আজও জেমসের গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

দেশ-বিদেশের মঞ্চে কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন জেমস। ১০ ফেব্রুয়ারি গিয়েছিলেন মালয়েশিয়ায়। কুয়ালালামপুরে আয়োজিত মেগা কনসার্টে প্রবাসী বাঙালিদের মাতিয়ে দেশে ফিরেছেন নগরবাউল। দেশে ফিরেই গতকাল তিনি পারফর্ম করেন দ্য স্কুল অব রক ভলিউম টু নামের কনসার্টে।

রাজধানীর আইসিসিবিতে আয়োজিত দ্য স্কুল অব রক ভলিউম টু কনসার্টে জেমসের সঙ্গে ছিল ব্যান্ড আর্ক, আর্টসেল, ব্লু জিনস, সোনার বাংলা সার্কাস, ভাইকিংস ও প্ল্যাজমিক নক। আজও একই স্থানে রয়েছে জেমসের কনসার্ট।

আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরার (আইসিসিবি-০৪) নবরত্ন হলে ‘স্যাটারডে ভাইবস’ কনসার্টে গাইবেন জেমস। আয়োজন করেছে ‘৯৫-৯৭ ফ্রেন্ডস’। আয়োজক কমিটির প্রধান ইফতেখারুল ইসলাম শিমুল আজকের পত্রিকাকে জানান, দিনব্যাপী অনুষ্ঠানে বেলা ৩টায় শুরু হবে সাংস্কৃতিক পর্ব। শুরুতেই গান পরিবেশন করবেন রনি, রায়হান অ্যান্ড রকার্স, তপু সাঈদ ও সুমন। এ ছাড়াও থাকবে ডিজে সনিকার পারফরম্যান্স। সবশেষে মঞ্চে আসবেন নগরবাউল জেমস।

এরই মধ্যে শুরু হয়েছে স্যাটারডে ভাইবসের টিকিট বিক্রি। টিকিটের দাম ১ হাজার ২৫০ টাকা। প্রায় ৩ হাজার দর্শকের উপস্থিতি আশা করছেন আয়োজকেরা। ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে ম্যাচ বক্স কমিউনিকেশনস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত