শ্বশুরবাড়ি যাওয়া হলো না রানুর

আজকের পত্রিকা ডেস্ক
Thumbnail image

কয়েক দিন আগে বিয়ে করেন সুমাইয়া সুলতানা রানু (২০)। কথা ছিল রোজার পর অনুষ্ঠানের আয়োজন করা হবে। এর মধ্যেই ট্রাকচাপায় প্রাণ গেছে তাঁর। গত বুধবার রাতে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা-একতাবাজার সড়কের কাটাফাঁড়ি সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রানু চকরিয়া পৌরসভার মৌলভীরকূম এলাকার বদি আলমের মেয়ে। তিনি গতকাল বিকেলে স্বামী ফরহাদ হোসেনের সঙ্গে মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। রাতে ফেরার পথে ট্রাকচাপায় তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। গুরুতর আহত ফরহাদ হাসপাতালে চিকিৎসাধীন। ফরহাদের ভগ্নিপতি আলাউদ্দিন আলো এসব তথ্য জানিয়েছেন।

এ ছাড়া দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় আরও ৯ জন নিহত হয়েছেন। বুধবার রাতে ও গতকাল বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো সংবাদ:

বগুড়া: শিবগঞ্জে বাসের ধাক্কায় শ্যালো ইঞ্জিনচালিত স্থানীয় যান ভটভটি আরোহী দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল দুপুরে বগুড়া-রংপুর মহাসড়কের চণ্ডীহারা অমরাপুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন মোকামতলা ইউনিয়নের চকপাড়ার আবুল কাশেম (৬৫) ও জাহিদুল ইসলাম (৫৬)।

নওগাঁ: মান্দায় ট্রাকচাপায় মোটরসাইকেলের এক আরোহী প্রাণ হারিয়েছেন। গতকাল দুপুরে প্রসাদপুর-জোতবাজার আঞ্চলিক সড়কের মীরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল রানা (২০) কশব ইউনিয়নের তালপাতিলা গ্রামের মোতাহার হোসেন দেওয়ানের ছেলে।

সিরাজগঞ্জ: তাড়াশে ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক শরিফুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার দিয়ারকান্দি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। গতকাল ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা এলাকায় তিনি দুর্ঘটনার শিকার হন।

নাটোর: বড়াইগ্রামে চাকা বিকল হয়ে সড়কে থেমে যাওয়া ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় চালকের সহকারী নিহত হয়েছেন। গতকাল সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রান তেলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ আলী (২৭) কুমিল্লার চান্দিনা উপজেলার গনিপুর গ্রামের জসীম উদ্দিনের ছেলে।

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। গতকাল সকালে পরীক্ষা দিতে যাওয়ার সময় ঢাকা-আরিচা মহাসড়কের জাগির এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাউসার হোসেন (১৬) সাটুরিয়া উপজেলার জান্না এলাকার আব্দুর রহমানের ছেলে ও মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। দুর্ঘটনার পর তার সহপাঠীরা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন।

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে শ্যালো ইঞ্জিনচালিত নসিমন উল্টে সড়কের পাশে পড়ে আবদুল্লাহ (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। গতকাল বিকেলে ঢাকা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের বগাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবদুল্লাহ খাসেরকান্দী গ্রামের নুরু মিয়ার ছেলে। সে একই গ্রামের গরু ব্যবসায়ী জয়নাল হোসেনের হয়ে কাজ করত। নসিমনটিতে গরু ছিল এবং দুর্ঘটনায় একটি গরু মারা গেছে।

চট্টগ্রাম: সীতাকুণ্ডে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বার আউলিয়া ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ইয়াসিন আলী মুন্না (২২) কুমিরা ইউনিয়নের নিউ রাজাপুরের মোহাম্মদ আলীর ছেলে।

নীলফামারী: কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় চিনি বালা (৭০) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় পুটিমারী ইউনিয়নের শ্মশান বাজারে এ ঘটনা ঘটে। চিনি বালা বকশীপাড়া গ্রামের মৃত মহেশ চন্দ্র রায়ের স্ত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত