ইত্যাদিতে সাবিনা ইয়াসমীনের সঙ্গে নারী ফুটবল ও ক্রিকেট দল

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

প্রতি ঈদে বিশেষ ‘ইত্যাদি’ নিয়ে হাজির হন হানিফ সংকেত। এবার ঈদেও প্রচারিত হবে বিশেষ ইত্যাদি। জনপ্রিয় এ ম্যাগাজিন অনুষ্ঠানের আকর্ষণীয় বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে দেশাত্মবোধক গান। এবারের ঈদ ইত্যাদির দেশের গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমীন। ‘পতাকার লাল সূর্যটা মাগো, প্রতিটি হৃদয়ে জ্বেলে দাও’ এমন কথায় গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর ও সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ।

এ গানের চিত্রায়নে সাবিনা ইয়াসমীনের সঙ্গে অংশ নিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দল ও বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই নারী ক্রীড়াবিদদের অনেকেই মফস্বল ও প্রান্তিক জনগোষ্ঠী থেকে এসে কঠোর লড়াই-সংগ্রাম করে নিজেদের অবস্থান তৈরি করেছেন। সামাজিক ও পারিপার্শ্বিক বৈরিতাসহ নানা প্রতিকূলতাকে জয় করে দেশের জন্য বয়ে এনেছেন সম্মান।

ইত্যাদির প্রযোজনা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, খেলোয়াড়দের সবাই আন্তরিকতার সঙ্গে গানটির ধারণকাজে সহযোগিতা করেছেন। মিরপুর ইনডোর স্টেডিয়ামে কয়েক হাজার দর্শকের স্বতঃস্ফূর্ত করতালির মধ্য দিয়ে গানটি ধারণ করা হয়। খেলোয়াড়দের দেখে পুরো স্টেডিয়াম ‘বাংলাদেশ বাংলাদেশ’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে।

গানটির চিত্রায়নে শিল্পী ও খেলোয়াড়দের সঙ্গে কোরিওগ্রাফিতে অংশ নিয়েছেন শতাধিক নৃত্যশিল্পী। কোরিওগ্রাফি করেছেন মনিরুল ইসলাম মুকুল। হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত গানটির চিত্রায়ন, কথা ও সুরের ভিন্নতা, শিল্পী সাবিনা ইয়াসমীনের কণ্ঠের মাধুর্য, নারী খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ—সব মিলিয়ে এবারের ঈদ ইত্যাদিতে গানটি ভিন্ন আবহ সৃষ্টি করেছে।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পনসর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি প্রচারিত হবে ঈদের পরদিন একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের ঈদ অনুষ্ঠানমালায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত