অলকানন্দা রায়, ঢাকা
‘ফটোজেনিক’ শব্দটির অর্থগতভাবে নয়; বরং ভাবগত অর্থে বিষয়টি বুঝতে হয়। প্রত্যেক মানুষ সুন্দর; সুন্দর তার হাসি, নাক, মুখ, চোখ, চিবুক। তবুও এই সৌন্দর্যকে ছবিতে আরও একটু টিপটপ করে পাওয়ার বাসনা প্রায় সবারই। এই বাসনা থেকেই উদ্বুদ্ধ হয়েছে ফটোজেনিক ফেস শব্দটির।
নুজহাত খান দিশা বলেন, ‘ফটোজেনিক বিষয়টি নিয়ে কথা বলতে হলে প্রথমে ভাবতে হবে কেমন ছবি চাই, কী কারণে চাই বা থিমটা কী, লাইটিং, ব্যাকগ্রাউন্ড কী। এসব বিষয় মিলেই আসলে একটি ছবি কতটা সুন্দর হবে এবং ছবিটা সুন্দর করার জন্য সাজ বা অন্য কী লাগবে, সেটা নির্বাচন করা সম্ভব।’
যে মেকআপ এড়িয়ে চলবেন
মডেলিংয়ের জন্য ছবি তোলার ক্ষেত্রে মেকআপের সময় শিমার কম ব্যবহার করতে হবে। কারণ তাতে লাইট প্রতিফলিত হয় বেশি। এসব ফটোশুটে পাউডারবেজড মেকআপ এড়িয়ে চলাই ভালো। তার চেয়ে বরং ক্রিমবেজড মেকআপ ত্বকের সঙ্গে বসে গিয়ে ত্বকের সৌন্দর্য অনেকখানি ফুটিয়ে তুলতে সাহায্য করে। এ রকম মেকআপের মধ্যে আছে ক্রিম ফাউন্ডেশন, ক্রিম ব্লাশন ইত্যাদি। চোখে মাসকারা লাগালে খেয়াল রাখতে হবে যেন তা চোখের পাপড়িতে জমে না থাকে, লিপস্টিক যেন ছড়িয়ে না পড়ে।
ছবি তোলায় সাধারণ মেকআপ
সাধারণত আমরা যেমন হালকা মেকআপ করে থাকি, বেশির ভাগ সময় ছবি তোলার ক্ষেত্রে তা-ই ঠিক আছে। এতে ফেসলাইন ভালো দেখায়। এখনকার ক্যামেরার প্রযুক্তি শক্তিশালী বলে এই হালকা মেকআপের প্রয়োজন আছে। না হলে মুখের লোমসহ বিভিন্ন দুর্বলতা ছবিতে স্পষ্ট দেখা যাবে। এর ফলে ছবি সুন্দর লাগবে না। তাই ছবি তোলার আগে যাঁদের মুখে লোম আছে, তাঁরা সেটা রিমুভ করে নিতে পারেন। যাঁদের পোরস আছে, তাঁরা পোরস মিনিমাইজিং ক্রিম ব্যবহার করতে পারেন। কেননা ছবির প্রধান প্রেক্ষাপট হচ্ছে একটি মুখ এবং সেই মুখের ত্বক।
‘ফটোজেনিক’ শব্দটির অর্থগতভাবে নয়; বরং ভাবগত অর্থে বিষয়টি বুঝতে হয়। প্রত্যেক মানুষ সুন্দর; সুন্দর তার হাসি, নাক, মুখ, চোখ, চিবুক। তবুও এই সৌন্দর্যকে ছবিতে আরও একটু টিপটপ করে পাওয়ার বাসনা প্রায় সবারই। এই বাসনা থেকেই উদ্বুদ্ধ হয়েছে ফটোজেনিক ফেস শব্দটির।
নুজহাত খান দিশা বলেন, ‘ফটোজেনিক বিষয়টি নিয়ে কথা বলতে হলে প্রথমে ভাবতে হবে কেমন ছবি চাই, কী কারণে চাই বা থিমটা কী, লাইটিং, ব্যাকগ্রাউন্ড কী। এসব বিষয় মিলেই আসলে একটি ছবি কতটা সুন্দর হবে এবং ছবিটা সুন্দর করার জন্য সাজ বা অন্য কী লাগবে, সেটা নির্বাচন করা সম্ভব।’
যে মেকআপ এড়িয়ে চলবেন
মডেলিংয়ের জন্য ছবি তোলার ক্ষেত্রে মেকআপের সময় শিমার কম ব্যবহার করতে হবে। কারণ তাতে লাইট প্রতিফলিত হয় বেশি। এসব ফটোশুটে পাউডারবেজড মেকআপ এড়িয়ে চলাই ভালো। তার চেয়ে বরং ক্রিমবেজড মেকআপ ত্বকের সঙ্গে বসে গিয়ে ত্বকের সৌন্দর্য অনেকখানি ফুটিয়ে তুলতে সাহায্য করে। এ রকম মেকআপের মধ্যে আছে ক্রিম ফাউন্ডেশন, ক্রিম ব্লাশন ইত্যাদি। চোখে মাসকারা লাগালে খেয়াল রাখতে হবে যেন তা চোখের পাপড়িতে জমে না থাকে, লিপস্টিক যেন ছড়িয়ে না পড়ে।
ছবি তোলায় সাধারণ মেকআপ
সাধারণত আমরা যেমন হালকা মেকআপ করে থাকি, বেশির ভাগ সময় ছবি তোলার ক্ষেত্রে তা-ই ঠিক আছে। এতে ফেসলাইন ভালো দেখায়। এখনকার ক্যামেরার প্রযুক্তি শক্তিশালী বলে এই হালকা মেকআপের প্রয়োজন আছে। না হলে মুখের লোমসহ বিভিন্ন দুর্বলতা ছবিতে স্পষ্ট দেখা যাবে। এর ফলে ছবি সুন্দর লাগবে না। তাই ছবি তোলার আগে যাঁদের মুখে লোম আছে, তাঁরা সেটা রিমুভ করে নিতে পারেন। যাঁদের পোরস আছে, তাঁরা পোরস মিনিমাইজিং ক্রিম ব্যবহার করতে পারেন। কেননা ছবির প্রধান প্রেক্ষাপট হচ্ছে একটি মুখ এবং সেই মুখের ত্বক।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে