বিনোদন প্রতিবেদক, ঢাকা
বছরটা ছিল চলচ্চিত্রের গানের। সিনেমার বেশ কিছু গান জনপ্রিয় হয়েছে এবার। এ বছর ছন্দে ফিরেছে কনসার্ট; কোক স্টুডিও বাংলার পাশাপাশি শিল্পীদের একক গানও ছিল বছরের আলোচনায়। বিতর্কও পিছু ছাড়েনি শিল্পীদের।
চলচ্চিত্রের গান
এ বছর মুক্তি পেয়েছে চার ডজনের বেশি চলচ্চিত্র। সে হিসাবে জনপ্রিয়তা পাওয়া গানের সংখ্যা এক ডজনেরও কম। ‘প্রিয়তমা’ সিনেমার টাইটেল গান ‘ও প্রিয়তমা’ এ বছরের অন্যতম জনপ্রিয় গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন বালাম ও কোনাল। রিয়াদের গাওয়া একই সিনেমার ‘ঈশ্বর’ গানটিও জনপ্রিয় হয়েছে। সোমেশ্বর অলির কথায় গানটির সুর করেছেন প্রিন্স মাহমুদ। সিনেমার আরও যেসব গান জনপ্রিয় হয়েছে সেগুলো হলো নাভেদ পারভেজের সুরে, জাহিদ আকবরের লেখা, ইমরান ও কোনালের গাওয়া ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার ‘সুরমা সুরমা’, আসিফ ইকবালের লেখা, ইমরানের সুর ও ইমরান-কোনালের গাওয়া প্রহেলিকা সিনেমার ‘মেঘের নৌকা’, জাহিদ আকবরের লেখা, শান্তনু মৈত্রর সুরে, রথিজিতের গাওয়া ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার ‘অচিন মাঝি’, তানজীব সারোয়ারের কথা ও সুরে তানজীব-অবন্তী সিঁথির গাওয়া ‘সুড়ঙ্গ’ সিনেমার ‘গা ছুঁয়ে বলো’ ইত্যাদি।
একক ও দ্বৈত গান
এ বছর নতুন গান উপহার দিয়েছেন জেমস। ‘সবই ভুল’ শিরোনামের গানটি যৌথভাবে লিখেছেন বিশু সিকদার ও জেমস। এ বছরের জনপ্রিয় গানগুলোর মাঝে রয়েছে মুজা ও জেফার রহমানের ‘ঝুমকা’, ব্যান্ড অ্যাশেজের অন্তঃসারশূন্য অ্যালবামের ‘আমার দিকে তাকিয়ে সে’, র্যাপার আলী হাসানের ‘বাজার গরম’, ঈশান মজুমদারের ‘নিঠুর মনোহর’, আহমেদ হাসান সানির ‘আমরা হয়তো’, তসিবার ‘কালাচান’ ইত্যাদি।
কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুম
কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুমে এ বছর প্রকাশিত হয়েছে এক ডজন গান। এর মধ্যে ‘মুড়ির টিন’, ‘বনবিবি’, ‘দেওরা’, ‘কথা কইয়ো না’, ‘দাঁড়ালে দুয়ারে’ ও ‘দিলারাম’ আলোচিত এবং প্রশংসিত হয়েছে।
বছরজুড়ে কনসার্ট
এবার বছরজুড়েই ছিল কনসার্ট। আর্মি স্টেডিয়ামে ‘জয় বাংলা কনসার্ট’ থেকে বছরের শেষে ‘কোক স্টুডিও বাংলা লাইভ’-এর মতো বড় কনসার্টে মানুষের ঢল নেমেছিল। এ ছাড়া ছিল ‘দ্য স্কুল অব রক’, ‘চলো বাংলাদেশ কনসার্ট’, ‘দ্য নাইট অব প্রীতম হাসান’, ‘রক ইন দ্য সিটি’, ‘টু গাজা ফ্রম ঢাকা’, ‘ভালোবাসি জ্যোৎস্নায়’সহ আরও অনেক কনসার্ট। এসব কনসার্টে নগরবাউল জেমস, চিরকুট, ওয়ারফেজ, শিরোনামহীন, আর্টসেলের মতো বড় ব্যান্ডকে দেখা গেছে।
এ বছর ঢাকা মাতাতে এসেছিলেন বিদেশের অনেক সংগীতশিল্পী। ভারতীয় শিল্পীদের মধ্যে অঞ্জন দত্ত, নচিকেতা চক্রবর্তী, অনুপম রায়, অনুভ জৈন, দর্শন রাওয়াল ঢাকায় গান করে গেছেন। ঢাকা মাতিয়ে গেছে পশ্চিমবঙ্গের ব্যান্ড চন্দ্রবিন্দু, ফসিল্স ও তালপাতার সেপাই।
আলোচিত ঘটনা
কাজী নজরুল ইসলামের লেখা ‘কারার ওই লৌহকপাট’ গানটি পিপ্পা সিনেমার জন্য নতুন করে সংগীতায়োজন করেন এ আর রাহমান। এরপরই শুরু হয় বিতর্ক, নেটিজেন থেকে কাজী পরিবার সবাই এ আর রাহমানের এই কাজে ক্ষুব্ধ হন।
গানের স্বত্ব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শাফিন আহমেদ ও হামিন আহমেদের লড়াই ছিল সারা বছরের আলোচনায়। ধারণক্ষমতার চেয়ে অধিক টিকিট বিক্রি করে ব্যাপক অব্যবস্থাপনার কারণে সমালোচিত হয়েছে ‘দ্য স্কুল অব রক ভলিউম ১’ নামের কনসার্ট।সংগীতশিল্পী এসআই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদের ২৩ বছরের সংসারজীবনের ইতি ঘটে এ বছর।
বছরটা ছিল চলচ্চিত্রের গানের। সিনেমার বেশ কিছু গান জনপ্রিয় হয়েছে এবার। এ বছর ছন্দে ফিরেছে কনসার্ট; কোক স্টুডিও বাংলার পাশাপাশি শিল্পীদের একক গানও ছিল বছরের আলোচনায়। বিতর্কও পিছু ছাড়েনি শিল্পীদের।
চলচ্চিত্রের গান
এ বছর মুক্তি পেয়েছে চার ডজনের বেশি চলচ্চিত্র। সে হিসাবে জনপ্রিয়তা পাওয়া গানের সংখ্যা এক ডজনেরও কম। ‘প্রিয়তমা’ সিনেমার টাইটেল গান ‘ও প্রিয়তমা’ এ বছরের অন্যতম জনপ্রিয় গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন বালাম ও কোনাল। রিয়াদের গাওয়া একই সিনেমার ‘ঈশ্বর’ গানটিও জনপ্রিয় হয়েছে। সোমেশ্বর অলির কথায় গানটির সুর করেছেন প্রিন্স মাহমুদ। সিনেমার আরও যেসব গান জনপ্রিয় হয়েছে সেগুলো হলো নাভেদ পারভেজের সুরে, জাহিদ আকবরের লেখা, ইমরান ও কোনালের গাওয়া ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার ‘সুরমা সুরমা’, আসিফ ইকবালের লেখা, ইমরানের সুর ও ইমরান-কোনালের গাওয়া প্রহেলিকা সিনেমার ‘মেঘের নৌকা’, জাহিদ আকবরের লেখা, শান্তনু মৈত্রর সুরে, রথিজিতের গাওয়া ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার ‘অচিন মাঝি’, তানজীব সারোয়ারের কথা ও সুরে তানজীব-অবন্তী সিঁথির গাওয়া ‘সুড়ঙ্গ’ সিনেমার ‘গা ছুঁয়ে বলো’ ইত্যাদি।
একক ও দ্বৈত গান
এ বছর নতুন গান উপহার দিয়েছেন জেমস। ‘সবই ভুল’ শিরোনামের গানটি যৌথভাবে লিখেছেন বিশু সিকদার ও জেমস। এ বছরের জনপ্রিয় গানগুলোর মাঝে রয়েছে মুজা ও জেফার রহমানের ‘ঝুমকা’, ব্যান্ড অ্যাশেজের অন্তঃসারশূন্য অ্যালবামের ‘আমার দিকে তাকিয়ে সে’, র্যাপার আলী হাসানের ‘বাজার গরম’, ঈশান মজুমদারের ‘নিঠুর মনোহর’, আহমেদ হাসান সানির ‘আমরা হয়তো’, তসিবার ‘কালাচান’ ইত্যাদি।
কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুম
কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুমে এ বছর প্রকাশিত হয়েছে এক ডজন গান। এর মধ্যে ‘মুড়ির টিন’, ‘বনবিবি’, ‘দেওরা’, ‘কথা কইয়ো না’, ‘দাঁড়ালে দুয়ারে’ ও ‘দিলারাম’ আলোচিত এবং প্রশংসিত হয়েছে।
বছরজুড়ে কনসার্ট
এবার বছরজুড়েই ছিল কনসার্ট। আর্মি স্টেডিয়ামে ‘জয় বাংলা কনসার্ট’ থেকে বছরের শেষে ‘কোক স্টুডিও বাংলা লাইভ’-এর মতো বড় কনসার্টে মানুষের ঢল নেমেছিল। এ ছাড়া ছিল ‘দ্য স্কুল অব রক’, ‘চলো বাংলাদেশ কনসার্ট’, ‘দ্য নাইট অব প্রীতম হাসান’, ‘রক ইন দ্য সিটি’, ‘টু গাজা ফ্রম ঢাকা’, ‘ভালোবাসি জ্যোৎস্নায়’সহ আরও অনেক কনসার্ট। এসব কনসার্টে নগরবাউল জেমস, চিরকুট, ওয়ারফেজ, শিরোনামহীন, আর্টসেলের মতো বড় ব্যান্ডকে দেখা গেছে।
এ বছর ঢাকা মাতাতে এসেছিলেন বিদেশের অনেক সংগীতশিল্পী। ভারতীয় শিল্পীদের মধ্যে অঞ্জন দত্ত, নচিকেতা চক্রবর্তী, অনুপম রায়, অনুভ জৈন, দর্শন রাওয়াল ঢাকায় গান করে গেছেন। ঢাকা মাতিয়ে গেছে পশ্চিমবঙ্গের ব্যান্ড চন্দ্রবিন্দু, ফসিল্স ও তালপাতার সেপাই।
আলোচিত ঘটনা
কাজী নজরুল ইসলামের লেখা ‘কারার ওই লৌহকপাট’ গানটি পিপ্পা সিনেমার জন্য নতুন করে সংগীতায়োজন করেন এ আর রাহমান। এরপরই শুরু হয় বিতর্ক, নেটিজেন থেকে কাজী পরিবার সবাই এ আর রাহমানের এই কাজে ক্ষুব্ধ হন।
গানের স্বত্ব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শাফিন আহমেদ ও হামিন আহমেদের লড়াই ছিল সারা বছরের আলোচনায়। ধারণক্ষমতার চেয়ে অধিক টিকিট বিক্রি করে ব্যাপক অব্যবস্থাপনার কারণে সমালোচিত হয়েছে ‘দ্য স্কুল অব রক ভলিউম ১’ নামের কনসার্ট।সংগীতশিল্পী এসআই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদের ২৩ বছরের সংসারজীবনের ইতি ঘটে এ বছর।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে