দেবাশীষ দত্ত, কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে গত সপ্তাহের ভয়াবহ আগুনে পানের বরজ, ফসলি জমি ও ঘরবাড়ি পুড়ে যাওয়ার আতঙ্কের ছাপ এখনো স্পষ্ট পাঁচ গ্রামের বাসিন্দাদের চোখেমুখে। তারপরও পোড়া মাটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তাঁরা। বিশেষ করে পানচাষিরা পুড়ে যাওয়া বাঁশ-পাটকাঠি সরিয়ে নতুন করে বরজ তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন। চাষিরা নতুন করে পান চাষে সহজ শর্তে ঋণ সুবিধার দাবি জানিয়েছেন।
১০ মার্চ বেলা ১১টার দিকে রায়টা পাথরঘাট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাঁচ গ্রামে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট, পুলিশ ও গ্রামবাসীর চেষ্টায় সাড়ে ৫ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যে হাজারো হেক্টর বরজ পুড়ে যায়। এর সঙ্গে যুক্ত শ্রমিকেরা বেকার হয়ে পড়েন। পান ঘিরে গড়ে ওঠা কুচিয়ামোড়া হাট এখন পানশূন্য।
গতকাল মঙ্গলবার ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখা গেছে, অনেকে নতুন করে বরজ প্রস্তুত করতে পোড়া বাঁশ ও খুঁটি সরিয়ে নিচ্ছেন এবং নতুন বাঁশ ও খড় দিয়ে ছাউনি দিচ্ছেন। রায়টার চাষি রুহুল আমীন বলেন, ‘আমার এক বিঘা জমিতে বরজ ছিল। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন নতুনভাবে করতে হলে অনেক টাকা প্রয়োজন। এ অবস্থায় এনজিওগুলো ঋণ দিতেও নানা জটিলতা সৃষ্টি করছে।’
মেঘনাপাড়ার ক্ষতিগ্রস্ত কৃষক শাহজাহান আলী জানান, নতুন করে বরজ তৈরিতে প্রয়োজন হচ্ছে বাঁশ, পাটকাঠি, সুতা, তার, বাতা ও খড়। সুযোগ বুঝে এসবের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। যে পাটকাটি ছিল ৩৩০ টাকা মণ, তা এখন কিনতে হচ্ছে ৫০০ থেকে ৫৫০ টাকায়। বরজ দাঁড় করাতে তাঁর এখন কমপক্ষে ১ লাখ টাকা খরচ হবে, কিন্তু হাতে কোনো টাকা নেই। এমন অবস্থায় সরকারি সহযোগিতায় দ্রুত ঋণের ব্যবস্থা হলে তাঁদের ঘুরে দাঁড়ানোর কাজটি সহজ হবে।
১৪ মার্চ আগুনে পোড়া এলাকা পরিদর্শনে আসেন কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা। এ সময় কৃষকেরা ত্রাণের চাল নয়, বিনা সুদে ঋণের দাবি জানান। ১৬ মার্চ ঘটনাস্থলে যান সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ ও কামারুল আরেফিন। হানিফ কৃষি কার্ডের মাধ্যমে পানচাষিদের ৪ শতাংশ সুদে ঋণসহায়তার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকাশ কুমার কুন্ডু আজকের পত্রিকাকে বলেন, ‘কৃষিঋণের জন্য আমরা ক্ষতিগ্রস্তদের একটি তালিকা কৃষি ও ত্রাণ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। ব্যাংক ও এনজিওগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ দিতে বলা হয়েছে। এ ছাড়া যেসব ক্ষতিগ্রস্ত কৃষক ঋণ পরিশোধ করতে পারছেন না, তাঁদের ৬ মাস সময় দেওয়ার জন্যও বলা হয়েছে।’
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে গত সপ্তাহের ভয়াবহ আগুনে পানের বরজ, ফসলি জমি ও ঘরবাড়ি পুড়ে যাওয়ার আতঙ্কের ছাপ এখনো স্পষ্ট পাঁচ গ্রামের বাসিন্দাদের চোখেমুখে। তারপরও পোড়া মাটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তাঁরা। বিশেষ করে পানচাষিরা পুড়ে যাওয়া বাঁশ-পাটকাঠি সরিয়ে নতুন করে বরজ তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন। চাষিরা নতুন করে পান চাষে সহজ শর্তে ঋণ সুবিধার দাবি জানিয়েছেন।
১০ মার্চ বেলা ১১টার দিকে রায়টা পাথরঘাট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাঁচ গ্রামে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট, পুলিশ ও গ্রামবাসীর চেষ্টায় সাড়ে ৫ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যে হাজারো হেক্টর বরজ পুড়ে যায়। এর সঙ্গে যুক্ত শ্রমিকেরা বেকার হয়ে পড়েন। পান ঘিরে গড়ে ওঠা কুচিয়ামোড়া হাট এখন পানশূন্য।
গতকাল মঙ্গলবার ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখা গেছে, অনেকে নতুন করে বরজ প্রস্তুত করতে পোড়া বাঁশ ও খুঁটি সরিয়ে নিচ্ছেন এবং নতুন বাঁশ ও খড় দিয়ে ছাউনি দিচ্ছেন। রায়টার চাষি রুহুল আমীন বলেন, ‘আমার এক বিঘা জমিতে বরজ ছিল। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন নতুনভাবে করতে হলে অনেক টাকা প্রয়োজন। এ অবস্থায় এনজিওগুলো ঋণ দিতেও নানা জটিলতা সৃষ্টি করছে।’
মেঘনাপাড়ার ক্ষতিগ্রস্ত কৃষক শাহজাহান আলী জানান, নতুন করে বরজ তৈরিতে প্রয়োজন হচ্ছে বাঁশ, পাটকাঠি, সুতা, তার, বাতা ও খড়। সুযোগ বুঝে এসবের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। যে পাটকাটি ছিল ৩৩০ টাকা মণ, তা এখন কিনতে হচ্ছে ৫০০ থেকে ৫৫০ টাকায়। বরজ দাঁড় করাতে তাঁর এখন কমপক্ষে ১ লাখ টাকা খরচ হবে, কিন্তু হাতে কোনো টাকা নেই। এমন অবস্থায় সরকারি সহযোগিতায় দ্রুত ঋণের ব্যবস্থা হলে তাঁদের ঘুরে দাঁড়ানোর কাজটি সহজ হবে।
১৪ মার্চ আগুনে পোড়া এলাকা পরিদর্শনে আসেন কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা। এ সময় কৃষকেরা ত্রাণের চাল নয়, বিনা সুদে ঋণের দাবি জানান। ১৬ মার্চ ঘটনাস্থলে যান সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ ও কামারুল আরেফিন। হানিফ কৃষি কার্ডের মাধ্যমে পানচাষিদের ৪ শতাংশ সুদে ঋণসহায়তার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকাশ কুমার কুন্ডু আজকের পত্রিকাকে বলেন, ‘কৃষিঋণের জন্য আমরা ক্ষতিগ্রস্তদের একটি তালিকা কৃষি ও ত্রাণ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। ব্যাংক ও এনজিওগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ দিতে বলা হয়েছে। এ ছাড়া যেসব ক্ষতিগ্রস্ত কৃষক ঋণ পরিশোধ করতে পারছেন না, তাঁদের ৬ মাস সময় দেওয়ার জন্যও বলা হয়েছে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
১১ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪