ফুলঝাড়ু বানিয়ে জীবিকা

শ্রীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৮: ৩৬
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৫০

শিল্পাঞ্চল খ্যাত শ্রীপুর উপজেলার সব ইউনিয়নে নগরায়ণের ছোঁয়া লেগেছে বহু বছর আগে। আগের মতো কোথাও চোখে পড়ে না মাটির বাড়ি। নগরায়ণের ফলে বাসা-বাড়িতে লেগেছে উন্নয়নের ছোঁয়া। এসব ঘর-বাড়ি দোকানপাট পরিষ্কার করতে কদর বেড়েছে ফুলঝাড়ুর। উপজেলার কিছু এলাকায় তৈরি এ এসব ঝাড়ু।

উপজেলার পটকা গ্রামে নিপুণ কৌশলে কারিগররা ফুল আর পাটের শলা দিয়ে তৈরি করেন অসম্ভব সুন্দর সব ফুল ঝাড়ু। আবার এর মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে বেশ কয়েকজনের।

ফরিদপুর জেলার বিপুল, আশরাফুল, আলী, সুজন, সুমনরা সারা বছরই ফুলঝাড়ু তৈরির কাজ করেন। এগুলো তৈরি করার যে পারিশ্রমিক পান তা দিয়েই চলে তাঁদের সংসার।

শ্রমিক মো. বিপুল মিয়া বলেন, ‘১০০ ঝাড়ু তৈরি করে ৩০০ টাকা মজুরি পান কারিগররা। একজন শ্রমিক প্রতিদিন কমপক্ষে ১৫০ থেকে ২০০টি ফুলঝাড়ু তৈরি করতে পারেন।’

আরেক কারিগর আশরাফুল বলেন, ‘সাত বছর ধরে ঝাড়ু তৈরির কাজ করি। পেশাগত কারণে দেশের বিভিন্ন জেলায় কাজ করতে হয়। শ্রীপুরে ফুলঝাড়ু তৈরির কাজ করছি এক বছর ধরে। এখানে ফুল ঝাড়ুর চাহিদা ব্যাপক। তাই আয় রোজগার মোটামুটি ভালো।’

ব্যবসায়ী আবদুল মান্নান বলেন, রাঙামাটি জেলা থেকে পাইকারি দরে ফুল কিনে আনতে হয়। তারপর সেগুলোকে ভালোভাবে রোদে শুকিয়ে ঝাড়ু তৈরি করতে হয়। ঝাড়ু তৈরিতে ফুলের শলাকা ছাড়াও পাটের শলা ব্যবহার করা হয়। একটি ফুল ঝাড়ু তৈরি করতে ৬০-৮০ টাকা খরচ হয় এবং ৬২-৮২ টাকা দামে পাইকারি বিক্রি হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত