Ajker Patrika

চুরির তথ্য দেওয়ার সন্দেহে গ্রাম পুলিশের হাত ভাঙল সন্ত্রাসীরা

তালতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৩২
চুরির তথ্য দেওয়ার সন্দেহে গ্রাম পুলিশের হাত ভাঙল সন্ত্রাসীরা

বরগুনার তালতলীতে গরু চুরির তথ্য পুলিশকে দেওয়ার সন্দেহে হারুন নামের এক গ্রাম পুলিশের হাত ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আমান নামের একজনকে থানায় নিয়ে গেছে পুলিশ।

গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার খাজুরার পুল নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত হারুন ছোট বগী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, উপজেলার ছোট বগী ইউনিয়নের জাকিরতবক এলাকায় বাচ্চু মৃধা ও মাসুম মৃধাসহ তাঁদের ১৫ থেকে ২০ জনের দল গরু চুরির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। এ বিষয়ে স্থানীয় গ্রাম পুলিশ হারুন খানকে গরু চুরির তথ্য দেওয়ার সন্দেহ করেন। এরই জেরে সকালে বাচ্চু মৃধা, মাসুম ও কবিরসহ ২০ থেকে ২৫ জন ওই গ্রাম পুলিশের ওপর হামলা করেন। এতে গ্রাম পুলিশ হারুনের বাম হাত ভেঙে যায়। এ সময় হারুনের ভাইয়ের ছেলে রুবেলকেও কুপিয়ে জখম করা হয়। পরে আহতদের আমতলী হাসপাতালে ভর্তি করেন।

আহত গ্রাম পুলিশ হারুন খান বলেন, ‘গরু চোরের বিষয়ে পুলিশকে কে বা কারা তথ্য দিয়েছে। সে জন্য আমাকে সন্দেহ করে মারধর করেছে।’

অভিযুক্ত বাচ্চু মৃধাকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।

তালতলী থানার ওসি কাজী শাখাওয়াত তপু বলেন, ‘মারামারির ঘটনায় আমান নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তাঁকে আটক করা হয়নি। কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত