জাহিদুর রহমান সোহাগ, দাকোপ (খুলনা)
খুলনা জেলার দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের ৩০০ একর কৃষিজমিতে পশুর নদের বালু ফেলার প্রক্রিয়া শুরু করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। কৃষকেরা বলছেন, এটি করলে নিঃস্ব হয়ে যাবেন তাঁরা। কারণ, বালু ফেলার পর এই জমিতে আর কোনো ফসল ফলবে না। তাঁদের একটাই কথা, জীবন দেব, কিন্তু তিন ফসলি কৃষিজমিতে বালু ভরাট করতে দেব না।
কৃষকদের সঙ্গে আলাপ করে জানা যায়, ২০২০ সালে মোংলা বন্দর কর্তৃপক্ষ ইনারবার প্রকল্পের আওতায় পশুর নদ খননের সিদ্ধান্ত নেয়। ড্রেজিং করা বালুমাটি ফেলার জন্য এক হাজার একর জমি হুকুমদখলের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে বাগেরহাট জেলার মোংলা উপজেলার চিলা ইউনিয়নের ৭০০ একর জমি সরকারিভাবে হুকুমদখলের মাধ্যমে বালুমাটি ভরাটের কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যে প্রায় ৪০০ একর জমিতে বালু ফেলাও সম্পন্ন হয়েছে।
এ ছাড়া খুলনা জেলার দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের ৩০০ একর উর্বর কৃষিজমিতে বালু ফেলার প্রক্রিয়া শুরু করে বন্দর কর্তৃপক্ষ। এ জন্য ওই জমি বন্দর কর্তৃপক্ষ তিনটি পোল্ডারে বিভক্ত করে। ওই কৃষিজমির আশপাশে রয়েছে বানিশান্তা, আমতলা, ভোজনখালী, ঢাংমারী ও খেজুরিয়া গ্রাম। এখানে ১০ থেকে ১২ হাজার লোকের বসবাস এবং অধিকাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ।
গত ফেব্রুয়ারি মাসে খুলনা জেলা প্রশাসন বানিশান্তা এলাকার ২৫০ জন কৃষিজমির মালিককে হুকুমদখলের নোটিশ দেওয়া শুরু হলে জমির মালিকেরা আপত্তি জানান। তাঁরা তাঁদের জমিতে বালুমাটি না ফেলার জন্য অনুরোধ জানিয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেন। তখন প্রশাসন অভিযোগ নিষ্পত্তির জন্য গণশুনানির আয়োজন করলেও সেখানে ক্ষতিগ্রস্ত কৃষকদের মতামত উপেক্ষা করে মোংলা বন্দরের অনুকূলে বানিশান্তা ইউনিয়নের ওই কৃষিজমি হুকুমদখলের সিদ্ধান্ত নেয়। এর পর থেকে হুকুমদখল বাতিল এবং কৃষিজমিতে পশুর নদের খননের মাটি বালু ফেলার বিরুদ্ধে আন্দোলন করে আসছেন এলাকার কৃষকেরা। তাঁদের সঙ্গে একমত পোষণ করে ১১টি পরিবেশবাদী সংগঠনও নানা কর্মসূচি পালন করছে।
বানিশান্তা এলাকার ষাটোর্ধ্ব অশোক রায় বলেন, ‘যতটুকু জানতে পেরেছি বন্দর কর্তৃপক্ষ ও প্রশাসন ছলনার আশ্রয় নিয়ে আমাদের তিন ফসলি কৃষিজমিকে অকৃষি, অনুর্বর, ডোবানালা, এসব জমিতে একটি মাত্র ফসল হয়—এসব কথা বলে সরকারকে ভুল তথ্য দিয়েছে এবং তা জনমত যাচাই ছাড়াই হুকুমদখল করে বালুমাটি ফেলানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু আসলে প্রস্তাবিত বানিশান্তা এলাকায় ৩০০ একর উর্বর তিন ফসলি কৃষিজমি। এই জমিতে আষাঢ় থেকে পৌষ মাস পর্যন্ত আমন ধান, পৌষ থেকে বৈশাখ পর্যন্ত প্রধান অর্থকরী ফসল তরমুজসহ অন্যান্য রবিশস্য চাষ করা হয়। এ ছাড়া বৈশাখ থেকে শ্রাবণ মাস পর্যন্ত কিছু জমিতে আউশ ধানের চাষ করা হয়। এখন এই জমিতে বালুমাটি ফেলা হলে আমরা এলাকার হাজারো প্রান্তিক কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হব। একই অভিমত ব্যক্ত করেন মনোজিত দেব, বিজন বিহারি মণ্ডল, পাপিয়া মিস্ত্রি, বৈশাখী রায়, বিভাষ মণ্ডল, গৌতম রায়, সমীর রায়, ধ্রুব বৈদ্য, খোকন শেখ, জামাল গাজী, সুশান্ত হালদারসহ আরও অনেকে।
বানিশান্তা কৃষিজমি রক্ষা কমিটির সভাপতি সত্যজিৎ গায়েন বলেন, ‘পশুর নদ খনন বন্ধ হোক আমরা সেটি চাই না। আমরা চাই তিন ফসলের কৃষিজমি নষ্ট না করে বিকল্প জায়গায় বালু ফেলা।’
বানিশান্তা ইউপির চেয়ারম্যান সুদেব কুমার রায় জানান, গত মাসে মাসিক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘোষণা দিয়েছিলেন যে সরকার বালু ফেলানো স্থগিত করেছে। এই খবর ছড়িয়ে পড়লে এলাকার কৃষকের মধ্য স্বস্তি ফিরে আসে। সম্প্রতি আবার বালু ফেলানোর তোড়জোড় শুরু করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। এতে কৃষকেরা আবার হতাশ হয়ে পড়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদি হাসান খান বলেন, ‘কৃষিজমি মাটি বালু দিয়ে ভরাট করলে জমিতে কোনো ফসল হবে না। এতে এলাকার কৃষকদের অনেক ক্ষতি হবে। আমার কাছে মতামত চেয়েছিল ওখানকার জমিতে কী কী ফসল হয়। আমি মত দিয়েছি ওই জমিতে ধান, তরমুজসহ নানা রকমের সবজি চাষ হয়।
খুলনা জেলার দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের ৩০০ একর কৃষিজমিতে পশুর নদের বালু ফেলার প্রক্রিয়া শুরু করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। কৃষকেরা বলছেন, এটি করলে নিঃস্ব হয়ে যাবেন তাঁরা। কারণ, বালু ফেলার পর এই জমিতে আর কোনো ফসল ফলবে না। তাঁদের একটাই কথা, জীবন দেব, কিন্তু তিন ফসলি কৃষিজমিতে বালু ভরাট করতে দেব না।
কৃষকদের সঙ্গে আলাপ করে জানা যায়, ২০২০ সালে মোংলা বন্দর কর্তৃপক্ষ ইনারবার প্রকল্পের আওতায় পশুর নদ খননের সিদ্ধান্ত নেয়। ড্রেজিং করা বালুমাটি ফেলার জন্য এক হাজার একর জমি হুকুমদখলের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে বাগেরহাট জেলার মোংলা উপজেলার চিলা ইউনিয়নের ৭০০ একর জমি সরকারিভাবে হুকুমদখলের মাধ্যমে বালুমাটি ভরাটের কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যে প্রায় ৪০০ একর জমিতে বালু ফেলাও সম্পন্ন হয়েছে।
এ ছাড়া খুলনা জেলার দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের ৩০০ একর উর্বর কৃষিজমিতে বালু ফেলার প্রক্রিয়া শুরু করে বন্দর কর্তৃপক্ষ। এ জন্য ওই জমি বন্দর কর্তৃপক্ষ তিনটি পোল্ডারে বিভক্ত করে। ওই কৃষিজমির আশপাশে রয়েছে বানিশান্তা, আমতলা, ভোজনখালী, ঢাংমারী ও খেজুরিয়া গ্রাম। এখানে ১০ থেকে ১২ হাজার লোকের বসবাস এবং অধিকাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ।
গত ফেব্রুয়ারি মাসে খুলনা জেলা প্রশাসন বানিশান্তা এলাকার ২৫০ জন কৃষিজমির মালিককে হুকুমদখলের নোটিশ দেওয়া শুরু হলে জমির মালিকেরা আপত্তি জানান। তাঁরা তাঁদের জমিতে বালুমাটি না ফেলার জন্য অনুরোধ জানিয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেন। তখন প্রশাসন অভিযোগ নিষ্পত্তির জন্য গণশুনানির আয়োজন করলেও সেখানে ক্ষতিগ্রস্ত কৃষকদের মতামত উপেক্ষা করে মোংলা বন্দরের অনুকূলে বানিশান্তা ইউনিয়নের ওই কৃষিজমি হুকুমদখলের সিদ্ধান্ত নেয়। এর পর থেকে হুকুমদখল বাতিল এবং কৃষিজমিতে পশুর নদের খননের মাটি বালু ফেলার বিরুদ্ধে আন্দোলন করে আসছেন এলাকার কৃষকেরা। তাঁদের সঙ্গে একমত পোষণ করে ১১টি পরিবেশবাদী সংগঠনও নানা কর্মসূচি পালন করছে।
বানিশান্তা এলাকার ষাটোর্ধ্ব অশোক রায় বলেন, ‘যতটুকু জানতে পেরেছি বন্দর কর্তৃপক্ষ ও প্রশাসন ছলনার আশ্রয় নিয়ে আমাদের তিন ফসলি কৃষিজমিকে অকৃষি, অনুর্বর, ডোবানালা, এসব জমিতে একটি মাত্র ফসল হয়—এসব কথা বলে সরকারকে ভুল তথ্য দিয়েছে এবং তা জনমত যাচাই ছাড়াই হুকুমদখল করে বালুমাটি ফেলানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু আসলে প্রস্তাবিত বানিশান্তা এলাকায় ৩০০ একর উর্বর তিন ফসলি কৃষিজমি। এই জমিতে আষাঢ় থেকে পৌষ মাস পর্যন্ত আমন ধান, পৌষ থেকে বৈশাখ পর্যন্ত প্রধান অর্থকরী ফসল তরমুজসহ অন্যান্য রবিশস্য চাষ করা হয়। এ ছাড়া বৈশাখ থেকে শ্রাবণ মাস পর্যন্ত কিছু জমিতে আউশ ধানের চাষ করা হয়। এখন এই জমিতে বালুমাটি ফেলা হলে আমরা এলাকার হাজারো প্রান্তিক কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হব। একই অভিমত ব্যক্ত করেন মনোজিত দেব, বিজন বিহারি মণ্ডল, পাপিয়া মিস্ত্রি, বৈশাখী রায়, বিভাষ মণ্ডল, গৌতম রায়, সমীর রায়, ধ্রুব বৈদ্য, খোকন শেখ, জামাল গাজী, সুশান্ত হালদারসহ আরও অনেকে।
বানিশান্তা কৃষিজমি রক্ষা কমিটির সভাপতি সত্যজিৎ গায়েন বলেন, ‘পশুর নদ খনন বন্ধ হোক আমরা সেটি চাই না। আমরা চাই তিন ফসলের কৃষিজমি নষ্ট না করে বিকল্প জায়গায় বালু ফেলা।’
বানিশান্তা ইউপির চেয়ারম্যান সুদেব কুমার রায় জানান, গত মাসে মাসিক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘোষণা দিয়েছিলেন যে সরকার বালু ফেলানো স্থগিত করেছে। এই খবর ছড়িয়ে পড়লে এলাকার কৃষকের মধ্য স্বস্তি ফিরে আসে। সম্প্রতি আবার বালু ফেলানোর তোড়জোড় শুরু করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। এতে কৃষকেরা আবার হতাশ হয়ে পড়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদি হাসান খান বলেন, ‘কৃষিজমি মাটি বালু দিয়ে ভরাট করলে জমিতে কোনো ফসল হবে না। এতে এলাকার কৃষকদের অনেক ক্ষতি হবে। আমার কাছে মতামত চেয়েছিল ওখানকার জমিতে কী কী ফসল হয়। আমি মত দিয়েছি ওই জমিতে ধান, তরমুজসহ নানা রকমের সবজি চাষ হয়।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
২ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪