আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম
যেকোনো বিমানবন্দরের রানওয়ে বা আশপাশে পাখিদের আনাগোনা খুবই বিপজ্জনক। ঘটতে পারে দুর্ঘটনা। কিন্তু চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সেই বিপত্তি ডেকে আনার আয়োজন চলছে।
বিমানবন্দরের রানওয়ের পাশে তৈরি করা হচ্ছে কৃত্রিম জলাশয়। সেই জলাশয়ে চাষ করা হবে মাছ। পানিতে মাছ থাকলে স্বাভাবিকভাবে সেখানে পাখির আনাগোনা শুরু হবে। এতে বিমান ওঠা-নামায় ব্যাঘাত ঘটতে পারে।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসনিম আহমেদের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, বিমানবন্দরের রানওয়ে এলাকায় জলাশয় বানিয়ে মাছ চাষের কোনো সুযোগ নেই। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জানা যায়, বার্ড হিট অথবা পাখির আঘাত আকাশপথে পাইলটদের কাছে চরম আতঙ্কের বিষয়। এই পাখির আঘাতে অনেক সময় উড়োজাহাজের জরুরি অবতরণ করতে হয়। বড় দুর্ঘটনার ঘটনাও ঘটেছে অতীতে। সে জন্য নিরাপদ আকাশপথের জন্য পাখিমুক্ত আকাশের কথা বলা হয়। সেখানে কোথায় পাখি তাড়ানোর উদ্যোগ নেওয়া হবে, উল্টো জলাশয় স্থাপন করে বিমানবন্দর এলাকায় পাখিদের আমন্ত্রণ জানানো হচ্ছে।
চট্টগ্রাম বিমানবন্দর সূত্র জানায়, বিমানবন্দরের আবাসিক এলাকায় বিজিবি ও নেভাল হ্যাংগারের উত্তর পাশের দেয়াল থেকে ভিওআরের (ভয়েস ওভার রেটিং) আনসার পোস্টের পাশের রোড পর্যন্ত প্রায় তিন একর জায়গাজুড়ে এই কৃত্রিম জলাশয় স্থাপনের কাজ শেষ দিকে। এক্সকাভেটর দিয়ে সেখানে কদিন ধরে মাটি কাটার কাজ চলছে। বিমানবন্দরের প্রশাসন শাখার অফিস সহায়ক শাহ আলম ৩০ হাজার টাকায় তিন বছরের জন্য রানওয়ের পতিত জমি ইজারা নেন। সেই জমি আবার বহিরাগত পেয়ার আহম্মদ নামের একজনকে সাব-ইজারা দিয়েছেন তিনি। তিনি মাটি কেটে জলাশয় তৈরির কাজ করছেন।
জানতে চাইলে পেয়ার আহম্মদ আজকের পত্রিকাকে বলেন, বিমানবন্দরের কর্মী শাহ আলমের কাছ থেকে মাছ চাষের জন্য জায়গাটি ভাড়া নিয়েছেন। মাছ চাষের জন্য জলাশয় তৈরি করতে মাটি কাটা হচ্ছে। বিমানবন্দর থেকে জমি ইজারা পাওয়া শাহ আলমকে ফোন করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসনিম আহমেদ বলেন, বিমানবন্দরের জায়গা রক্ষণাবেক্ষণের জন্য কর্মচারীদের মধ্যে ইজারা দেওয়া হয়। কিন্তু রানওয়ে এলাকায় জলাশয় বানিয়ে মাছ চাষের কোনো সুযোগ নেই। বিমানবন্দরের মধ্যে অনুমতি ছাড়া এক্সকাভেটর ঢোকারও সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
যেকোনো বিমানবন্দরের রানওয়ে বা আশপাশে পাখিদের আনাগোনা খুবই বিপজ্জনক। ঘটতে পারে দুর্ঘটনা। কিন্তু চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সেই বিপত্তি ডেকে আনার আয়োজন চলছে।
বিমানবন্দরের রানওয়ের পাশে তৈরি করা হচ্ছে কৃত্রিম জলাশয়। সেই জলাশয়ে চাষ করা হবে মাছ। পানিতে মাছ থাকলে স্বাভাবিকভাবে সেখানে পাখির আনাগোনা শুরু হবে। এতে বিমান ওঠা-নামায় ব্যাঘাত ঘটতে পারে।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসনিম আহমেদের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, বিমানবন্দরের রানওয়ে এলাকায় জলাশয় বানিয়ে মাছ চাষের কোনো সুযোগ নেই। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জানা যায়, বার্ড হিট অথবা পাখির আঘাত আকাশপথে পাইলটদের কাছে চরম আতঙ্কের বিষয়। এই পাখির আঘাতে অনেক সময় উড়োজাহাজের জরুরি অবতরণ করতে হয়। বড় দুর্ঘটনার ঘটনাও ঘটেছে অতীতে। সে জন্য নিরাপদ আকাশপথের জন্য পাখিমুক্ত আকাশের কথা বলা হয়। সেখানে কোথায় পাখি তাড়ানোর উদ্যোগ নেওয়া হবে, উল্টো জলাশয় স্থাপন করে বিমানবন্দর এলাকায় পাখিদের আমন্ত্রণ জানানো হচ্ছে।
চট্টগ্রাম বিমানবন্দর সূত্র জানায়, বিমানবন্দরের আবাসিক এলাকায় বিজিবি ও নেভাল হ্যাংগারের উত্তর পাশের দেয়াল থেকে ভিওআরের (ভয়েস ওভার রেটিং) আনসার পোস্টের পাশের রোড পর্যন্ত প্রায় তিন একর জায়গাজুড়ে এই কৃত্রিম জলাশয় স্থাপনের কাজ শেষ দিকে। এক্সকাভেটর দিয়ে সেখানে কদিন ধরে মাটি কাটার কাজ চলছে। বিমানবন্দরের প্রশাসন শাখার অফিস সহায়ক শাহ আলম ৩০ হাজার টাকায় তিন বছরের জন্য রানওয়ের পতিত জমি ইজারা নেন। সেই জমি আবার বহিরাগত পেয়ার আহম্মদ নামের একজনকে সাব-ইজারা দিয়েছেন তিনি। তিনি মাটি কেটে জলাশয় তৈরির কাজ করছেন।
জানতে চাইলে পেয়ার আহম্মদ আজকের পত্রিকাকে বলেন, বিমানবন্দরের কর্মী শাহ আলমের কাছ থেকে মাছ চাষের জন্য জায়গাটি ভাড়া নিয়েছেন। মাছ চাষের জন্য জলাশয় তৈরি করতে মাটি কাটা হচ্ছে। বিমানবন্দর থেকে জমি ইজারা পাওয়া শাহ আলমকে ফোন করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসনিম আহমেদ বলেন, বিমানবন্দরের জায়গা রক্ষণাবেক্ষণের জন্য কর্মচারীদের মধ্যে ইজারা দেওয়া হয়। কিন্তু রানওয়ে এলাকায় জলাশয় বানিয়ে মাছ চাষের কোনো সুযোগ নেই। বিমানবন্দরের মধ্যে অনুমতি ছাড়া এক্সকাভেটর ঢোকারও সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে