খান রফিক, বরিশাল
বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নে খাসজমিতে দলীয় কার্যালয় গড়ে তুলেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। জাতীয় সংসদ নির্বাচনের পর তালতলী বাজারে নির্মিত মডেল মসজিদের ঠিকাদারের ব্যবহৃত আধা পাকা ঘরে করা হয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়।
মডেল মসজিদ নির্মাণকাজের সময় সরকারি জমিতে নির্মিত আধা পাকা ঘরটি ঠিকাদার প্রশাসনের কাছে হস্তান্তর না করে সেটি আওয়ামী লীগ নেতার কাছে ভাড়া দেন বলে অভিযোগ উঠেছে।
ইউনিয়ন ভূমি কর্মকর্তা জানিয়েছেন, মডেল মসজিদ নির্মাণ সম্পন্ন হওয়ায় ব্যবহৃত আধা পাকা ঘরটি ঠিকাদার হস্তান্তর করবেন।
এটি কারও কাছে ভাড়া দেওয়ার সুযোগ নেই।
জানতে চাইলে চরবাড়িয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালাম আকন বলেন, মডেল মসজিদ নির্মাণকারী ঠিকাদার মিজানুর রহমান খানের কাছ থেকে ওই ঘর মাসিক পাঁচ হাজার টাকায় ভাড়া নিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি এবং জেলা পরিষদ সদস্য শহিদুল ইসলাম ওরফে ইটালী শহিদ। সরকারি খাসজমির ওপর দলীয় কার্যালয় করে সেখানকার তালতলী মাছবাজার নিয়ন্ত্রণ করছেন ইটালী শহিদ, জলিল সরদার ও তুহিন। বাজারটি ইউনিয়ন পরিষদের লিজ নেওয়া। কিন্তু সম্প্রতি ইটালী শহিদের ১০-১৫ জন লোক মাছবাজারে দৈনিক চাঁদা তোলেন। কার্যালয়ে রাজনৈতিক নেতাদের ছবি টানিয়ে তা উদ্বোধনেরও প্রস্তুতি চলছে।
ঠিকাদার মিজানুর রহমান অবশ্য বলেছেন, স্থানীয় কয়েকজন আওয়ামী লীগের নেতা তাঁর কাছে এসে ঘরটিতে দলীয় কার্যালয় করার কথা বলেছেন। তাঁদের অনুরোধে ঘর ভেঙে না ব্যবহার করতে দিয়েছেন। সরকারি জমি-ঘর, সবই সেখানে রয়েছে।
চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি এবং বরিশাল জেলা পরিষদ সদস্য শহিদুল ইসলাম ওরফে ইটালী শহিদ বলেন, ‘ইউনিয়নে দীর্ঘ বছর ধরে দলীয় কার্যালয় নেই। ঠিকাদার মিজান আমার বন্ধু হওয়ায় তাঁর কাছ থেকে ঘরটি চেয়ে নিয়ে আওয়ামী লীগের কার্যালয় করেছি।’
খাসজমিতে রাজনৈতিক দলের কার্যালয় করার বৈধতা আছে কি না এ প্রসঙ্গে জানতে চাইলে শহিদ বলেন, ‘ভূমি অফিসের যেদিন প্রয়োজন হবে ঘর ভেঙে দেবে, সেদিন অন্যত্র চলে যাব।’
চরবাড়িয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা দীপক চ্যাটার্জি বলেন, তালতলী বাজারে গণপূর্তের ৮ একর জমি ছিল। কয়েক বছর আগে সব জমি দখলমুক্ত করে ১ নম্বর খাস খতিয়ানভুক্ত করা হয়েছে। ফলে ওই জমি এখন ভূমি অফিসের মালিকানাধীন। মডেল মসজিদের জন্য বরাদ্দ হয়েছে ১ একর জমি। মসজিদ নির্মাণকাজ চলাকালে ঠিকাদার মিজান তাঁর অফিস স্থাপনের জন্য লাগোয়া খাসজমিতে আধা পাকা ঘর করেছিলেন। নিয়মানুযায়ী, মসজিদ নির্মাণকাজ শেষে ঠিকাদার ওই ঘর ভেঙে দেবেন। অথবা ঘরের চাবি ইউনিয়ন ভূমি অফিসে হস্তান্তর করবেন। সেখানে রাজনৈতিক দলের কার্যালয় করার সুযোগ নেই। কিন্তু ঠিকাদার এখন পর্যন্ত ঘরটি বুঝিয়ে দেননি।
বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম ছবি আজকের পত্রিকাকে বলেন, ‘তালতলীতে ইউনিয়ন আলীগের কার্যালয় করার বিষয়টি আমার জানা নেই। খাস জমিতে করলে তো দলের ভাবমূর্তি নস্ট হয়।’
বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নে খাসজমিতে দলীয় কার্যালয় গড়ে তুলেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। জাতীয় সংসদ নির্বাচনের পর তালতলী বাজারে নির্মিত মডেল মসজিদের ঠিকাদারের ব্যবহৃত আধা পাকা ঘরে করা হয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়।
মডেল মসজিদ নির্মাণকাজের সময় সরকারি জমিতে নির্মিত আধা পাকা ঘরটি ঠিকাদার প্রশাসনের কাছে হস্তান্তর না করে সেটি আওয়ামী লীগ নেতার কাছে ভাড়া দেন বলে অভিযোগ উঠেছে।
ইউনিয়ন ভূমি কর্মকর্তা জানিয়েছেন, মডেল মসজিদ নির্মাণ সম্পন্ন হওয়ায় ব্যবহৃত আধা পাকা ঘরটি ঠিকাদার হস্তান্তর করবেন।
এটি কারও কাছে ভাড়া দেওয়ার সুযোগ নেই।
জানতে চাইলে চরবাড়িয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালাম আকন বলেন, মডেল মসজিদ নির্মাণকারী ঠিকাদার মিজানুর রহমান খানের কাছ থেকে ওই ঘর মাসিক পাঁচ হাজার টাকায় ভাড়া নিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি এবং জেলা পরিষদ সদস্য শহিদুল ইসলাম ওরফে ইটালী শহিদ। সরকারি খাসজমির ওপর দলীয় কার্যালয় করে সেখানকার তালতলী মাছবাজার নিয়ন্ত্রণ করছেন ইটালী শহিদ, জলিল সরদার ও তুহিন। বাজারটি ইউনিয়ন পরিষদের লিজ নেওয়া। কিন্তু সম্প্রতি ইটালী শহিদের ১০-১৫ জন লোক মাছবাজারে দৈনিক চাঁদা তোলেন। কার্যালয়ে রাজনৈতিক নেতাদের ছবি টানিয়ে তা উদ্বোধনেরও প্রস্তুতি চলছে।
ঠিকাদার মিজানুর রহমান অবশ্য বলেছেন, স্থানীয় কয়েকজন আওয়ামী লীগের নেতা তাঁর কাছে এসে ঘরটিতে দলীয় কার্যালয় করার কথা বলেছেন। তাঁদের অনুরোধে ঘর ভেঙে না ব্যবহার করতে দিয়েছেন। সরকারি জমি-ঘর, সবই সেখানে রয়েছে।
চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি এবং বরিশাল জেলা পরিষদ সদস্য শহিদুল ইসলাম ওরফে ইটালী শহিদ বলেন, ‘ইউনিয়নে দীর্ঘ বছর ধরে দলীয় কার্যালয় নেই। ঠিকাদার মিজান আমার বন্ধু হওয়ায় তাঁর কাছ থেকে ঘরটি চেয়ে নিয়ে আওয়ামী লীগের কার্যালয় করেছি।’
খাসজমিতে রাজনৈতিক দলের কার্যালয় করার বৈধতা আছে কি না এ প্রসঙ্গে জানতে চাইলে শহিদ বলেন, ‘ভূমি অফিসের যেদিন প্রয়োজন হবে ঘর ভেঙে দেবে, সেদিন অন্যত্র চলে যাব।’
চরবাড়িয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা দীপক চ্যাটার্জি বলেন, তালতলী বাজারে গণপূর্তের ৮ একর জমি ছিল। কয়েক বছর আগে সব জমি দখলমুক্ত করে ১ নম্বর খাস খতিয়ানভুক্ত করা হয়েছে। ফলে ওই জমি এখন ভূমি অফিসের মালিকানাধীন। মডেল মসজিদের জন্য বরাদ্দ হয়েছে ১ একর জমি। মসজিদ নির্মাণকাজ চলাকালে ঠিকাদার মিজান তাঁর অফিস স্থাপনের জন্য লাগোয়া খাসজমিতে আধা পাকা ঘর করেছিলেন। নিয়মানুযায়ী, মসজিদ নির্মাণকাজ শেষে ঠিকাদার ওই ঘর ভেঙে দেবেন। অথবা ঘরের চাবি ইউনিয়ন ভূমি অফিসে হস্তান্তর করবেন। সেখানে রাজনৈতিক দলের কার্যালয় করার সুযোগ নেই। কিন্তু ঠিকাদার এখন পর্যন্ত ঘরটি বুঝিয়ে দেননি।
বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম ছবি আজকের পত্রিকাকে বলেন, ‘তালতলীতে ইউনিয়ন আলীগের কার্যালয় করার বিষয়টি আমার জানা নেই। খাস জমিতে করলে তো দলের ভাবমূর্তি নস্ট হয়।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
২ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪