স্কুলে ঢুকে শিক্ষকদের লাঞ্ছিতের অভিযোগ

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২২, ০৬: ৪০
আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১২: ১৬

রাজশাহীর চারঘাটের একটি স্কুলে ঢুকে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শিক্ষকদের শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার তাতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এ নিয়ে গতকাল বিকেলে স্কুলটির চার শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত ওই ইউপি সদস্যের নাম সাহাবুল ইসলাম। তিনি শলুয়া ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।

অভিযোগপত্রে বলা হয়, গতকাল বিদ্যালয়ে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান চলছিল। এ সময় সেখানে যান ইউপি সদস্য সাহাবুল ইসলাম। তিনি অভিযোগ তোলেন, স্কুলে নির্মাণাধীন ভবনের কাজ হচ্ছে নিম্নমানের। প্রধান শিক্ষক তাঁকে বলেন, কাজ খারাপ হলে এ নিয়ে তিনি যেন উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলেন। তখন আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন ওই ইউপি সদস্য। শুরু করেন গালাগাল। বিদ্যালয়ের দপ্তরি তাঁকে গালাগাল করা থেকে বিরত থাকতে বললে ইউপি সদস্য তাঁকে মারধর শুরু করেন। এ সময় প্রধান শিক্ষক মোবাইলে এর ছবি তুলছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে ইউপি সদস্য ও তাঁর লোকজন প্রধান শিক্ষকসহ অন্যদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

প্রধান শিক্ষক রাহেলা বেগম বলেন, ইউপি সদস্য যখন দপ্তরিকে মারধর করছিলেন, তখন তিনি এর ছবি তোলেন এবং ভিডিও করেন। তিনি তাঁর কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে সেসব মুছে দেন এবং ক্ষুব্ধ হয়ে তাঁর গায়ে হাত তোলেন।

এ বিষয়ে জানতে ইউপি সদস্য সাহাবুল ইসলামের মোবাইল ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। তাই তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে ইউএনও বলেন, অভিযোগটি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে দিয়ে তদন্ত করানো হবে। এরপর প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত