ক্রীড়া ডেস্ক
রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে টালমাটাল হয়ে না পড়লে নিজেদের ভক্ত-সমর্থক আর হাতের তালুর মতো চেনা কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হতো এ লড়াই। এসিসি আয়োজনের স্থান বদলে ফেলায় শ্রীলঙ্কাকে এশিয়া কাপ ফাইনালে নামতে হচ্ছে ৩৩০০ কিলোমিটার দূরের নগরী দুবাইয়ে।
যদিও টুর্নামেন্টের আয়োজন স্বত্ব লঙ্কান বোর্ডের হাতেই আছে। সে হিসেবে নিজেদের স্বাগতিক ভেবেই আজ পাকিস্তানের বিপক্ষে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফয়সালায় ঝাঁপিয়ে পড়তে পারে। আসলে শ্রীলঙ্কা এখন নিজেদের যা ইচ্ছে, তা-ই ভাবতে পারে। কুশল মেন্ডিস, পাথুম নিসানকা, ভানুকা রাজাপক্ষেরা তাঁদের পারফরম্যান্স দিয়েই দলকে নিয়ে গর্ব করার উপলক্ষ এনে দিয়েছেন।
টুর্নামেন্ট শুরুর আগে শ্রীলঙ্কাকে ‘আন্ডারডগ’ বলে আসছিলেন ক্রিকেটবোদ্ধারা। ভাবনার পরিধি আরও বিস্তৃত হয় উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের কাছে ৮ উইকেটে উড়ে যাওয়ায়। তখন কেউ কি ঘুণাক্ষরেও ভেবেছিলেন এই দলটাই পরে টানা চার ম্যাচে টুর্নামেন্টের অন্য চার প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেবে?
হার্ড হিটার ভানুকা তাঁর শটগুলোর মতো কঠিন স্বরেই বলেছিলেন, ‘আমরা আর আন্ডারডগ নই। যেকোনো দলকে হারিয়ে দিতে পারি।’
পেছনে ফিরে তাকালে মনে হবে, এটা এশিয়া কাপের অন্যতম সেরা আসর।
আগের রাতে ম্যাচ খেলে ক্লান্ত হয়ে পড়ায় গতকাল ঐচ্ছিক অনুশীলনে নামার প্রয়োজন মনে করেনি শ্রীলঙ্কা। শিরোপা মাঝে রেখে হয়নি ফটোসেশন। তবে নিজেদের লক্ষ্যের কথাটা ঠিকই জানিয়ে দিয়েছেন দাসুন শানাকা। লঙ্কান অধিনায়ক বলেছেন, ‘পেছনে ফিরে তাকালে মনে হবে, এটা এশিয়া কাপের অন্যতম সেরা আসর। প্রায় প্রতিটি ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। পাকিস্তান খুব ভালো দল। ওদের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচের অপেক্ষা করছি। আমরা সেরাটা দিয়েই এত দূর এসেছি। এখন আমাদের চোখ শুধু ফাইনালে (শিরোপায়)।’
রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে টালমাটাল হয়ে না পড়লে নিজেদের ভক্ত-সমর্থক আর হাতের তালুর মতো চেনা কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হতো এ লড়াই। এসিসি আয়োজনের স্থান বদলে ফেলায় শ্রীলঙ্কাকে এশিয়া কাপ ফাইনালে নামতে হচ্ছে ৩৩০০ কিলোমিটার দূরের নগরী দুবাইয়ে।
যদিও টুর্নামেন্টের আয়োজন স্বত্ব লঙ্কান বোর্ডের হাতেই আছে। সে হিসেবে নিজেদের স্বাগতিক ভেবেই আজ পাকিস্তানের বিপক্ষে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফয়সালায় ঝাঁপিয়ে পড়তে পারে। আসলে শ্রীলঙ্কা এখন নিজেদের যা ইচ্ছে, তা-ই ভাবতে পারে। কুশল মেন্ডিস, পাথুম নিসানকা, ভানুকা রাজাপক্ষেরা তাঁদের পারফরম্যান্স দিয়েই দলকে নিয়ে গর্ব করার উপলক্ষ এনে দিয়েছেন।
টুর্নামেন্ট শুরুর আগে শ্রীলঙ্কাকে ‘আন্ডারডগ’ বলে আসছিলেন ক্রিকেটবোদ্ধারা। ভাবনার পরিধি আরও বিস্তৃত হয় উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের কাছে ৮ উইকেটে উড়ে যাওয়ায়। তখন কেউ কি ঘুণাক্ষরেও ভেবেছিলেন এই দলটাই পরে টানা চার ম্যাচে টুর্নামেন্টের অন্য চার প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেবে?
হার্ড হিটার ভানুকা তাঁর শটগুলোর মতো কঠিন স্বরেই বলেছিলেন, ‘আমরা আর আন্ডারডগ নই। যেকোনো দলকে হারিয়ে দিতে পারি।’
পেছনে ফিরে তাকালে মনে হবে, এটা এশিয়া কাপের অন্যতম সেরা আসর।
আগের রাতে ম্যাচ খেলে ক্লান্ত হয়ে পড়ায় গতকাল ঐচ্ছিক অনুশীলনে নামার প্রয়োজন মনে করেনি শ্রীলঙ্কা। শিরোপা মাঝে রেখে হয়নি ফটোসেশন। তবে নিজেদের লক্ষ্যের কথাটা ঠিকই জানিয়ে দিয়েছেন দাসুন শানাকা। লঙ্কান অধিনায়ক বলেছেন, ‘পেছনে ফিরে তাকালে মনে হবে, এটা এশিয়া কাপের অন্যতম সেরা আসর। প্রায় প্রতিটি ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। পাকিস্তান খুব ভালো দল। ওদের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচের অপেক্ষা করছি। আমরা সেরাটা দিয়েই এত দূর এসেছি। এখন আমাদের চোখ শুধু ফাইনালে (শিরোপায়)।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে