বিনোদন প্রতিবেদক, ঢাকা
চিত্রনায়িকা ইয়ামিন হক ববির প্রথম সিনেমা ‘খোঁজ দ্য সার্চ’। তবে ঢালিউডে তিনি প্রতিষ্ঠা পান ‘দেহরক্ষী’ দিয়ে। ক্যারিয়ারের ওই দ্বিতীয় সিনেমায় তিনি সহশিল্পী হিসেবে পেয়েছিলেন আনিসুর রহমান মিলনকে। সেটা ২০১৩ সালের কথা।
পরের দুই বছরে ১০টির বেশি সিনেমায় অভিনয় করেন ববি। অনন্য মামুনের ‘ব্ল্যাকমেইল’ সিনেমার সূত্রে ২০১৫ সালে আবারও এক হন মিলন-ববি। ২০১৮ সালে চলচ্চিত্র প্রযোজনায় আসেন ববি। ‘বিজলী’ নামের ওই সিনেমায় অতিথি চরিত্রে অভিনয়ের জন্য ডাক পান মিলন। স্বচ্ছন্দে রাজি হয়ে যান তিনি ‘বিজলী’ সিনেমায় কাজ করতে।
দীর্ঘদিনের এই পর্দার জুটি আবারও এক হলেন। ‘আলপিন’ নামে একটি ওয়েব ফিল্ম বানাচ্ছেন জনপ্রিয় নাট্যনির্মাতা আল হাজেন। তাতে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন। আর ববি থাকবেন অনুসন্ধানী সাংবাদিকের চরিত্রে। সোমবার সন্ধ্যায় এ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তাঁরা। ২০টিরও বেশি সিনেমার অভিনেত্রী ববি ‘আলপিন’ দিয়ে প্রথমবারের মতো ওয়েব প্ল্যাটফর্মে হাজির হচ্ছেন।
‘আলপিন’ সিনেমা নিয়ে ববি বলেন, ‘বছরের শুরুতেই এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। যে চরিত্রে অভিনয় করতে যাচ্ছি, সেটি আমার জন্য প্রথম। এতে আমি থাকব সাংবাদিক চরিত্রে। মূলত অনুসন্ধানমূলক লেখালেখি করাই আমার কাজ। অনেক দিন পর মিলন ভাইয়ের সঙ্গেও কাজ করা হবে এ সিনেমার কল্যাণে। সেটাও আনন্দের বিষয়।’
আর আনিসুর রহমান মিলন বললেন, ‘এর আগেও পুলিশের চরিত্রে অভিনয় করেছি, তবে এই গল্পে কিছু ভিন্নতা আছে।’
এ ছাড়া ‘আলপিন’ সিনেমায় আরও থাকবেন সাঞ্জু জন। নির্মাতা জানিয়েছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে চলতি মাসের ২৫ তারিখেই শুটিং শুরু করবেন।
ববির আরও একটি সিনেমার শুটিং শুরু হওয়ার কথা এ মাসে। রাশিদ পলাশ পরিচালিত ‘ময়ূরাক্ষী’ নামের ওই সিনেমায় চিত্রনায়িকা চরিত্রেই দেখা যাবে তাঁকে।
চিত্রনায়িকা ইয়ামিন হক ববির প্রথম সিনেমা ‘খোঁজ দ্য সার্চ’। তবে ঢালিউডে তিনি প্রতিষ্ঠা পান ‘দেহরক্ষী’ দিয়ে। ক্যারিয়ারের ওই দ্বিতীয় সিনেমায় তিনি সহশিল্পী হিসেবে পেয়েছিলেন আনিসুর রহমান মিলনকে। সেটা ২০১৩ সালের কথা।
পরের দুই বছরে ১০টির বেশি সিনেমায় অভিনয় করেন ববি। অনন্য মামুনের ‘ব্ল্যাকমেইল’ সিনেমার সূত্রে ২০১৫ সালে আবারও এক হন মিলন-ববি। ২০১৮ সালে চলচ্চিত্র প্রযোজনায় আসেন ববি। ‘বিজলী’ নামের ওই সিনেমায় অতিথি চরিত্রে অভিনয়ের জন্য ডাক পান মিলন। স্বচ্ছন্দে রাজি হয়ে যান তিনি ‘বিজলী’ সিনেমায় কাজ করতে।
দীর্ঘদিনের এই পর্দার জুটি আবারও এক হলেন। ‘আলপিন’ নামে একটি ওয়েব ফিল্ম বানাচ্ছেন জনপ্রিয় নাট্যনির্মাতা আল হাজেন। তাতে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন। আর ববি থাকবেন অনুসন্ধানী সাংবাদিকের চরিত্রে। সোমবার সন্ধ্যায় এ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তাঁরা। ২০টিরও বেশি সিনেমার অভিনেত্রী ববি ‘আলপিন’ দিয়ে প্রথমবারের মতো ওয়েব প্ল্যাটফর্মে হাজির হচ্ছেন।
‘আলপিন’ সিনেমা নিয়ে ববি বলেন, ‘বছরের শুরুতেই এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। যে চরিত্রে অভিনয় করতে যাচ্ছি, সেটি আমার জন্য প্রথম। এতে আমি থাকব সাংবাদিক চরিত্রে। মূলত অনুসন্ধানমূলক লেখালেখি করাই আমার কাজ। অনেক দিন পর মিলন ভাইয়ের সঙ্গেও কাজ করা হবে এ সিনেমার কল্যাণে। সেটাও আনন্দের বিষয়।’
আর আনিসুর রহমান মিলন বললেন, ‘এর আগেও পুলিশের চরিত্রে অভিনয় করেছি, তবে এই গল্পে কিছু ভিন্নতা আছে।’
এ ছাড়া ‘আলপিন’ সিনেমায় আরও থাকবেন সাঞ্জু জন। নির্মাতা জানিয়েছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে চলতি মাসের ২৫ তারিখেই শুটিং শুরু করবেন।
ববির আরও একটি সিনেমার শুটিং শুরু হওয়ার কথা এ মাসে। রাশিদ পলাশ পরিচালিত ‘ময়ূরাক্ষী’ নামের ওই সিনেমায় চিত্রনায়িকা চরিত্রেই দেখা যাবে তাঁকে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে