Ajker Patrika

আবারও একসঙ্গে অপূর্ব-রুনা

বিনোদন ডেস্ক
আবারও একসঙ্গে অপূর্ব-রুনা

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও রুনা খান জুটি বেঁধে অভিনয় করেছিলেন কয়েকটি নাটকে। বেশ কয়েক বছর বিরতির পর তাঁরা দুজন আবারও একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘আউটসাইডার’। লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, নির্দেশনায় রুবেল হাসান। রুবেলের নির্দেশনায় এবার ঈদে প্রচারিত ‘প্রিয় পরিবার’ নাটকে অভিনয় করেছেন অপূর্ব। নাটকটি দর্শকপ্রিয় হয়েছে। ‘আউটসাইডার’ নাটকের গল্প একটি পরিবারকে নিয়ে। স্বামী-স্ত্রীর বিচ্ছেদের পর সন্তানকে ঘিরে নানান ধরনের সমস্যার মুখোমুখি হন অপূর্ব ও রুনা। তাঁদের মেয়ের চরিত্রে অভিনয় করেছে মুনতাহা। আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন তটিনী। আউটসাইডার প্রচার হবে চ্যানেল আইতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত