Ajker Patrika

একই মঞ্চে আজীবন সম্মাননা পাচ্ছেন তাঁরা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯: ৩২
একই মঞ্চে আজীবন সম্মাননা পাচ্ছেন তাঁরা

বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতির (বাবিসাস) ২২তম আসরে আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ডলি জহুর, নৃত্যশিল্পী মুনমুন আহমেদ ও চিত্রগ্রাহক চঞ্চল মাহমুদ। এ প্রসঙ্গে ডলি জহুর বলেন, ‘আজীবন সম্মাননা পাওয়াটা নিঃসন্দেহে অনেক আনন্দের। আমাকে এ সম্মাননা দেওয়ার জন্য বাবিসাস সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। অন্যান্য শাখায় আরও যাঁরা সম্মাননা পাবেন, তাঁদের প্রতি রইল আমার অগ্রিম অভিনন্দন।’ সর্বশেষ জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও আজীবন সম্মাননা পেয়েছেন ডলি জহুর।

মুনমুন আহমেদ বলেন, ‘আজীবন সম্মাননা পাওয়াটা অনেক বড় একটা বিষয়। আমাকে এই সম্মাননা দেওয়ার খবরটি পাওয়ার পর থেকেই ভীষণ ভালো লাগা কাজ করছে। জানি না, এ দেশের সংস্কৃতিতে আমার অবদান কতটুকু। সেই অবদানকে বিশেষ গুরুত্ব দিয়ে আমাকে যে সম্মাননা দেওয়া হচ্ছে, এটা আমার জন্য অনেক আনন্দের।’

চঞ্চল মাহমুদ বলেন, ‘ফটোগ্রাফিকে ভালোবেসে সারাটা জীবন পার করে দিয়েছি। এর আগে দেশের বিভিন্ন সংগঠন থেকে ফটোগ্রাফিতে নিজের সেরা কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পেয়েছি। দেশের বাইরে থেকেও পেয়েছি। তবে দেশের বড় কোনো পুরস্কার প্রদানের আসরে এবারই প্রথম আমার আজীবন সম্মাননা পেতে যাওয়া। খুব ভালো লাগছে এই প্রাপ্তিতে।’

আগামীকাল সন্ধ্যায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ মিলনায়তনে এই তিন গুণী ব্যক্তির হাতে সম্মাননা তুলে দেবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ডা. এনামুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বাবিসাসের সভাপতি আবুল হোসেন মজমুদার ও সাধারণ সম্পাদক মো. সামছুল হুদা। এ ছাড়া বিনোদন জগতের গত বছরের সেরা শিল্পীদের সম্মাননা দেওয়া হবে অনুষ্ঠানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত