Ajker Patrika

শ্বশুরকে নিয়ে বাবার গরু চুরি, শ্বশুর জেলে

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
শ্বশুরকে নিয়ে বাবার গরু চুরি, শ্বশুর জেলে

শ্বশুরকে সঙ্গে নিয়ে বাবার গোয়াল থেকে গরু চুরি করছিলেন ছেলে। এ সময় ছেলে কৌশলে পালিয়ে গেলেও শ্বশুর ফজলে শেখকে (৪৮) আটক করতে সক্ষম হয়েছেন স্থানীয়রা। পরে তাঁকে পুলিশে দেন তাঁরা। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার পূর্ব দুবলাই গ্রামে।

এ ঘটনায় গরুর মালিক আবু হাশেম ওরফে চান মিয়া বাদী হয়ে কাজীপুর থানায় একটি মামলা করেছেন। এতে তাঁর বিয়াই ফজলে শেখ ও ছেলে মো. জাহাঙ্গীরসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।ফজলে শেখ সিরাজগঞ্জ সদর উপজেলার পূর্ব বহুকা গ্রামের বাসিন্দা।

থানা সূত্রে জানা গেছে, গরুর মালিক আবু হাশেমের সাতটি গরু। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তিনি ঘুমাতে যান। দিবাগত রাত ২টার দিকে কয়েকবার হাম্বা ডাক শুনে জেগে ওঠেন হাশেম; কিন্তু শারীরিক অসুস্থতার কারণে বের হতে দেরি হয়। এ সময় বাইরে চোর চোর চিৎকার শুনতে পান। বের হয়ে দেখেন গোয়ালের দরজা খোলা ও একটি ষাঁড় নেই। এ সময় গ্রামের লোকজন গরুসহ ফজলে শেখকে আটক করেন স্থানীয় আমতলা মোড় থেকে। পরে ওই এলাকায় টহলরত পুলিশের সহযোগিতায় উদ্ধার করা গরু ফজলে শেখকে থানায় নেওয়া হয়।

গরুর মালিক আবু হাশেম বলেন, ‘আমার এই গরুর দাম কম হইরা হলিও ৫০ হাজার টেহা হইব। থানা-পুলিশের সহযোগিতায় আমি গরু ফিরা পাছি।’ 
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত আজকের পত্রিকাকে বলেন, ‘ফজলে শেখকে গতকাল বুধবার দুপুরে জেলে পাঠানো হয়েছে আর গরুটিকে মালিকের হেফাজতে দেওয়া হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত