ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
রাস্তার জন্য এককভাবে জায়গা ছেড়ে দিতে রাজি না হওয়ায় মাজেদা বেগম নামের এক নারীর পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। তাঁর বাড়ির সীমানা ঘেঁষে বাঁশের বেড়া দিয়ে প্রায় এক সপ্তাহ ধরে অবরুদ্ধ করে রাখা হয়েছে পরিবারটিকে। এ ঘটনা জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দাশড়া সরাইল গ্রামে ঘটেছে।
মাজেদা বেগম বলেন, পৈতৃক ও ক্রয় সূত্রে ৩৯ শতক জায়গার ওপর বাড়ি করে সন্তানদের নিয়ে তিনি বসবাস করছেন। গ্রামের প্রভাবশালী কয়েকজন প্রতিবেশী তাঁর জায়গার ওপর দিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা করেন। এতে বাধা দিলে সন্তানসহ তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ ছাড়া নানাভাবে হুমকি দেওয়া হয়। তারপরও জায়গা ছেড়ে না দেওয়ায় প্রভাবশালীরা তাঁর চলাচলের দীর্ঘদিনের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেন। প্রায় এক সপ্তাহ ধরে তাঁরা অবরুদ্ধ অবস্থায় আছেন। বিষয়টি সমাধানের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান ও প্রশাসনকে অবহিত করেছেন। অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ বিষয়টি দ্রুত সমাধানের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তবে গত সাত দিনেও কোনো সমাধান হয়নি।
মাজেদের মেয়ে দশম শ্রেণির ছাত্রী ইজতেমা ইয়াসমিন কান্নাজড়িত কণ্ঠে বলে, ‘আমাদের দাবি ছিল উভয় পক্ষের জায়গা দিয়ে রাস্তা নির্মাণ করা হোক। এই দাবি জানাতে গিয়ে প্রতিবেশীরা আমার মা ও আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং বাড়ির চার দিকে বাঁশের বেড়া দিয়ে আমাদের অবরুদ্ধ করে।’
ইউএনও ইসতিয়াক আহমেদ বলেন, বিষয়টি জানার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।
রাস্তার জন্য এককভাবে জায়গা ছেড়ে দিতে রাজি না হওয়ায় মাজেদা বেগম নামের এক নারীর পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। তাঁর বাড়ির সীমানা ঘেঁষে বাঁশের বেড়া দিয়ে প্রায় এক সপ্তাহ ধরে অবরুদ্ধ করে রাখা হয়েছে পরিবারটিকে। এ ঘটনা জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দাশড়া সরাইল গ্রামে ঘটেছে।
মাজেদা বেগম বলেন, পৈতৃক ও ক্রয় সূত্রে ৩৯ শতক জায়গার ওপর বাড়ি করে সন্তানদের নিয়ে তিনি বসবাস করছেন। গ্রামের প্রভাবশালী কয়েকজন প্রতিবেশী তাঁর জায়গার ওপর দিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা করেন। এতে বাধা দিলে সন্তানসহ তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ ছাড়া নানাভাবে হুমকি দেওয়া হয়। তারপরও জায়গা ছেড়ে না দেওয়ায় প্রভাবশালীরা তাঁর চলাচলের দীর্ঘদিনের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেন। প্রায় এক সপ্তাহ ধরে তাঁরা অবরুদ্ধ অবস্থায় আছেন। বিষয়টি সমাধানের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান ও প্রশাসনকে অবহিত করেছেন। অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ বিষয়টি দ্রুত সমাধানের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তবে গত সাত দিনেও কোনো সমাধান হয়নি।
মাজেদের মেয়ে দশম শ্রেণির ছাত্রী ইজতেমা ইয়াসমিন কান্নাজড়িত কণ্ঠে বলে, ‘আমাদের দাবি ছিল উভয় পক্ষের জায়গা দিয়ে রাস্তা নির্মাণ করা হোক। এই দাবি জানাতে গিয়ে প্রতিবেশীরা আমার মা ও আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং বাড়ির চার দিকে বাঁশের বেড়া দিয়ে আমাদের অবরুদ্ধ করে।’
ইউএনও ইসতিয়াক আহমেদ বলেন, বিষয়টি জানার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
২ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪