বরিশাল-ঢাকা দুই দিন বন্ধ থাকতে পরে লঞ্চ চলাচল

বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২২, ০৭: ১২
আপডেট : ২৩ জুন ২০২২, ১২: ৫১

বরিশাল বিভাগের ছয় জেলার আওয়ামী লীগের নেতা-কর্মীরা পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে জনসভায় অংশ নিতে মাদারীপুরের শিবচরে যাবেন নৌপথে। এ জন্য দূরপাল্লা রুটের ৬০টি লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন লঞ্চ মালিক সমিতির কেন্দ্রীয় সদস্য ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সাইদুর রহমান রিন্টু।

এদিকে লঞ্চ রিজার্ভের কারণে ঢাকা-বরিশালসহ রুটসহ বেশ কিছু রুটে ২৪ ও ২৫ জুন রাজধানীর সঙ্গে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকতে পারে।

বরিশাল নৌবন্দরের ট্রাফিক পরিদর্শক কবির হোসেন-ঢাকা-বরিশাল রুটে মোট লঞ্চ ২৪ টি। এ রুটের ৯টি লঞ্চ এ পর্যন্ত রিজার্ভ করা হয়েছে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার জন্য। আরও লঞ্চ রিজার্ভ হতে পারে।

বরিশাল বন্দর কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, রিজার্ভ লঞ্চ ২৪ জুন রাত ১০টায় বরিশাল থেকে সেতুর দিকে যাত্রা করবে। ২৫ জুন রাতে ফিরবে। লঞ্চ রিজার্ভের কারণে ২৪ ও ২৫ জুন ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক থাকবে কিনা সে বিষয়ে তিনি এখনো নিশ্চিত হতে পারেননি।

বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা ও লঞ্চ মালিক সমিতির কেন্দ্রীয় সদস্য সাইদুর রহমান রিন্টু জানিয়েছেন, বরিশাল মহানগরের নেতা-কর্মীদের জন্য ১০টি লঞ্চ তাঁরা রিজার্ভ করেছেন। বিভাগের অন্যান্য জেলা উপজেলা থেকেও ২৪ জুন রাতে লঞ্চ যাত্রা শুরু করবেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

বিআইডব্লিউটিএ’র পটুয়াখালী বন্দর কর্মকর্তা মামুন অর রশিদ জানান, পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানের জন্য ঢাকা-পটুয়াখালী রুটের ৩টি লঞ্চ রিজার্ভে যাচ্ছে। এ রুটে দৈনিক ৩টি করে লঞ্চ চলাচল করলেও ২৩ ও ২৫ জুন ১টি করে লঞ্চ সার্ভিসে থাকবে।

২৪ ও ২৫ জুন ঢাকা-ঝালকাঠি রুটের লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছেন সুন্দরবন-১২ লঞ্চের সুপারভাইজার আবু হানিফ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত