নতুন সড়ক কাটতে ওয়াসার কর্মীদের বাধা জনতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১১: ২৬
Thumbnail image

কার্পেটিংয়ের এক সপ্তাহ পার না হতেই সড়ক কাটতে গিয়ে বাধার মুখে পড়েছে চট্টগ্রাম ওয়াসা। গত সোমবার রাতে চট্টগ্রাম নগরের ডিসি রোডের সংযোগস্থল চন্দনপুরা ইউসুফ আলী মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের বাধার মুখে একপর্যায়ে কাজ না করেই ফিরে যান ওয়াসার কর্মীরা।

এ সম্পর্কে স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে ওয়াসা সড়কটি কাটতে এলে স্থানীয়রা আমাকে জানায়। পরে আমি গিয়ে তাদের কাছে সিটি করপোরেশন থেকে রাস্তা কাটার অনুমতি নেওয়া হয়েছে কিনা জানতে চাই। তাঁরা আমাকে কোনো কাগজপত্র দেখাতে পারেনি। পরে আমরা নিষেধ করলে তাঁরা কাজ বন্ধ রেখে চলে যায়। এরপর যেটুকু কেটেছে সেটি আমরা ভরাট করে দিয়েছি।’

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, ওয়াসার নতুন পাইপলাইন বসানো প্রকল্পের কাজ চলমান থাকায় চন্দনপুরা গুল-এজার বেগম মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশ থেকে শুরু হওয়া সড়কটি দীর্ঘদিন বেহাল অবস্থায় ছিল। এতে চলাচলে দুর্ভোগ তৈরি হওয়ায় স্থানীয়রা সড়কটি মেরামতের দাবি তোলেন। তাঁদের দাবির মুখে স্থানীয় কাউন্সিলর সড়কটি কার্পেটিং করে দেওয়ার জন্য মেয়রকে অনুরোধ করলে গত সপ্তাহে করপোরেশনের প্রকৌশল বিভাগ সড়কটি কার্পেটিং করে দেয়। কিন্তু কার্পেটিংয়ের এক সপ্তাহ পার না হতেই সোমবার রাতে সড়কটি পুনরায় কাটতে যায় ওয়াসা।

এ সম্পর্কে জানতে চাইলে সড়কটির কার্পেটিংয়ের দায়িত্বে থাকা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম বলেন, ‘ওয়াসার সঙ্গে সমন্বয় করেই আমরা সড়কটি কার্পেটিং করেছি। তারা (ওয়াসা) আমাদের কাছ থেকে সময় নিয়ে দীর্ঘদিন ওই সড়কে কাটাকাটি করেছে। তারা সড়ক কেটে শতাধিক বাড়িতে নতুন পাইপলাইন সংযোগ দিয়েছে। কার্পেটিংয়ের আগে আমি তাঁদের ২০ দিন সময় দিয়েছিলাম। বাকি কাজ শেষ করার জন্য তারা এই সময় কোনো কাজ করেনি। গত সপ্তাহে কার্পেটিং করার পর রাতে এসে আবার সড়ক কাটতে চাইছে। তারা যদি সময় চাইত, প্রয়োজনে আমি আরও সময় দিতাম। কিন্তু কার্পেটিংয়ের পরপরই সড়ক কাটা অযৌক্তিক।’

জানতে চাইলে ওয়াসার সহকারী প্রকৌশলী আব্দুর রহমান বলেন, ‘সিটি করপোরেশন আমাদের নতুন রোডগুলো বাদ দিয়ে পুরোনোগুলোতে কাজ করতে বলেছে। কিন্তু আমরা যদি একই সময়ে কাজগুলো শেষ করতে না পারি তাহলে পুরোনো লাইনগুলো বন্ধ করতে পারব না। কারণ আমাদের এই কাজের উদ্দেশ্য পুরোনো লাইন বন্ধ করে দেওয়া। সে জন্য আমরা তাঁদের সঙ্গে সমঝোতা করে কাজটা শেষ করতে চেয়েছিলাম। কিন্তু সিটি করপোরেশন যেহেতু অনুমতি দিচ্ছে না, তাহলে আমরা এখন আপাতত ওই সড়কে কাজ করব না। পরবর্তী সময়ে তাঁদের সঙ্গে আলোচনা করে তারা অনুমতি দিলে আমরা কাজ করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত