Ajker Patrika

দুর্ঘটনায় নিহত বান্ধবীকে রেখে পালাল বন্ধুরা, পরে আটক

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২০ জুলাই ২০২২, ১৩: ২০
দুর্ঘটনায় নিহত বান্ধবীকে রেখে পালাল বন্ধুরা, পরে আটক

মদ্যপ অবস্থায় মধ্যরাতে এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতিতে মোটরসাইকেল ভ্রমণ, পথিমধ্যে দুর্ঘটনা। এতে আহত হয় তিন যুবক ও এক তরুণী। আর ঘটনাস্থলেই নিহত হন অপর এক মেয়ে। নিহত ও আহত তরুণীকে সড়কে রেখে পালান তিন বন্ধু।

পরে মাওয়া টোল প্লাজা হয়ে সেতু পারি দেওয়ার চেষ্টাকালে তাঁদের আটক করে পুলিশ। প্রথমে তাঁরা দুর্ঘটনার বিষয়টি পুলিশের কাছে আড়াল করেন। তাঁদের নেওয়া হয় স্বাস্থ্য কমপ্লেক্সে। এর মধ্যেই দুর্ঘটনায় আহত তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে হাইওয়ে পুলিশ। সেখানে পালিয়ে আসা বন্ধুকে চিনতে পারেন আহত বান্ধবী।

গত সোমবার দিবাগত রাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে নামে পরিচিত বঙ্গবন্ধু মহাসড়কের মুন্সিগঞ্জের শ্রীনগরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দিবাগত রাত ২টার দিকে উপজেলার উমপাড়া এলাকায় সড়ক ব্যারিকেডে ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এতে নিহত হন বৃষ্টি (২৭) নামের এক তরুণী। আহত হন জান্নাতুল ফেরদৌস, এস এম আহসান রবি, মোশারফ হোসেন ও সুমন। আরেক মোটরসাইকেলে থাকা তাঁদের অপর দুই বন্ধু। নিহত নারীর বাড়ি ঢাকার বাড্ডায়।

হাসাড়া হাইওয়ে থানার এসআই জহিরুল জানান, মধ্যরাতে ফায়ার সার্ভিসের সহযোগিতায় এক্সপ্রেসওয়ে থেকে একজন নিহত ও অপর এক আহত নারীকে উদ্ধার করা হয়। আহত নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এর মধ্যে আটক হওয়া তিন যুবককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁদের মধ্যে একজনের হাত-পায়ে কাটাছেঁড়া ছিল। আহত নারী তাঁকে দেখে চিনে ফেলেন। নিহত নারীর মরদেহ হাসাড়া হাইওয়ে থানায় রয়েছে। এ ঘটনায় আহসান নামের ওই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহিয়া জানান, হাসপাতালে নিয়ে আসা আহত নারীকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে নিয়ে আসা তিন যুবকই মদ্যপ অবস্থায় ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত