Ajker Patrika

কাপাসিয়ার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স: আড়াই কোটি টাকার ভবন পড়ে আছে ৯ বছর ধরে

আনিসুল ইসলাম, কাপাসিয়া (গাজীপুর)
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১৪: ২৭
কাপাসিয়ার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স: আড়াই কোটি টাকার ভবন পড়ে আছে ৯ বছর ধরে

আড়াই কোটি টাকা ব্যয়ে গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। তবে এখানে বীর মুক্তিযোদ্ধাদের বসার কোনো ব্যবস্থা নেই। ৯ বছর আগে নির্মাণ করা এই ভবন ঠিকাদারি প্রতিষ্ঠান বুঝিয়েও দিয়েছে। তবে এখনো হয়নি উদ্বোধন। 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কাপাসিয়া উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৬ মে কমপ্লেক্সটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাজীপুর-৪ আসনের তৎকালীন সংসদ সদস্য সিমিন হোসেন রিমি। এর নির্মাণকাজ শেষ হয় ২০১৫ সালের ২৭ জানুয়ারি। ২ কোটি ৫৯ লাখ ৪৯ হাজার টাকা ব্যয়ে কমপ্লেক্সটি নির্মাণকাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হ্যাভেন এন্টারপ্রাইজ। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটির কোনো সুফল এখন পর্যন্ত পাননি বীর মুক্তিযোদ্ধারা।

কাপাসিয়া উপজেলার এলজিইডি প্রকৌশলী মাঈন উদ্দিন বলেন, তিনতলা ভবনের প্রতিটি ফ্লোর ২ হাজার ২০৬ বর্গফুট। প্রথম ও দ্বিতীয় তলায় রয়েছে দোকান। প্রতিটি তলায় রয়েছে পাঁচটি দোকান। তৃতীয় তলায় রয়েছে বীর মুক্তিযোদ্ধাদের জন্য কনফারেন্স হল ও অফিস কক্ষ। অনুষ্ঠান আয়োজনের জন্য ছাদে রয়েছে মুক্তমঞ্চ। 

কাপাসিয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম এ গনি বলেন, ‘উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি নির্মাণ করার পর এখনো মুক্তিযোদ্ধাদের বসার কোনো জায়গা হয়নি। কোনো মুক্তিযোদ্ধাকে বরাদ্দও দেওয়া হয়নি। অযত্নে-অবহেলায় পড়ে আছে। আজ পর্যন্ত কমপ্লেক্সটি উদ্বোধনও হয়নি।’ 

সম্প্রতি এই ভবনে গিয়ে দেখা যায়, কমপ্লেক্সটির ঠিকানাতে গাজীপুর বানান ভুল করে লেখা হয়েছে ‘গাজিপুর’। পানি জমে ছাদে শেওলা পড়েছে। এতে ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই কমপ্লেক্স প্রসঙ্গে বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বজলুর রশীদ মোল্লা বলেন, ‘মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি নির্মিত হয়েছে অনেক বছর আগে। অদৃশ্য কোনো কারণে এখনো এটি উদ্বোধন করা হয়নি। ভবনটি উদ্বোধনের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বহুবার জানানো হয়েছে। কেউ কোনো পদক্ষেপও নেননি।’ 

কয়েকজন বীর মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলে জানা যায়, রাজনীতিক ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে কমপ্লেক্সটি উদ্বোধন করা সম্ভব হয়নি। তাঁরা বলছেন, ভবনটির দোকানগুলো যদি ভাড়া দেওয়া হতো, তা-ও প্রতিবছর অনেক টাকা আয় হতো। সেই টাকা দিয়ে অন্তত ভবনটির রক্ষণাবেক্ষণ করা যেত।

কাপাসিয়া উপজেলার ইউএনও মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, ভবনটির সংস্কার এবং তা থেকে কীভাবে আয় করা যায়, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত