ক্ষমা চাইতে রাজি নন বিটিএস লিডার

বিনোদন ডেস্ক
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৩: ৩৪
Thumbnail image

সম্প্রতি আমেরিকান গায়ক ফ্রাঙ্ক ওশানের ‘ব্যাড রিলিজন’ গানটি শেয়ার করে সমালোচনার মুখে পড়েছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড ‘বিটিএস’-এর লিডার কিম নাম-জুন, সংক্ষেপে যাঁকে ডাকা হয় আরএম বলে।

এ গানে ইসলাম ধর্মকে ছোট করা হয়েছে বলে দাবি অনেকের। গানটি শেয়ার করে আরএম নিজেও ইসলাম ধর্মের অবমাননা করেছেন বলে অভিযোগ করেছেন তাঁর অনেক ভক্ত। এমন কাণ্ডের জন্য আরএমকে ক্ষমা চাইতে বলেছেন নেটিজেনরা। তবে এ বিটিএস তারকা দাবি করেছেন, তিনি কোনো ভুল করেননি।

সব ধর্মের প্রতি তাঁর শ্রদ্ধা আছে। তাই সাফ জানিয়ে দিয়েছেন, ক্ষমা চাইবেন না তিনি। সম্প্রতি প্রকাশ করা এক ভিডিও বার্তায় আরএম বলেন, ‘আমি জানি ইনস্টাগ্রামে এখন কী চলছে। অনেকেই বলছে, আমি ধর্মকে অবমাননা করেছি। কিন্তু ব্যাপারটি মোটেও তেমন নয়।

কোনো ধর্মকে অপমান করার এতটুকু উদ্দেশ্য আমার ছিল না। আমি সব ধর্মকে শ্রদ্ধা করি। এটা শুধুই একটা গান। এ কারণে আমি ক্ষমা চাইব না।’

ভিডিও বার্তায় আরএম আরও বলেন, ‘আমার এখন ৩০ বছর বয়স চলছে। আমার নিজস্ব চিন্তাভাবনা আছে। সত্য বলতে আমার কোনো ভয় নেই। যেটা বলেছি, সেটাই; আমার কথা বিশ্বাস করো। শুধু অনুমান কিংবা ধারণার ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্তে পৌঁছে যেও না। এখনো হয়তো অনেকে বলবে, আমি মিথ্যা বলছি। কিন্তু তা নয়, আমি আমার সত্যটা বলছি। আমি জানি, সব মানুষকে মানিয়ে নেওয়া আমার পক্ষে সম্ভব না।’

ফ্রাঙ্ক ওশানের প্রথম স্টুডিও অ্যালবাম চ্যানেল অরেঞ্জ-এ ছিল ‘ব্যাড রিলিজন’। গানটির কথায় ‘আল্লাহ আকবর’ শব্দটি ব্যবহার করা হয়েছে। ২০১২ সালে প্রকাশের পর থেকেই বিভিন্ন সময়ে ধর্মীয় অবমাননার অভিযোগ উঠেছে এ গানের বিরুদ্ধে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত