছি না।’
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, কয়েকজন কৃষক ধানের টাকা নিয়ে ব্যবসায়ী হান্নানের বিরুদ্ধে অভিযোগ দিতে এসেছিলেন। তাঁদের তথ্য-প্রমাণাদি দেখে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে