Ajker Patrika

বৃষ্টি হলেই দুই কিমি রাস্তায় জলাবদ্ধতা, ৩ বছর ধরে কষ্ট

দোহার (ঢাকা) প্রতিনিধি
বৃষ্টি হলেই দুই কিমি রাস্তায় জলাবদ্ধতা, ৩ বছর ধরে কষ্ট

ঢাকার দোহারে সামান্য বৃষ্টি হলেই শিলাকোঠা এলাকার রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা ঈদগাহসহ প্রায় ২ কিলোমিটার রাস্তার এই অবস্থা। ৩ বছর ধরে এই দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। রাস্তার দুই পাশে নালা (ড্রেন) না থাকায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

প্রায় ৭-৮ হাজার লোকের বসবাস শিলাকোঠা গ্রামে। গত বৃহস্পতিবার দেখা যায়, বৃষ্টিতে ওই এলাকার মানুষের চলাচলের প্রধান রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রতিদিন এই রাস্তা দিয়েই শিক্ষার্থীসহ এলাকার লোকজন যাতায়াত করেন। বিশেষ করে স্কুল ও মাদ্রাসায় যাওয়া শিশুরা এতে চরম বিপাকে পড়ে।

স্থানীয় বাসিন্দা বারেক মোল্লা বলেন, ‘দীর্ঘদিন এই জলাবদ্ধতার জন্য আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিন্তু এলাকার জনপ্রতিনিধিরা এই সমস্যার ব্যাপারে কোনো প্রকার কর্ণপাতই করছেন না। এলাকার প্রধান রাস্তাটি যদি এভাবে দিনে পর দিন পানির নিচে ডুবে থাকে, তাহলে যানবাহন চলাচলের সময় যেকোনো দুর্ঘটনায় পড়তে পারে।’

এলাকার বয়োজ্যেষ্ঠদের একজন ছামেদ মোল্লা বলেন, ‘রাস্তার এই পানির জন্য আমরা নামাজ পড়তে ঠিকমতো মসজিদে যেতে পারি না।’

রাস্তায় জলাবদ্ধতার বিষয়ে জানতে চাইলে কুসুমহাটি ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের মণ্ডল মোবাইল ফোনে বলেন, ‘এখন আমি এই বিষয়ে কিছু বলতে পারব না। এ বিষয়ে পরে কথা বলব।’

এদিকে রাস্তাটি সংস্কারসহ দুই পাশে নালা (ড্রেন) তৈরির মাধ্যমে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে জনদুর্ভোগ লাঘবের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত