Ajker Patrika

সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ৬ বসতঘর

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি  
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৫: ৪৫
সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ৬ বসতঘর

চট্টগ্রামের সাতকানিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে গেছে ছয়টি বসতঘর। গত রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পুরানগড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবদুল গফুর সিকদারের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মমতাজ উদ্দিন সিকদারের রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে আইয়ুব মিয়া সিকদার, মফিজুর রহমান সিকদার, মোর্শেদ আলম সিকদার, রাশেদ হোসেন সিকদার দুলু, মাহবুবুর রহমান সিকদার ও ইলিয়াছ ভূঁইয়া সিকদারের বাড়িতে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা বলেন, হঠাৎ করে আগুন লেগে যাওয়ায় ঘর থেকে কোনো কিছুই বের করতে পারেননি।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এক ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’

পুরানগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল হক সিকদার অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত