৮ ব্যাংকের লিখিত পরীক্ষা, বিষয়ভিত্তিক প্রস্তুতি ও পরামর্শ

আতিক জাফর
প্রকাশ : ১২ আগস্ট ২০২২, ০৬: ৪৬
আপডেট : ১২ আগস্ট ২০২২, ০৯: ২১

ব্যাংকের লিখিত পরীক্ষায় সাধারণত ২০০ নম্বরের পরীক্ষা হয়ে থাকে। মূলত লিখিত পরীক্ষায় বাংলা, গণিত, ইংরেজি, সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন হয়ে থাকে। বর্তমান প্যাটার্নে বাংলা রচনা (২৫), ইংরেজি রচনা (৩৫), গণিত (৩৫), সাধারণ জ্ঞান (৩০), বাংলা এবং ইংরেজি অনুবাদ (৪০), প্রিসাইজ/সামারি (১৫), প্যাসেজ/অ্যাপ্লিকেশন (২০) বরাদ্দ থাকে। 

রচনা/ফোকাস রাইটিং/আরগুমেন্ট রাইটিং
বাংলা ও ইংরেজি দুই ধরনের রচনা থাকে, যাতে ৬০ নম্বরের মতো বরাদ্দ থাকে। সাধারণত সাম্প্রতিক বা অর্থনীতি রিলেটেড রচনা/ ফোকাস রাইটিং বা আরগুমেন্ট রাইটিং দিয়ে থাকে। আসন্ন পরীক্ষার জন্য যে টপিকগুলো আসতে পারে।

  • শতভাগ বিদ্যুতের সাফল্যে বাংলাদেশ/ ঘরে ঘরে বিদ্যুৎ/Hundred percent electrification (Bangladesh achieves 100 percent electrification) /একবিংশ শতাব্দীতে আলোকিত বাংলাদেশ
  • পদ্মা সেতু ও বাংলাদেশের অর্থনীতি 
  • বাংলা নববর্ষ ও ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা
  • রাশিয়া ও ইউক্রেন সংকট: বাংলাদেশ ও বিশ্বরাজনীতিতে প্রভাব 
  • কারেন্সি সোয়াপ ও বাংলাদেশ/ শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট vs বাংলাদেশ/ঋণফাঁদ/debt-trap diplomacy debt-trap diplomacy
  • চতুর্থ শিল্পবিপ্লব ও ব্যাংকিং খাত
  • The economic impacts of the 4 IR on Bangladesh 
  • ৫১ বছরে বাংলাদেশ: প্রাপ্তি ও প্রত্যাশা
  • গ্রিন ব্যাংকিং ও বাংলাদেশ
  • ডিজিটাল বাংলাদেশ: অগ্রগতির এক যুগ
  • দূষিত শহর ও উন্নয়নে করণীয় আমাদের করণীয়

অনুবাদ (বাংলা থেকে ইংরেজি/ইংরেজি থেকে বাংলা) 
অনুবাদে ভাব অনুবাদ করতে হবে। বানান ভুল/ কাটাকাটি করা যাবে না কোনোভাবে। অর্থনীতি, সাম্প্রতিক বিষয়, কৃষি, দেশের উন্নয়ন, করোনাসংক্রান্ত অনুবাদ প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। 

সাধারণ জ্ঞান/শর্ট নোট
সাধারণ জ্ঞান বর্তমান ব্যাংক পরীক্ষায় ট্রাম কার্ড হিসেবে কাজ করে। এককথায় প্রকাশের মতো ১০ / ১৫টি প্রশ্ন থাকে, যাতে ৩০ নম্বর বরাদ্দ থাকে। বাংলায় সাধারণ জ্ঞান না পরে ইংরেজিতে পড়তে হবে, সঙ্গে বানানটাও দেখে নেবেন। বিগত প্রশ্নগুলো দেখলে বোঝা যায় বিভিন্ন পুরস্কার, ব্যাংকিং টার্মস, দিবস, কেন্দ্রীয় ব্যাংক, মুদ্রা, রাজধানীর নাম, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার বিস্তারিত তথ্য দেখে যেতে হবে। শর্ট নোটে সাম্প্রতিক বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখলে উত্তর করা যায় সহজেই। 

গণিত 
বর্তমান পরীক্ষাগুলোতে গণিত এবং সাধারণ জ্ঞান তুরুপের তাসের মতো। যাঁদের এই সেক্টরে ভালো অবস্থান তাঁরা সব সময় এগিয়ে থাকবেন। গণিত ৫-৭টি পর্যন্ত হয়ে থাকে।

অনুবাদে ভাব অনুবাদ করতে হবে। বানান ভুল/ কাটাকাটি করা যাবে না কোনোভাবে। অর্থনীতি, সাম্প্রতিক বিষয়, কৃষি, দেশের উন্নয়ন, করোনাসংক্রান্ত অনুবাদ প্র্যাকটিস করতে হবে বেশি বেশি।

গুরুত্বপূর্ণ হিসেবে সিরিয়াল টপিকগুলো হলো Profit and loss, percentage, time and work, speed/distance, Interest, set, series, Measurement, Geometry (basic), Equation, Algebra এই বিষয়গুলো ভালোভাবে অনুশীলন করতে হবে। 

রিডিং প্যাসেজ
সমসাময়িক বা অর্থনীতি রিলেটেড প্যাসেজ দেওয়া থাকবে, যেখানে ৪-৫টি প্রশ্নের উত্তর দিতে হয়। এখানে খেয়াল রাখতে হবে কোনোভাবে প্যাসেজ থেকে সরাসরি কোনো উত্তর কপি করা যাবে না। নিজের ভাষায় প্যাসেজের লেখাটাকে প্যারাফ্রেইস করতে হবে। 

রূপালী-ব্যাংকলেটার/অ্যাপ্লিকেশন রাইটিং
বিজনেস লেটারের ফরম্যাটগুলো বাজারের বিভিন্ন বই থেকে দেখে নেবেন। ফ্যাকাল্টি বেইজড প্রশ্ন হলে কিছু ফ্যাকাল্টি সব সময় লেটার বা অ্যাপ্লিকেশন দিয়ে থাকে। তাই ফরম্যাট কোনোভাবে ভুল হলে নম্বর বেশি কাটা যাবে।

সামারি/প্রিসিস রাইটিং 
নিয়ম মেনে মূল প্যাসেজের ১ / ৩ অংশের সাইজে উত্তর করবেন। স্পেলিং ও গ্রামার ভুল না করলে ভালো নম্বর পেতে পারেন।

শেষ সময়ের প্রস্তুতি
পরীক্ষার আগের সাত-দশ দিন সময়ে পুরো লিখিত প্রস্তুতি কোনোভাবে সম্ভব নয়; তবে এ সময়ে নিয়মিত সব বিষয় আয়ত্তে আনতে হবে। যেমন

  • গণিত বিগত বছরের লিখিত প্রশ্ন সমাধান করা যেতে পারে। 
  • সাধারণ জ্ঞানের জন্য চার-ছয় মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ভালো মত পড়তে হবে। 
  • কমপক্ষে দিনে চার-পাঁচটি অনুবাদ এবং দুই-তিনটি কম্প্রিহেনশন/
    প্যাসেজ অনুশীলন করতে হবে। 
  • লেটারের ফরম্যাটগুলো ভালোমতো দেখে নিতে হবে। কারণ এগুলোর ফরম্যাট ঠিক থাকলেই গড় নম্বর পাওয়া যায়। 
  • সামারি/প্রিসাইজে টাইটেলের বিষয়গুলো খেয়াল করতে হবে। প্রশ্নে টাইটেল দিতে বললে টাইটেল দেব। অন্যথায় সামারিতে টাইটেল দিতে হয়, প্রিসাইজে টাইটেল দেওয়ার দরকার নেই।

লিখিত পরীক্ষায় ধৈর্য ধরে দুই ঘণ্টা ফুল আন্সার করতে পারলেই মোটামুটি একটা শক্ত অবস্থানে থাকা যায়। সবার জন্য শুভকামনা। 

অনুলিখন: অনিসুল ইসলাম নাঈম

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত