কিশোরগঞ্জ প্রতিনিধি
রাষ্ট্রপতি আবদুল হামিদ সাত দিনের কিশোরগঞ্জ সফর শেষে গতকাল বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনের উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করেছেন।
সফরের শেষ দিন গতকাল রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁর দীর্ঘদিনের আইন পেশার কর্মস্থল কিশোরগঞ্জের পুরোনো জজকোর্টসহ বর্তমান জজকোর্ট পরিদর্শন করেন। ঘুরে দেখেন চিরচেনা এ প্রতিষ্ঠান এবং নবনির্মিত স্থাপনা।
এর আগে গত বুধবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে তিনি শহরের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য লোকজনদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।
মতবিনিময় সভায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘জনগণ যাঁকে পছন্দ করবে, তিনিই জনপ্রতিনিধি হবেন, বাহাদুরি দেখিয়ে জনপ্রতিনিধি হওয়ার প্রয়োজন নেই। সরকারি কর্মকর্তা কিংবা জনপ্রতিনিধি যে-ই হোক, ক্ষমতার ব্যবহার করতে হবে সঠিক দায়িত্ব পালনে। ক্ষমতার যাতে অপব্যবহার না হয়, তা-ও নিশ্চিত করতে হবে।’
এ সময় ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে আবদুল হামিদ বলেন, ‘নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সে জন্য জনপ্রতিনিধি, প্রশাসনসহ সবাইকে কাজ করতে হবে।’
কিশোরগঞ্জ শহর নিয়ে কথা বলতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, ময়লা-আবর্জনা ফেলায় কিশোরগঞ্জের ঐতিহ্য নরসুন্দা নদী ঐতিহ্য হারাচ্ছে এবং পরিবেশ দূষিত হচ্ছে। নদী রক্ষার পাশাপাশি পরিবেশদূষণ রোধে সবাইকে সচেতন হতে হবে। কেউ যাতে পুকুর ভরাট করতে না পারে, সে বিষয়েও সজাগ থাকতে হবে।
এ ছাড়া কিশোরগঞ্জ শহরে অতিরিক্ত ইজিবাইক, অটোরিকশা ও রাস্তার পাশে যত্রতত্র স্থাপনা নির্মাণের ফলে যানজট প্রকট হচ্ছে মন্তব্য করে রাষ্ট্রপতি যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসন ও জনপ্রতিনিধিসহ সবাইকে নির্দেশ দেন।
এর আগে বিকেলে কিশোরগঞ্জে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
গত ১২ নভেম্ভর রাষ্ট্রপতি কিশোগঞ্জে আসেন। সফরে এসে ঘুরে বেড়ান নিজের এক সময়ের সংসদীয় এলাকা কিশোরগঞ্জ-০৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) এর বিভিন্ন এলাকা। সরেজমিন খোঁজ খবর নেন উন্নয়ন কর্মকাণ্ডের। অংশ নিয়েছেন বেশ কয়েকটি মতবিনিময় সভায়।
রাষ্ট্রপতি আবদুল হামিদ সাত দিনের কিশোরগঞ্জ সফর শেষে গতকাল বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনের উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করেছেন।
সফরের শেষ দিন গতকাল রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁর দীর্ঘদিনের আইন পেশার কর্মস্থল কিশোরগঞ্জের পুরোনো জজকোর্টসহ বর্তমান জজকোর্ট পরিদর্শন করেন। ঘুরে দেখেন চিরচেনা এ প্রতিষ্ঠান এবং নবনির্মিত স্থাপনা।
এর আগে গত বুধবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে তিনি শহরের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য লোকজনদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।
মতবিনিময় সভায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘জনগণ যাঁকে পছন্দ করবে, তিনিই জনপ্রতিনিধি হবেন, বাহাদুরি দেখিয়ে জনপ্রতিনিধি হওয়ার প্রয়োজন নেই। সরকারি কর্মকর্তা কিংবা জনপ্রতিনিধি যে-ই হোক, ক্ষমতার ব্যবহার করতে হবে সঠিক দায়িত্ব পালনে। ক্ষমতার যাতে অপব্যবহার না হয়, তা-ও নিশ্চিত করতে হবে।’
এ সময় ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে আবদুল হামিদ বলেন, ‘নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সে জন্য জনপ্রতিনিধি, প্রশাসনসহ সবাইকে কাজ করতে হবে।’
কিশোরগঞ্জ শহর নিয়ে কথা বলতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, ময়লা-আবর্জনা ফেলায় কিশোরগঞ্জের ঐতিহ্য নরসুন্দা নদী ঐতিহ্য হারাচ্ছে এবং পরিবেশ দূষিত হচ্ছে। নদী রক্ষার পাশাপাশি পরিবেশদূষণ রোধে সবাইকে সচেতন হতে হবে। কেউ যাতে পুকুর ভরাট করতে না পারে, সে বিষয়েও সজাগ থাকতে হবে।
এ ছাড়া কিশোরগঞ্জ শহরে অতিরিক্ত ইজিবাইক, অটোরিকশা ও রাস্তার পাশে যত্রতত্র স্থাপনা নির্মাণের ফলে যানজট প্রকট হচ্ছে মন্তব্য করে রাষ্ট্রপতি যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসন ও জনপ্রতিনিধিসহ সবাইকে নির্দেশ দেন।
এর আগে বিকেলে কিশোরগঞ্জে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
গত ১২ নভেম্ভর রাষ্ট্রপতি কিশোগঞ্জে আসেন। সফরে এসে ঘুরে বেড়ান নিজের এক সময়ের সংসদীয় এলাকা কিশোরগঞ্জ-০৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) এর বিভিন্ন এলাকা। সরেজমিন খোঁজ খবর নেন উন্নয়ন কর্মকাণ্ডের। অংশ নিয়েছেন বেশ কয়েকটি মতবিনিময় সভায়।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে