Ajker Patrika

নানা আয়োজনে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২৪ জুন ২০২২, ১৩: ০৭
নানা আয়োজনে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

নানা আয়োজনে সারা দেশের মতো ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। গতকাল উপজেলা পর্যায়ে পৃথকভাবে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা দিনটি উদ্‌যাপন করেন। প্রতিনিধিদের পাঠানো খবর—

সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গতকাল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। আলোচনা সভায় বক্তব্য দেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভূইঁয়া, যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ডা. আবু জাফর চৌধুরী বিরু প্রমুখ।

দোহার ও নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয় থেকে গতকাল একটি শোভাযাত্রা বের করা হয়। প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দলের নেতা–কর্মীরা। শোভাযাত্রায় অংশ নেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. সাফিল উদ্দিন মিয়া, মোহাম্মদ আরিফুর রহমান শিকদার, ইউপি চেয়ারম্যান আলিমুর রহমান খান পিয়ারা প্রমুখ।

অন্য দিকে দোহারে নেতা–কর্মীরা উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক নুরুল হক বেপারীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

গজারিয়া: গজারিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, আনন্দ শোভাযাত্রা ও কেক কাটা হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মহসিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন উপজেলার ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখি প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত